For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ৯ নিলাম : দেখে নিন কোন দল কাকে কিনল?

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ৬ ফেব্রুয়ারি : এদিন বাগিচা শহর বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হচ্ছে এইবছরের আইপিএলের নবম সংস্করণের নিলাম প্রক্রিয়া। মোট ৩৫১ জন দেশি বিদেশি ক্রিকেটার নিলামে তোলা হচ্ছে।

এর মধ্যে ২৩০ জন ভারতীয় ও ১২১ জন বিদেশি খেলোয়াড় রয়েছেন। এজন্য আইপিএলের সবকটি দল মিলিয়ে মোট ১৯৮.২৮ কোটি টাকা খরচ করা যেতে পারে। আসুন দেখা যাক, এখন পর্যন্ত কোন দলের ঘরে গেলেন কোন কোন ক্রিকেটার।

আইপিএল ৯ নিলাম : দেখে নিন কোন দল কাকে কিনল?

এবছর আইপিলে কোন দলে খেলতে দেখা যাবে নিলামে তোলা ক্রিকেটারদের

কেভিন পিটারসন - ৩.৫ কোটি টাকায় তাঁকে কিনল রাইজিং পুণে সুপারজায়ান্টস।

ডোয়েন স্মিথ - ২.৩ কোটি টাকায় তাঁকে কিনল গুজরাত লায়ন্স।

ইশান্ত শর্মা - ৩.৮ কোটি টাকা, পুণে।

শ্যেন ওয়াটসন - ৯.৫ কোটি টাকা, রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

আশিস নেহরা - ৫.৫ কোটি টাকা, সানরাইজার্স হায়দ্রাবাদ।

যুবরাজ সিং - ৭ কোটি টাকায় তাঁকে কিনল হায়দ্রাবাদ।

ডেল স্টেইন - ২.৩ কোটি টাকা, গুজরাত।

অ্যারন ফিঞ্চ - ১ কোটি টাকায় তাঁকে কিনল গুজরাত লায়ন্স।

(মার্কি খেলোয়াড়দের মধ্যে অবিক্রিত রইলেন মার্টিন গাপ্টিল)

নিলামে বিক্রি হওয়া উইকেট কিপারের তালিকা

সঞ্জু স্যামসন - ৪.২ কোটি টাকা, দিল্লি ডেয়ারডেভিলস।

জো বাটলার (ইংল্যান্ড) - ৩.৮ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্স।

দিনেশ কার্তিক - ২.৩ কোটি টাকায় তাঁকে কিনল গুজরাত।

স্যাম বিলিংস - ৩০ লক্ষ টাকায় তাঁকে কিনল দিল্লি ডেয়ারডেভিলস।

আন-ক্যাপ উইকেট কিপারের তালিকা

ইশান কিষণ - ৩৫ লক্ষ টাকা, গুজরাত।

ঋষভ পান্থ - ১.৯ কোটি টাকা, দিল্লি।

একলব্য দ্বিবেদী - ১ কোটি টাকা, গুজরাত।

আদিত্য তারে - ১.২ কোটি টাকা, হায়দ্রাবাদ।

অঙ্কুশ বেইনস - ১০ লক্ষ টাকা, পুণে।

জিতেশ শর্মা - ১০ লক্ষ টাকা, মুম্বই।

পিটার হ্যান্ডসকম্ব (অস্ট্রেলিয়া) - ৩০ লক্ষ টাকা, পুণে।

নিলামে কেনা অলরাউন্ডারদের তালিকা

ইরফান পাঠান - ১ কোটি টাকা, পুণে।

ক্রিস মোরিস (দক্ষিণ আফ্রিকা) - ৭ কোটি টাকায় তাঁকে কিনল দিল্লি।

কলিন মুনরো (নিউ জিল্যান্ড) - ৩০ লক্ষ টাকা, কেকেআর।

স্টুয়ার্ট বিনি - ২ কোটি টাকায় তাঁকে কিনল ব্যাঙ্গালোর।

মিচেল মার্শ (অস্ট্রেলিয়া) - ৪.৮ কোটি টাকায় কিনল পুণে।

কার্লোস ব্রাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) - ৪.২ কোটি টাকা, দিল্লি।

মার্কাস স্টোইনিস (অস্ট্রেলিয়া) - ৫৫ লাখ টাকায় তাঁকে কিনেছে পাঞ্জাব।

জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) - ৭০ লক্ষ টাকায় তাঁকে কিনল কেকেআর।

