IPL 10 : হায়দ্রাবাদকে ১২ রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করল পুনে
হায়দ্রাবাদ, ৬ মে : সানরাইজার্স হায়দ্রাবাদকে তাঁদের ঘরের মাঠে হারিয়ে প্লে অফে ওঠা নিশ্চিত করল রাইজিং পুনে সুপারজায়ান্টস। এদিন প্রথমে ব্যাট করে ১৪৮/৮ করে পুনে। জবাবে ব্যাট করতে নেমে ১২ রানে ম্যাচ হারল হায়দ্রাবাদ। এদিন জিতে ১৬ পয়েন্ট পেয়ে প্লে অফে চলে গেল স্টিভ স্মিথের পুনে।
এদিন টসে জিতে রাইজিং পুনে সুপারজায়ান্টসকে প্রথমে ব্যাট করতে পাঠায় সানরাইজার্স হায়দ্রাবাদ। একেবারে শুরুতেই রাহুল ত্রিপাঠীর (১ রান) উইকেট হারায় পুনে। এরপরে অজিঙ্ক রাহানে ২০ রান করে আউট হন।

তারপরে অধিনায়ক স্টিভ স্মিথ ও বেন স্টোকস পার্টনারশিপ গড়ে তোলেন। রশিদ খানের বলে স্টোকস ৩৯ রানে আউট হলে স্মিথও (৩৪ রান) তার পরপরই আউট হয়ে ফেরেন।
ফলে শেষের দিকে ওভারে অলআউট ব্যাটিং করতে পারেনি পুনে। মহেন্দ্র সিং ধোনি ২১ বলে ৩১ রানের ইনিংস খেললেও তা যথেষ্ট ছিল না। শেষদিকে ড্যান ক্রিশ্চিয়ান (৪), মনোজ তিওয়ারি (৯) কেউই রান পাননি। শেষদিকে পরপর উইকেট খুইয়ে ৮ উইকেটে ১৪৮ রানে শেষ হয় পুনের ইনিংস।
জবাবে রান তাড়া করতে নেমে দারুণ শুরু করে ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান জুটি আক্রমণাত্মক শুরু করে। ধাওয়ান ১২ বলে ১৯ রান করে আউট হয়ে গেলে তিন নম্বরে নামা কেন উইলিয়ামসনও ৪ রানে আউট হয়ে ফেরেন।
তবে অন্যদিকে ডেভিড ওয়ার্নার (৪০) অন্যদিকটা ধরে রেখেছিলেন। যুবরাজের সঙ্গে তিনি পার্টনারশিপ গড়ে তোলেন। ওয়ার্নার আউট হয়ে ফিরলে তারপরেই মোয়েস এনরিকেস (৪ রান) ও যুবরাজ সিংয়ের (৪৭ রান) উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় হায়দ্রাবাদ।
সেখান থেকে আর বেরোতে পারেনি হায়দ্রাবাদ। এরপর একে একে নমন ওঝা (৯ রান), বিপুল শর্মা (৩ রান), রশিদ খানের (রান) উইকেট হারিয়ে শেষপর্যন্ত ১৩৬ রানে থামে ডেভিড ওয়ার্নারের দল। ফলে ১২ রানে ম্যাচ হারতে হয় হায়দ্রাবাদকে।
এই ম্যাচে জয়ের ফলে ১২ ম্যাচ খেলে রাইজিং পুনে সুপারজায়ান্টস ১৬ পয়েন্ট নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের পর প্লে অফে চলে গেল। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ ১২ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চার নম্বরেই দাঁড়িয়ে রইল।