For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2017 : এবি ডিভিলিয়ার্সের বিস্ফোরক ব্যাটিং কাজে এলোনা, ব্যাঙ্গালোরকে ৮ উইকেটে হারাল পাঞ্জাব

এবি ডিভিলিয়ার্য়ের অনবদ্য ব্যাটিং প্রদর্শন সত্ত্বেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮ উইকেট সহজেই হারায় কিংস ইলেভেন পাঞ্জাব। মাত্র ১৪.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাঞ্জাব।

Google Oneindia Bengali News

ইন্দোর, ১০ এপ্রিল : এবি ডিভিলিয়ার্য়ের অনবদ্য ব্যাটিং প্রদর্শন সত্ত্বেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮ উইকেট সহজেই হারায় কিংস ইলেভেন পাঞ্জাব। মাত্র ১৪.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৯ রান তুলে নেয় পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে হাসিম আমলা এদিন নিজের পোক্ত ব্যাটিং দক্ষতার পরিচয় দেন। ৩৮ বলে এদিন ৫৮ রান করেন তিনি।

এদিন পাঞ্জাবের বিরুদ্ধে ৪৬ বলে ৮৯ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এবি ডিভিলিয়ার্স। যদিও এবি ছাড়া এদিন কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। ফলে মাত্র ১৪৮ রানেই শেষ হয়ে যায় ব্যাঙ্গালোরের ইনিংস।

আইপিএল ২০১৭ : এবি ডিভিলিয়ার্সের বিস্ফোরক ব্যাটিং কাজে এলোনা, ব্যাঙ্গালোরকে ৮ উইকেটে হারাল পাঞ্জাব

ডেভিলিয়ার্সের পাশাপাশি এদিন মনদীপ সিং (২৮) এবং স্টুয়ার্ট বিনি (১৮) উল্লেখযোগ্য অবদান রাখেন ব্যাটে। তবে পাঞ্জাবের হয়ে এদিন বরুণ অ্যারণ ২১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। সেখানে সন্দীপ শর্মা ও আক্সার প্যাটেল ১টি করে উইকেট নিয়েছেন।

এদিন ব্যাঙ্গালোর অধিনায়ক শেন ওয়াটসন টসে জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম দুটি ম্যাচে চোটের কারণে বাইরে থাকার পর এদিন আইপিএল ১০-এর প্রথম ম্যাচ খেললেন ডিভিলিয়ার্স। দলের আর এক বিদেশি খেলোয়াড় ক্রিস গেইলের পরিবর্তে এদিনে তাঁকে দলে রাখা হয়।

এদিন মাত্র ১৪৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমে প্রথম থেকেই স্বচ্ছন্দে খেলছিলেন পাঞ্জাবের ব্যাটসম্যানরা। এদিন আমলার ইনিংস অনেককেই মন্ত্রমুগ্ধ করেছে। দু উইকেট পরে যাওয়ার পর মাঠে নামেন পাঞ্জাব অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। আমলার সঙ্গে তাল মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলে দেন পাঞ্জাব অধিনায়ক। ২২ বলে ৪৩ রান করেন তিনি। এদিন আরসিবির বোলিং দুর্বলতা আরও নিবিড়ভাবে চোখে পড়েছে।

English summary
IPL 2017 : Punjab beats Bangalore by 8 Wickets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X