For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 10 : বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হায়দ্রাবাদকে ৭ উইকেটে হারাল গম্ভীরের কলকাতা

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৭ উইকেটে হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শুক্রবার কোয়ালিফায়ার ২ খেলবে কলকাতা নাইট রাইডার্স।

  • |
Google Oneindia Bengali News

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৭ উইকেটে হারিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শুক্রবার কোয়ালিফায়ার ২ খেলবে কলকাতা নাইট রাইডার্স। এদিন প্রথমে বল করা সিদ্ধান্ত নিয়ে হায়দ্রাবাদকে ১২৮/৭ রানে আটকে রাখে কলকাতা। বৃষ্টিতে রান ও ওভার সংখ্যা কমে দাঁড়ায়। ৬ ওভারে ৪৮ রান করতে হতো কলকাতাকে। শেষপর্যন্ত ৪ বল বাকী থাকতে ৩ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় কলকাতা।

এদিন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠান কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হায়দ্রাবাদকে ৭ উইকেটে হারাল কলকাতা

বল হাতে দারুণ শুরু করেন উমেশ যাদব। শিখর ধাওয়ান (১১) প্রথমেই ফিরে যান। এরপর খেলা ধরে নেয় কলকাতা। দশ ওভারের মাথায় গিয়ে দলগত ৫০ রানে পৌঁছয় হায়দ্রাবাদ। ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন প্রয়োজনীয় পার্টনারশিপ গড়লেও রানের গতি ছিল না।

উমেশ যাদবের পাশাপাশি ট্রেন্ট বোল্ট, সুনীল নারিন তখন কলকাতার হয়ে বল হাতে ছড়ি ঘোরাচ্ছেন। এরপর আউট হন কেন উইলিয়ামসন (২৪)। তারপরই ফেরেন ওয়ার্নার (৩৭)। তারপরে আর কেউ কলকাতার বিরুদ্ধে ব্যাট হাতে দাঁড়াতে পারেননি।

যুবরাজ সিং (৯) ফের ব্যর্থ হন। নবাগত বিজয় শঙ্কর ২২ রান করেন। এছাড়া নমন ওঝা ১৬ রান করেন। সবমিলিয়ে হায়দ্রাবাদকে ১২৮/৭ রানে আটকে রাখে কলকাতা।

তবে হায়দ্রাবাদের শেষ ওভারের সময়ই বৃষ্টি নামে। প্রায় তিন ঘণ্টা খেলা বন্ধ থাকার পরে ফের খেলা শুরু হয়। এতক্ষণ বৃষ্টি হওয়ায় কলকাতার ওভার ও জেতার জন্য রানের টার্গেট কমে আসে।

শেষপর্যন্ত রাত ১টা নাগাদ খেলা শুরু হলে কলকাতাকে ৬ ওভারে ৪৮ রান করতে হতো। এই অবস্থায় ওপেন করতে নামেন ক্রিস লিন ও রবীন উথাপ্পা। প্রথম বলে উথাপ্পা এক রান নিয়ে ক্রিস লিনকে দেন। লিন প্রথম বলেই ছক্কা মেরে পরের বলে উইকেটের পিছনে ক্যাচ আউট হয়ে ফেরেন।

পরের বলে রান আউট হন ইউসুফ পাঠান (০ রান)। তারপরে দ্বিতীয় ওভারের শুরুতেই রবীন উথাপ্পার উইকেট হারায় কেকেআর। ক্রিস জর্ডনের বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনিও। ফলে কলকাতা ১২ রানে ৩ উইকেট হারায়।

তবে ক্রিজের আর একদিকে তখনও ছিলেন অধিনায়ক গৌতম গম্ভীর। তিনিই মাথা ঠান্ডা রেখে কলকাতাকে জয় এনে দেন। গম্ভীর করেন ১৯ বলে অপরাজিত ৩২ রান। এদিনের জয়ের ফলে কোয়ালিফায়ার ২ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে এই চিন্নাস্বামীর মাঠেই খেলতে নামবে কলকাতা। সেই ম্যাচে জিতলে পুনের বিরুদ্ধে ফাইনাল খেলবে গৌতম গম্ভীরের দল।

{promotion-urls}

English summary
IPL 10 : Kolkata Knight Riders beat Sunrisers Hyderabad by 7 wickets in eliminator
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X