For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) IPL ইতিহাসে সবচেয়ে দ্রুত শতরানের রেকর্ডধারী ১০ ব্যাটসম্যান কারা?

আইপিএলে বোলার নিধন যজ্ঞে শামিল হয়ে তাবড় বড় বোলারদের ঠেকিয়ে অখ্যাত থেকে নামজাদা, বহু খেলোয়াড়ই আইপিএলে শতরানের ইনিংস খেলে গিয়েছেন। তবে তাদের মধ্যে সবচেয়ে দ্রুত কারা শতরান করেছেন তা জেনে নেওয়া যাক একনজরে

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের দশম মরশুম ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে। আর প্রতিবারের মতো এবছরও এই টি২০ টুর্নামেন্ট দারুণভাবে সফল হয়েছে। এই ফর্ম্যাটে ধুন্ধুমার ব্যাটিং ও আক্রমণাত্মক ক্রিকেটই সকলের মনে এই টুর্নামেন্টকে জায়গা করে দিয়েছে।[আইপিএলে সবচেয়ে বেশিবার শুন্য রানে আউট হওয়া প্রথম ১০জন ব্যাটসম্যানের তালিকা]

আইপিএলের বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির ঘরের মাঠেই ব্যাটিং উইকেট, দ্রুতগতির আউটফিল্ড ব্যাটসম্যানদের জন্য স্বর্গরাজ্য করে দিয়েছে। বোলারদের জন্য পিচে কিছু থাকে না বললেই চলে। আর এই বোলার নিধন যজ্ঞে শামিল হয়ে তাবড় বড় বোলারদের ঠেকিয়ে অখ্যাত থেকে নামজাদা, বহু খেলোয়াড়ই আইপিএলে শতরানের ইনিংস খেলে গিয়েছেন। তবে তাদের মধ্যে সবচেয়ে দ্রুত কারা শতরান করেছেন তা জেনে নেওয়া যাক একনজরে।[(ছবি) আইপিএলের দশ বছর : ১০টি দলগত সর্বাধিক রানের রেকর্ড একনজরে]

ক্রিস গেইল

ক্রিস গেইল

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলা ক্রিস গেইল ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ম্যাচে মাত্র ৩০ বলে শতরান করেন। সেই ম্যাচে মাত্র ৬৬ বলে ১৭৫ রান করেন গেইল। যা এখনও আইপিলের ব্যক্তিগত সর্বোচ্চ রান হয়ে রয়েছে।[আইপিএলের ১০ বছর : আইপিএলের ইতিহাসে প্রথম দশটি সর্বনিম্ন দলগত রান]

ইউসুফ পাঠান

ইউসুফ পাঠান

বরোদার এই অলরাউন্ডার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার আগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতেন। রাজস্থানের হয়েই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০১০ সালে মাত্র ৩৭ বলে শতরান করেন পাঠান।[(ছবি) IPL এর দশটি অবিশ্বাস্য রেকর্ড যা কেউ এখনও ভাঙতে পারেনি]

ডেভিড মিলার

ডেভিড মিলার

কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলা দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান ডেভিড মিলার ২০১৩ সালে আরসিবির বিরুদ্ধে মাত্র ৩৮ বলে শতরান করেন। সেই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে রান তাড়া করে জেতে কিংস ইলেভেন পাঞ্জাব।[(ছবি) IPL এর ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড়দের তালিকা]

অ্যাডাম গিলক্রিস্ট

অ্যাডাম গিলক্রিস্ট

ডেকান চার্জার্সের হয়ে খেলা অ্যাডাম গিলক্রিস্ট ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ৪২ বলে শতরান করেন। সেই ম্যাচে রান তাড়া করতে নেমে দশ উইকেটে জেতে ডেকান চার্জার্স।

এবি ডিভিলিয়ার্স

এবি ডিভিলিয়ার্স

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলা দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স ২০১৬ সালে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে মাত্র ৪২ বলে শতরান করেন। সেই ম্যাচে ১৪৪ রানে ম্যাচ জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার

এবছর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠে মাত্র ৪৩ বলে শতরান করেছেন ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স অধিনায়ক ওয়ার্নার শেষপর্যন্ত ৫০ বলে ১২৬ রান করে আউট হন। এবং সেই ম্যাচে হায়দ্রাবাদ জেতে ৬১ রানে।

সনৎ জয়সূর্য

সনৎ জয়সূর্য

২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ৪৫ বলে শতরান করেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান সনৎ জয়সূর্য। ১৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষপর্যন্ত ৪৮ বলে ১১৪ রান করেন সনৎ। মুম্বই ম্যাচ জেতে ৯ উইকেটে, ২৫ বল বাকী থাকতে।

মুরলী বিজয়

মুরলী বিজয়

২০১০ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে মুরলী বিজয় মাত্র ৪৬ বলে শতরান করেন। তাঁর ১২৭ রানের দৌলতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৪৬/৫ রান তোলে চেন্নাই। যার মধ্যে শেষ দশ ওভারে ওঠে ১৫৫ রান।

ত্রিস গেইল

ত্রিস গেইল

কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ২০১৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ক্রিস গেইল ৪৬ বলে শতরান করেন। শেষপর্যন্ত ওই ম্যাচে ৫৭ বলে ১১৭ রান করেন 'ইউনিভার্সাল বস'। আরসিবি তোলে ২২৬ রান ও শেষপর্যন্ত ম্যাচ জেতে ১৩৮ রানে।

ক্রিস গেইল

ক্রিস গেইল

২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তার আগেও একবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে মাত্র ৪৬ বলে শতরান করেন ক্রিস গেইল। সেই ম্যাচে ৪৯ বলে ১০৭ রান করে আউট হন গেইল। সেবছর আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকও হন তিনি।

English summary
IPL : 10 fastest centuries in tournament history
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X