For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানকে ২৫ রানে হারাল কলকাতা

ইডেনে ঘরের মাঠে আইপিএল এলিমিনেটরের ম্যাচ খেলতে ইডেন গার্ডেন্সে নামছে দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স।

  • |
Google Oneindia Bengali News

ইডেনে ঘরের মাঠে আইপিএল এলিমিনেটরের ম্যাচ খেলতে ইডেন গার্ডেন্সে নামছে দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ অজিঙ্ক রাহানের রাজস্থান রয়্যালস। এদিন যে দল জিতবে তারা কোয়ালিফায়ার খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। আর যারা হারবে তাঁরা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। আর কোনও কারণে বৃষ্টির জন্য যদি ম্যাচ ভেস্তে যায় তাহলে কলকাতা নাইট রাইডার্স যোগ্য দল হিসাবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এই ইডেনেই।

LIVE ইডেনে মহারণ! মুখোমুখি কলকাতা-রাজস্থান

ম্যাচের সমস্ত আপডেট দেখুন এখানে

কলকাতা জেতার পরই টুইট করে কেকেআর ও শাহরুখ খানকে শুভেচ্ছা জানালেন রাজ্যেরর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Well done <a href="https://twitter.com/KKRiders?ref_src=twsrc%5Etfw">@KKRiders</a> Well done <a href="https://twitter.com/iamsrk?ref_src=twsrc%5Etfw">@iamsrk</a> Shah Rukh Keep winning</p>— Mamata Banerjee (@MamataOfficial) <a href="https://twitter.com/MamataOfficial/status/999338342339690496?ref_src=twsrc%5Etfw">May 23, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

রাজস্থান রয়্যালসকে ২৫ রানে হারিয়ে দিল কলকাতা। শেষ ওভার করলেন প্রসিদ্ধ কৃষ্ণ। দিলেন ৯ রান। রাজস্থান থামল ৪ উইকেটে ১৪৪ রানে।

রাসেলের বলে ১৯তম ওভারে উঠল ৬ রান। শেষ ৬ বলে চাই ৩৪ রান।

১৮তম ওভার করতে এলেন তরুণ প্রসিদ্ধ কৃষ্ণ। দিলেন মাত্র ৩ রান। পেলেন স্টুয়ার্ট বিনির (০) উইকেট। রাজস্থান ১৩০/৪।

১৭ ওভারের পর রাজস্থান ১২৭/৩। শেষ তিন ওভারে চাই ৪৩ রান।

চাওলার বলে ৩৮ বলে ৫০ রান করে ফিরে গেলেন সঞ্জু স্যামসন। তৃতীয় উইকেট হারিয়ে রাজস্থান ১২৬ রান তুলেছে।

৩৭ বলে অর্ধশতরান করলেন সঞ্জু স্যাসমন।

১৬তম ওভার করলেন নারিন। দিলেন ৮ রান। রাজস্থান ১১৯/২। শেষ চার ওভারে চাই ৫১ রান।

১৫ ওভারের পর উঠল ১১১/২। শেষ পাঁচ ওভারে চাই ৫৯ রান।

১৪.১ ওভারে কুলদীপ যাদবের বলে ৪৬ রানে আউট রাহানে।

১৪তম ওভার করলেন সুনীল নারিন। প্রথম চার বলে কোনও রান দেননি। পঞ্চম বলে ছ্ক্কা হাঁকালেন সঞ্জু স্যামসন। শেষ বলে আবার কোনও রান হয়নি। শেষ ছয় ওভারে প্রয়োজন ৬১ রান।

১৩ ওভারে ১০৩ রান হল। ১টির বেশি উইকেট ফেলতে পারেনি কলকাতা। আর এখানেই রাজস্থান সুবিধাজনক অবস্থায় রয়েছে। শেষ ৭ ওভারে চাই ৬৭ রান।

১২.৩ বলে রাজস্থানের একশো রান পূর্ণ হল।

১২ ওভারের পর উঠল ৯৬/১। শেষ ৮ ওভারে চাই ৭৬ রান।

১১তম ওভারের শেষে রাজস্থান ৯০/১। কুলদীপের বলে উঠল ৩ রান।

১০ ওভারের পর রাজস্থান ৮৭/১। শেষ ১০ ওভারে চাই মাত্র ৮৩ রান। রাহানে ৩৭ ও স্যামসন ২৯ রানে ব্যাট করছেন।

