For Quick Alerts
For Daily Alerts
IPL 10 কোয়ালিফায়ার : মুম্বই বনাম পুনে ম্যাচের গুরুত্বপূর্ণ হাইলাইটস একনজরে
মহেন্দ্র সিং ধোনির ডেথ ওভারে ধুন্ধুমার ব্যাটিং ও নবাগত ওয়াশিংটন সুন্দরের অসাধারণ বোলিংয়ের সুবাদে মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে আইপিএল ১০ এর ফাইনালে চলে গেল রাইজিং পুনে সুপারজায়ান্টস। অসাধারণ খেলে মুম্বইকে এই মরশুমে টানা তিনবার হারিয়ে ফাইনালে চলে গেল পুনে। এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইলাইটস জেনে নেওয়া যাক একনজরে।

রাইজিং পুনে সুপারজায়ান্টস ইনিংস
- পুনে পাওয়ার প্লে-র ৬ ওভারে ৩৩ রান করে। আউট হন রাহুল ত্রিপাঠী ও স্টিভ স্মিথ।
- ৮.২ ওভারে পুনে ৫০ রানের গণ্ডী পেরোয়।
- তৃতীয় উইকেটে ৪৪ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়েন রাহানে ও মনোজ। তবে শেষপর্যন্ত দুজনে ৮০ রানের পার্টনারশিপ গড়েন।
- অজিঙ্ক রাহানে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৫০ রান পূর্ণ করেন।
- মনোজ তিওয়ারি ৪৫ বলে ৫০ রান পূর্ণ করেন।
- চতুর্থ উইকেটে মনোজ তিওয়ারি ও ধোনি ৩৭ বলে ৫০ রানের পার্টনারশিপ করেন।
- ১৮ ওভারে পুনের রান ছিল ১২১। শেষ দুই ওভারে ৪১ রান করে পুনে।
- ১৯.২ ওভারে পুনে ১৫০ রান পূর্ণ করে। শেষপর্যন্ত ২০ ওভারে ১৬২/৪ অবস্থায় শেষ করে পুনে। মনোজ তিওয়ারি ৫৮ ও ধোনি ৪০ রান করেন।
মুম্বই ইন্ডিয়ান্স ইনিংস
- পাওয়ার প্লের ৬ ওভারে ৪২ রানের মধ্যে ৩ উইকেট হারায় মুম্বই।
- ৭.৩ ওভারে ৫০ রান বোর্ডে তোলে মুম্বই ইন্ডিয়ান্স।
- ১৪.১ ওভারে ১০০ রান করে মুম্বই।
- ষষ্ঠ ওভারে মাত্র ১ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন সুন্দর।
- শেষপর্যন্ত ওয়াশিংটন সুন্দর ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন।
- সুন্দরের বয়স ১৭ বছর ২২৩ দিন। এত কম বয়সে আইপিএলে ৩ উইকেট আর কেউ পাননি। এটা নতুন রেকর্ড। এর আগের রেকর্ড ছিল কামরান খানের। তিনি ১৮ বছর ৪৪দিনে এই রেকর্ড করেছিলেন।
- পার্থিব প্যাটেল ৩৭ বলে ৫০ রান পূর্ণ করেন।
- মুম্বই ইনিংসের ১৫তম ওভারে মাত্র ৫ রান ওঠে ও ২ উইকেট পড়ে।
- এই আইপিএলে যে কটি ম্যাচ জয়দেব উনাদকাট খেলেছেন তার প্রতিটিতেই অন্তত একটি করে উইকেট তিনি নিয়েছেন। এদিনও ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট পান তিনি।
- ইনিংসের শেষ বলে শার্দুল ঠাকুরকে ছক্কা মারেন লাসিথ মালিঙ্গা। তবে শেষপর্যন্ত ২০ রানে ম্যাচ হারতে হয় মুম্বইকে।
{promotion-urls}