থিসারা পেরেরা (শ্রীলঙ্কা) - ১ কোটি টাকা, পুণে।

বেন কাটিং (অস্ট্রেলিয়া) - ৫০ লক্ষ টাকায় তাঁকে কিনল হায়দ্রাবাদ।

অ্যান্ড্রু টাই (অস্ট্রেলিয়া) - ৫০ লক্ষ টাকা, গুজরাত।

আন-ক্যাপ অলরাউন্ডারদের তালিকা

ইকবাল আবদুল্লা - ১০ লক্ষ টাকা, আরসিবি।

দীপক হুডা - ৪.২ কোটি টাকা, হায়দ্রাবাদ।

অঙ্কিত শর্মা - ১০ লক্ষ টাকা, পুণে।

পবন নেগি - ৮.৫ কোটি টাকা, দিল্লি ডেয়ারডেভিলস।

রজত ভাটিয়া - ৬০ লক্ষ টাকা, পুণে।

প্রদীপ সাঙ্গওয়ান - ২০ লক্ষ টাকা, গুজরাত।

আর সতীশ - ২০ লক্ষ টাকায় কিনল কেকেআর।

প্রবীণ দুবে - ৩৫ লক্ষ টাকা, আরসিবি।

শাদাব জাকাতি - ২০ লক্ষ টাকা, গুজরাত।

বিজয় শঙ্কর - ৩৫ লক্ষ টাকা, হায়দ্রাবাদ।

বাবা অপরাজিত - ১০ লক্ষ টাকা, পুণে।

আকাশদীপ নাথ - ১০ লক্ষ টাকা, গুজরাত।

অক্ষয় কার্নিকার - ১০ লক্ষ টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

মনন অজয় শর্মা - ১০ লক্ষ টাকা, কেকেআর।

দীপক চাহার - ১০ লক্ষ টাকা, পুণে।

কিশোর প্রমোদ কামাথ - ১.৪ কোটি টাকা, মুম্বই।

প্রদীপ সাহু - ১০ লক্ষ টাকা, পাঞ্জাব।

কে পাণ্ড্য - ২ কোটি টাকা, মুম্বই।

দীপক পুনিয়া - ১০ লক্ষ টাকা, মুম্বই।

স্বপ্নিল সিং - ১০ লক্ষ টাকা, পাঞ্জাব।

এসকে আহমেদ - ১০ লক্ষ টাকা, দিল্লি।

জয়দেব শাহ - ২০ লক্ষ টাকা, গুজরাত।

প্রত্যুষ সিং - ২০ লক্ষ টাকা, দিল্লি।

মাহিপাল লোমরোর - ১০ লক্ষ টাকায় তাঁকে কিনল দিল্লি।

নিলামে বিক্রি হওয়া ফাস্ট বোলারের তালিকা

ধবল কুলকার্নি - ২ কোটি টাকা, গুজরাত।

জন হেস্টিংস (অস্ট্রেলিয়া) - ১.৩ কোটি টাকায় তাঁকে কিনল কলকাতা।

প্রবীণ কুমার - ৩.৫ কোটি টাকা, গুজরাত।

টিম সাউদি (নিউ জিল্যান্ড) - ২.৫ কোটি টাকায় কিনল মুম্বই।

মোহিত শর্মা - ৬.৫ কোটি টাকায় কিনল পাঞ্জাব।

মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) - ১.৪ কোটি টাকা, হায়দ্রাবাদ।

জয়দেব উনাদকাট - ১.৬ কোটি টাকা, কলকাতা।

কাইল অ্যাবট (দক্ষিণ আফ্রিকা) - ২.১ কোটি টাকা, পাঞ্জাব।

বারিন্দর শ্রণ - ১.২ কোটি টাকা, হায়দ্রাবাদ।

অভিমন্যু মিঠুন - ৩০ লক্ষ টাকা, হায়দ্রাবাদ।

আরপি সিং - ৩০ লক্ষ টাকা, হায়দ্রাবাদ।

অশোক দিন্দা - ৫০ লক্ষ টাকা, পুণে।

কেন রিচার্ডসন (অস্ট্রেলিয়া) - ২ কোটি টাকায় তাঁকে কিনল আরসিবি।

স্যামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ) - ৫০ লক্ষ টাকা, আরসিবি।

জোয়েল প্যারিস (অস্ট্রেলিয়া) - ৩০ লক্ষ টাকা, দিল্লি।

আন-ক্যাপ ফাস্ট বোলারের তালিকা

নাথু সিং - ৩.২ কোটি টাকা, মুম্বই।

ঈশ্বর পাণ্ডে - ২০ লক্ষ টাকা, পুণে।

অঙ্কিত রাজপুত - ১.৫ কোটি টাকা, কলকাতা।

আন-ক্যাপ স্পিন বোলারের তালিকা

প্রবীণ তাম্বে - ২০ লক্ষ টাকা, গুজরাত।

শিবিল কৌশিক - ১০ লক্ষ টাকা, গুজরাত।

সরবজিত লাড্ডা - ১০ লক্ষ, গুজরাত।

এম অশ্বিন - ৪.৫ কোটি টাকা, পুণে।

কেসি কারিয়াপ্পা - ৮০ লক্ষ টাকা, পাঞ্জাব।

নিলামে বিক্রি হওয়া ব্যাটসম্যানের তালিকা

ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া) - ৫০ লক্ষ টাকায় তাঁকে কিনেছে আরসিবি।

শচীন বেবি - ১০ লক্ষ টাকা - আরসিবি।

করুণ নায়ার - ৪ কোটি টাকা, দিল্লি।

আন-ক্যাপ ব্যাটসম্যানের তালিকা

টি সুমন - ১০ লক্ষ টাকা, হায়দ্রাবাদ।

উমং শর্মা - ১০ লক্ষ টাকা, গুজরাত।

আরমান জাফর - ১০ লক্ষ টাকায় তাঁকে কিনেছে পাঞ্জাব।

English summary
IPL 2016 Players Auction: List of cricketers sold
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X