৯ ওভার শেষে রাজস্থানের রান ৭৪/১। উইকেট ফেলতে না পারলে ম্যাচ বেরিয়ে যাবে কলকাতার হাত থেকে। শেষ ১১ ওভারে চাই আর ৯৬ রান।

অষ্টম ওভার করলেন নারিন। ফের দশ রান দিলেন তিনি। রাজস্থান ১ উইকেটে ৬৪ রানে পৌঁছে গেল।

৭ ওভারের মাথায় উঠল মাত্র ৩ রান। রাজস্থান ৫৪/১।

৬ ওভার শেষে রাজস্থান ৫১/১। শেষ হল পাওয়ার প্লে।

৫.৪ বলে রাজস্থান দলগত ৫০ রান পূর্ণ করল।

৫.১ ওভারে চাওলার বলে ২০ রানে আউট ত্রিপাঠী। রাজস্থান হারাল প্রথম উইকেট।

পঞ্চম ওভার করতে এলেন সুনীল নারিন। তাঁকে পরপর ছক্কা হাঁকালেন রাহুল ত্রিপাঠী। কলকাতা নাইট রাইডার্স কোনও ম্যাচেই প্রথম পাওয়ার প্লেতে উইকেট ফেলতে পারছে না। ৫ ওবার শেষে উঠল ৪৭/০।

চতুর্থ ওভারের পর রাজস্থান তুলল বিনা উইকেটে ৩২ রান।

তিন ওভার শেষে বোর্ডে উঠল ২১ রান।

দ্বিতীয় ওভার করলেন প্রসিদ্ধ কৃষ্ণ। দিলেন মাত্র ৬ রান। রাজস্থান ১৫/০।

প্রথম ওভার করলেন আন্দ্রে রাসেল। দিলেন ৯ রান। ১ ওভার শেষে রাজস্থান ৯/০।

ব্যাট করতে নামল রাজস্থান রয়্যালস। ওপেনিংয়ে নামলেন রাহুল ত্রিপাঠী ও অজিঙ্ক রাহানে।

২০ ওভারে ১৬৯ রান তুলল কলকাতা ৭ উইকেটে বিনিময়ে। আন্দ্রে রাসেল ২৫ বলে ৪৯ রানে অপরাজিত রইলেন।

১৯ ওভারে উঠল মাত্র ৮ রান। কলকাতা ১৫৭/৬।

১৮ ওভার শেষে কলকাতা তুলল ৬ উইকেটে ১৪৯ রান। রাসেল ৩২ রানে ক্রিজে রয়েছেন।

১৭.১ ওভারের মাথায় বেন লাফলিনের বলে ৫২ রানে আউট কার্তিক। কলকাতা ১৩৫/৬।

১৭ ওভার শেষে কলকাতার রান ৫ উইকেটে ১৩৫। ৩৭ বলে অর্ধশতরান পূর্ণ করলেন দীনেশ কার্তিক।

এই ওভারে ইশ সোধির বলে উঠল মাত্র ২ রান। কলকাতা ১৬ ওভার শেষে ১১৬/৫।

নতুন ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। কলকাতা ১৫ ওভার শেষে তুলল ৫ উইকেটে ১১৪ রান।

১৭ বলে ২৮ রান করে আর্চারের বলে ফেরত গেলেন শুভমান গিল। কলকাতা ১০৬ রানে ৫ উইকেট খোয়াল।

ধীরে ধীরে খোলস ছেড়ে বেরোচ্ছেন নাইটরা। এই ওভারে গোপালের বলে উঠল ২০ রান। কলকাতা ১৪ ওভার শেষে ১০২/৪। শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলগত একশো রান পার করলেন অধিনায়ক কার্তিক।

১৩তম ওভারের পর কলকাতার রান ৮২। এখন শেষ সাত ওভারে কলকাতা কত রান তুলতে পারে সেটাই দেখার।

১২তম ওভার শেষে কেকেআর ৭৬/৪।

একাদশতম ওভারে বেন লাফলিনের বলে উঠল ৯ রান। কলকাতা নাইট রাইডার্স ৪ উইকেট খুইয়ে ৭২ রান তুলেছে। ক্রিজে রয়েছেন দীনেশ কার্তিক ও শুভমান গিল।

কলকাতা ১০ ওভার শেষে তুলল ৬৩ রান। এই পার্টনারশিপকে কিছুটা এগিয়ে নিয়ে যেতে হবে। যাতে শেষদিকে আন্দ্রে রাসেল ও জেভন সারলেস ব্যাটিংয়ে ঝড় তুলতে পারেন।

