For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথমে 'গেইলস্টর্ম' তারপরে বৃষ্টিই ইডেনে ম্যাচ হারিয়ে দিল কেকেআর-কে

ইডেনে ঘরের মাঠে ১৯১ রান করেও প্রথমে গেইল ঝড় ও পরে অঝোর ধারায় বৃষ্টিই ম্যাচ হারিয়ে দিল কেকেআরকে।

  • |
Google Oneindia Bengali News

বোর্ডে রান যতই উঠুক বিপক্ষ দলে ক্রিস গেইলের মতো ব্যাটসম্যান থাকলে কোনও রানই আটকানো সম্ভব নয়। ইডেনে ঘরের মাঠে ১৯১ রান করেও প্রথমে গেইল ঝড় ও পরে অঝোর ধারায় বৃষ্টিই ম্যাচ হারিয়ে দিল কেকেআরকে। ডাকওয়ার্থ লুইস নিয়মে পঞ্জাব জিতল ৯ উইকেটে।

পঞ্জাবের বিরুদ্ধে ইডেনে হেরে গেল কেকেআর

প্রথমে ব্যাট করে কলকাতা ৭ উইকেটে ১৯১ রান তোলে। ক্রিস লিন ৭৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। জবাবে রান তাড়া করতে নেমে ক্রিস গেইল ও কেএল রাহুল ঝড় তুলে দেন। গেইলের চেয়ে রাহুল বেশি ভয়ঙ্কর ছিলেন। তবে গেইল যেখানে থাকবেন সেখানে তিনি লাইমলাইট কেড়ে নেবেন সেটাই স্বাভাবিক।

এদিন হলও তাই। রাহুল ২৭ বলে ৬০ রান করে ফিরলেও গেইল ৩৮ বলে ৬২ রান করে অপরাজিত রইলেন। এবং তাঁর ব্যাটিং তাণ্ডবে পরপর তিনটি ম্যাচ জিতে নিল পঞ্জাব।

ইডেনে এদিন টসে হেরে যায় কলকাতা। পঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রণ অশ্বিন বোলিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমেও শুরুতেই ধাক্কা খায় কলকাতা। ১.৩ ওভারের মাথায় ১ রান করে সাজঘরে ফেরেন সুনীল নারিন। তারপরে গত ম্যাচের মতোই খেলা ধরে নেন ফর্মে থাকা ক্রিস লিন ও রবীন উথাপ্পা।

দুজনের পাওয়ার হিটিংয়ে কলকাতা ৬ ওভারে ৫০ রান তুলে ফেলে। ৮ ওভারে ওঠে ৭৮ রান। বারিন্দর স্রনের এক ওভারে ওঠে ২৩ রান। তারপরই উথাপ্পা ২৩ বলে ৩৪ রান করে ফেরেন।

নামেন অধিনায়ক কার্তিক। তিনিও অনবদ্য ফর্মে রয়েছেন। লিনের সঙ্গে জুটি বেঁধে কার্তিক ইনিংস এগিয়ে নিয়ে যান। লিন ৪১ বলে ৭১ ও কার্তিক ২৮ বলে ৪৩ রান করেন।

১৫ ওভারে কলকাতার রান ছিল ১৪৬। তা সত্ত্বেও শেষদিকে পরপর কয়েকটা উইকেট পড়ে যাওয়ায় দুশো পেরোতে পারেনি কেকেআর। শেষ অবধি ৭ উইকেটে ১৯১ রানে থামে কেকেআর ইনিংস।

যদিও যেভাবে পঞ্জাব ব্যাটসম্যানরা রান তুলতে শুরু করেন তাতে কোনও লক্ষ্যই অসম্ভব মনে হচ্ছিল না। প্রথম ৪ ওভারে ৫৭ রান তুলে ফেলে পঞ্জাব। শেষ অবধি ৮.২ ওভারে ৯৬ রান অবস্থায় বৃষ্টি নামে। তারপরে বৃষ্টি থামলে ২৮ বলে ২৯ রান প্রয়োজন ছিল। শেষ অবধি ১১ বল বাকী থাকতে পঞ্জাব ম্যাচ পকেটে পুরে নেয়।

English summary
IPL 2018 : Kings XI Punjab beat Kolkata Knight Riders by 9 wickets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X