For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আইপিএলে নজির গড়ে সচিন-যুবরাজকে ধরলেন ঈশান, ১০ বছরেও কোন অভিশাপ কাটল না মুম্বইয়ের?

Google Oneindia Bengali News

আইপিএলে ফের পরাজয় দিয়ে অভিযান শুরু করল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। আজ ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ১০ বল বাকি থাকতে পাঁচবারের চ্যাম্পিয়নদের ৪ উইকেটে হারিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। ৯.৪ ওভারে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল দিল্লির। ১৩.২ ওভারে ১০৪ রানের মাথায় পড়ে ষষ্ঠ উইকেট। সেখান থেকে ম্যাচ বের করলেন ললিত যাদব ও অক্ষর প্যাটেল।

 আইপিএলে নজির গড়ে সচিন-যুবরাজকে ধরলেন ঈশান

২০১২ সালে শেষবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দিয়েছিলেন হরভজন সিং। কিন্তু তারপর থেকে আজ অবধি প্রত্যেকবার প্রথম ম্যাচে হেরে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। আজ রোহিত শর্মা ও ঈশান কিষাণ শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু তারপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও অন্য প্রান্ত আগলে রেখেছিলেন ঈশান কিষাণ। তাঁর ৪৮ বলে অপরাজিত ৮১ রানের দৌলতে ৫ উইকেটে ১৭৭ রানে পৌঁছেও গিয়েছিল মুম্বই। কবে শেষরক্ষা হয়নি।

 আইপিএলে নজির গড়ে সচিন-যুবরাজকে ধরলেন ঈশান

অবশ্য এই ইনিংস খেলার ফাঁকে সচিন তেন্ডুলকর ও যুবরাজ সিংয়ের কীর্তি স্পর্শ করলেন ঝাড়খণ্ডের উইকেটকিপার-ব্যাটার। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিনি টানা তৃতীয় অর্ধশতরান হাঁকলেন। মুম্বই ইন্ডিয়ান্সের তৃতীয় ব্যাটার হিসেবে তিনি আইপিএলে অর্ধশতরানের হ্যাটট্রিক করলেন। এর আগে এই নজির রয়েছে সচিন তেন্ডুলকর ও কুইন্টন ডি ককের। ১৫.২৫ কোটি টাকায় ঈশানকে এবার নিলাম থেকে দলে ফিরিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে তিনি এদিন আরও একটি নজির গড়লেন। আইপিএল নিলামের সবচেয়ে বেশি দামের ক্রিকেটার হিসেবে সেই মরশুম শুরুর নিরিখে ঈশান কিষাণ রইলেন যুবরাজ সিংয়ের পরেই। ২০১৪ সালের আইপিএলে যুবিকে ১৪ কোটি টাকায় কিনেছিল আরসিবি। সেবারের আইপিএলের প্রথম ম্যাচেই অর্ধশতরান করেছিলেন যুবরাজ।

আইপিএলে নজির গড়ে সচিন-যুবরাজকে ধরলেন ঈশান

প্রথম ম্যাচে টানা পরাজয় নিয়ে রোহিত শর্মা বলেন, আমরা এই বিষয়টি মাথায় নিয়ে নামি না। প্রত্যেকবারই ভালো প্রস্তুতি নিয়েই শুরু করি। প্রথম ম্যাচ হোক বা শেষ ম্যাচ, আমরা সব সময়ই জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামি। আজও শুরুর দিকে মনে হয়নি ১৭০-এর উপর রান উঠবে। মাঝের ও শেষের ওভারগুলিতে ভালো ব্যাটিংয়ে তা সম্ভব হয়েছে। পরিকল্পনামাফিক বোলিং করতে না পারাতেই ম্য়াচে পরাজয় বলে মনে করছেন হতাশ রোহিত। ভুলত্রুটি শুধরে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতেও প্রত্যয়ী তিনি। ২ এপ্রিল ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটে থেকে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স।

English summary
IPL 2012: Mumbai Indians Have Not Won Their First IPL Match Since 2012. Ishan Kishan Joins Sachin And Yuvraj In The Elite List Of IPL Records.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X