ক্রিজে নতুন ব্যাটসম্যান শুভমান গিল। ৯ ওভার শেষে কলকাতা তুলল মাত্র ৫৬ রান ৪ উইকেটের বিনিময়ে।

অষ্টম ওভারে শ্রেয়স গোপালের শেষ বলে আউট ক্রিস লিন। ১৮ রানে ফেরত গেলেন তি্নি। কলকাতা ৮ ওভার শেষে ৫১/৪।

৭.৩ ওভারের মাথায় দলগত ৫০ রান পূর্ণ হল কলকাতার।

সপ্তম ওভার করলেন ইশ সোধি। দিলেন মাত্র ২ রান। কলকাতা ৪৮/৩।

শেষ হল পাওয়ার প্লে। কলকাতা এই ওভারে জয়দেব উনাদকাটের বলে তুলল ১৪ রান। ৬ ওভার শেষে উঠল ৪৬/৩।

পঞ্চম ওভারে উঠল মাত্র ৪ রান। কেকেআর ৩২/৩।

নতুন ব্যাটসম্যান দীনেশ কার্তিক। ৪ ওভার শেষে কলকাতা তুলল ২৮/৩।

আবার আউট। এবার জোফ্রা আর্চারের বলে প্যাভিলিয়নে ফিরলেন নীতীশ রানা। ৩.৪ ওভারে কলকাতা ২৪/৩। রানা আউট তিন রানে।

তিন ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ২২/২। নতুন ব্যাটসম্যান নীতীশ রানা।

তৃতীয় ওভারের প্রথম বলে কৃষ্ণাপ্পা গৌতমের স্পিনে আউট রবীন উথাপ্পা। করলেন মাত্র ৩ রান। কলকাতা ১৭/২।

২ ওভার শেষে কলকাতার রান ১ উইকেটে ১৭।

শেষ বলে চার বাই রান হল। প্রথম ওভার শেষে কলকাতা ১০/১।

নতুন ব্যাটসম্যান রবীন উথাপ্পা।

প্রথম বলেই চার হাঁকালেন নারিন। দ্বিতীয় বলে হেনরিক ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।

রাজস্থানের হয়ে প্রথম ওভার করছেন কৃষ্ণাপ্পা গৌতম।

ব্যাট করতে নামলেন ক্রিস লিন ও সুনীল নারিন।

কলকাতা ও রাজস্থান কোন দলে কী পরিবর্তন হল তা দেখে নেওয়া যাক একনজরে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="ht" dir="ltr">KKR XI: C Lynn, S Narine, R Uthappa, D Karthik, N Rana, S Gill, A Russell, J Searles, P Chawla, K Yadav, P Krishna</p>— IndianPremierLeague (@IPL) <a href="https://twitter.com/IPL/status/999275524110372869?ref_src=twsrc%5Etfw">May 23, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">RR XI: R Tripathi, A Rahane, S Samson, H Klaasen, S Binny, K Gowtham, J Archer, S Gopal, I Sodhi, J Unadkat, B Laughlin</p>— IndianPremierLeague (@IPL) <a href="https://twitter.com/IPL/status/999275352865243136?ref_src=twsrc%5Etfw">May 23, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

টসে জিতলেন রাহানে। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">The <a href="https://twitter.com/rajasthanroyals?ref_src=twsrc%5Etfw">@rajasthanroyals</a> win the toss and elect to bowl first against <a href="https://twitter.com/KKRiders?ref_src=twsrc%5Etfw">@KKRiders</a>.<a href="https://twitter.com/hashtag/Eliminator?src=hash&ref_src=twsrc%5Etfw">#Eliminator</a> <a href="https://twitter.com/hashtag/KKRvRR?src=hash&ref_src=twsrc%5Etfw">#KKRvRR</a> <a href="https://twitter.com/hashtag/VIVOIPL?src=hash&ref_src=twsrc%5Etfw">#VIVOIPL</a> <a href="https://t.co/arMYCBpkY8">pic.twitter.com/arMYCBpkY8</a></p>— IndianPremierLeague (@IPL) <a href="https://twitter.com/IPL/status/999275275308302338?ref_src=twsrc%5Etfw">May 23, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

টস করতে নামলেন দুই অধিনায়ক দীনেশ কার্তিক ও অজিঙ্ক রাহানে।

English summary
IPL 2018 Eliminator : KKR vs RR : Read the LIVE match updates here from Eden Gardens
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X