For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(প্রিভিউ) আইপিএল ২০১৭:ব্যাঙ্গালোর বনাম পুনে

পুনেতে শনিবার অনুষ্ঠিত হতে চলা আইপিএল এর দশম মরশুমের ৩৪ তম ম্যাচে ব্যাঙ্গালুরুর প্রতিপক্ষ রাইজিং পুনে সুপার জায়ান্টস।

  • |
Google Oneindia Bengali News

পুনে , ২৮ এপ্রিল : আইপিএলের দশম মরশুমে নিজেদের লিগ তালিকায় উপরে তুলতে শনিবারের ম্যাচে মরিয়া হয়ে ঝাঁপাতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরু। পুনেতে শনিবার অনুষ্ঠিত হতে চলা আইপিএল এর দশম মরশুমের ৩৪ তম ম্যাচে ব্যাঙ্গালুরুর প্রতিপক্ষ রাইজিং পুনে সুপার জায়ান্টস।

লিগ তালিকায় এই মুহুর্তে ৮টি ম্যাচের পর চতুর্থ স্থানে রয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টস। অধিনায়ক স্টিভ স্মিথের দলের ঝুলিতে এই মুহুর্তে রয়েছে ৮ পয়েন্ট। অন্যদিকে, বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৯টি ম্যাচের পর তালিকায় সপ্তম স্থানে রয়েছে। এই মরশুমের আইপিএলে আপাতত তাদের কাছে রয়েছে ৫ পয়েন্ট।

(প্রিভিউ) আইপিএল ২০১৭:ব্যাঙ্গালোর বনাম পুনে

কোহলি ব্রিগেড ৯টি ম্যাচের মধ্যে এখনও পর্যন্ত হেরেছে ছটিতে। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে কোহলিদের শোচনীয় ব্যাটিং বিপর্যয়ের ফলে শোচনীয় হার অন্যতম। ফলে আইপিএলের দশম মরশুমে লিগ তালিকায় শেষের দিক থেকে দ্বিতীয়তে রয়েছে ব্যাঙ্গালোর দল। শনিবারের ম্যাচেও যদি ব্যাঙ্গালোরের পরাজয় হয়, তাহলে টুর্নামেন্ট বেঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্সের টিকে থাকার আশা কমবে। উল্লেখ্য, এই মরশুমের আই পিএলে ফর্মে রয়েছেন পুনের ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠি। গত ৬টি খেলায় তাঁর সংগ্রেহ ২১৬ রান। স্ট্রাইক রেট রয়েছে ১৫৪ .২৮ । অন্যদিকে, ব্যাঙ্গালোরে হয়ে শনিবারের ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে উঠতেই পারেন ক্রিস গেইল বা বিরাট কোহলি।

অন্যদিকে , আইপিএলের দশম মরশুমে পারফরম্যান্স ওঠানামা করলেও রাইজিং পুনে সুপার জায়ান্টস বেঙ্গালোরের দলের থেকে ভালো অবস্থায় রয়েছে। এদিকে, একের পর এক ম্যাচে হেরে তলানিতে ঠেকে যাওয়া আত্মবিশ্বাস নিয়ে কাল মাঠে নামবে বিরাট বাহিনী। যার বিরুদ্ধে অনেকটাই চনমনে দেখাচ্ছে রাইজিং পুনে সুপার জায়ান্টসকে। তবে টি ২০ এমন এক ক্রিকেট যেখানে মিনিটে মিনিটে পাল্টে যায় সমীকরণ। এছাড়াও ব্যাঙ্গালোর ও পুনে দুটি দলের মধ্যেই রয়েছেন একঝাঁক তারকা ক্রিকেটার। ফলত সবমিলিয়ে কালকের ম্যাচে ঠাসা মনোরঞ্জন দেখতে তৈরি দুদলের সমর্থকরা।

রাইজিং পুনে সুপারজায়ান্টস

স্টিভ স্মিথ (অধিনায়ক), এম এস ধোনি, অজিঙ্ক রাহানে, বেন স্ট্রোক, ফাফ ডু প্লেসি, ওসমান খোয়াজা, মনোজ তিওয়ারি,ময়াঙ্ক আগরওয়াল, অঙ্কিত শর্মা, বাবা অপরাজিত, অঙ্কুশ বায়েন, রজত ভাটিয়া, দীপক চাহার, রাহুল চাহার, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, অশোক দিন্দা, লকি ফার্গুসন, জসকিরণ সিং, সৌরভ কুমার, মিলিন্দ টন্ডন, জয়দেব উনাদকাট,আদম জাম্পা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

বিরাট কোহলি (অধিনায়ক), ক্রিস গেইল, মনদীপ সিং, শেন ওয়াটসন , কেদার যাদব (উইকেটকিপার), ট্রাভিস হেড, শচীন বেবি, স্টুয়ার্ট বিনি, তাইমল মিলস, শ্রীনাথ অরবিন্দ, অঙ্কিত চৌধুরী, য়ুজবেন্দ্র চাহাল, পবন নেগি, হর্ষল প্যাটেল, অ্যাডাম মিলনে, ইকবাল আবদুল্লা, স্যামুয়েল বদ্রি, আবেশ খান, তাবরেইজ শামসি, প্রবীণ দুবে, বিলি স্ট্যানলেক, এবি ডিভিলিয়ার্স

English summary
Royal Challengers Bangalore (RCB) will be striving to keep their play-off hopes alive when they meet an equally inconsistent Rising Pune Supergiant (RPS) in an Indian Premier League (IPL) 2017 encounter, here tomorrow (April 29).
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X