For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

T20 World Cup : অমিত ত্রিবেদীর সুর ও ছন্দে বিরাট কোহলির অ্যানিমেটেড ঝলক, প্রচারে তাক লাগালো আইসিসি

বিরাট কোহলি ও কাইরন পোলার্ডের কার্টুন চরিত্র সহ টি২০ বিশ্বকাপে অফিসিয়াল অ্যান্থেম প্রকাশ করল আইসিসি।

  • |
Google Oneindia Bengali News

অ্যানিমেটেড ফিল্ম সহযোগে আসন্ন টি২০ বিশ্বকাপে সরকারি গান বা অফিসিয়াল অ্যান্থেম লঞ্চ বা প্রকাশ করল আইসিসি। সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো ওই ভিডিওয় সুর দিয়েছেন ভারতের অমিত ত্রিবেদী। যেখানে অ্যানিমেটেড চরিত্র হিসেবে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির উপস্থিতি ক্রীড়াপ্রেমীদের মন জয় করেছে। অ্যানিমেটেড চরিত্র হিসেবে নজর কেড়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ডও।

টি২০ বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম

বৃহস্পতিবার সরকারি গান বা অফিসিয়াল অ্যান্থেম প্রকাশ করে আইপিএলের আবহে টি২০ বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি অ্যানিমেটেড ভিডিও বা ফিল্ম লঞ্চ করেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। যার সুর দিয়েছেন ভারতের অমিত ত্রিবেদী। যিনি ক্যালিপসোর সঙ্গে ভারতীয় সুরের মিশ্রণ ঘটিয়ে বিশ্বের সামনে এক অনবদ্য সৃষ্টি তুলে ধরেছেন। বাস্তব থেকে কল্পিত দুনিয়ায় প্রবেশের এই সেমি-অ্যানিমেটেড কাহিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে। যেখানে জামাইকা, মুম্বই, অকল্যান্ড ও করাচিতে বসে থাকা তরুণ প্রজন্মকে টুর্নামেন্টের সঙ্গে নিবিষ্ট হতে দেখা গিয়েছে। সেই চরিত্রগুলিই মুহুর্তে পৌঁছে যাচ্ছে অ্যানিমেটেড জগতে। ক্রিকেট মাঠে আগুন ঝরাচ্ছে নবীনেরা। যা় দেখে মুগ্ধ হচ্ছে বিশ্ব।

লিভ দ্য গেম

লিভ দ্য গেম

আইসিসি পরিচালিত আসন্ন টি২০ বিশ্বকাপের স্লোগান #LiveTheGame। যেখানে তরুণ প্রজন্মের উত্থানের কাহিনি বর্ণিত হয়েছে। যার আইকন হিসেবে তুলে ধরা হয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক তথা সুপার ফিট বিরাট কোহলিকে। অ্যানিমেশনে তাঁকে ঝাঁপিয়ে ক্যাচ নিতে দেখে উচ্ছ্বসিত হয়েছেন ক্রিকেট প্রেমীরা। বাড়তি পাওয়া টি২০ বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ডের উপস্থিতি। সবমিলিয়ে আইসিসি-র ভাবনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিশ্বের ক্রিকেট মহল।

অক্টোবরে শুরু বিশ্বকাপ

অক্টোবরে শুরু বিশ্বকাপ

২০১৬ সালে শেষবার টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রতিযোগিতার পরবর্তী সংস্করণ। করোনা ভাইরাসের জেরে দুই বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ওই টুর্নামেন্ট। চলতি বছরের টি২০ বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অতিমারীর জেরে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছে আইসিসি। সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানে আয়োজিত হতে চলেছে টুর্নামেন্ট। উদ্যোক্তার ভূমিকায় থাকবে বিসিসিআই। ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ১৪ নভেম্বর টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে।

ভারত বনাম পাকিস্তান

ভারত বনাম পাকিস্তান

আসন্ন টি২০ বিশ্বকাপের সুপার ১২-র গ্রুপ দুইতে খেলবে ভারতীয় ক্রিকেট দল। ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিরাট কোহলিদের অভিযান। চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ৩১ অক্টোবর টি২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। ওইদিন নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন বিরাট কোহলিরা। ৩ ও ৫ নভেম্বর গ্রুপ পর্বের যথাক্রমে তৃতীয় ও চতুর্থ ম্যাচ খেলবে মেন ইন ব্লু। তৃতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ভারতের। টুর্নামেন্টের রাউন্ড ওয়ানের বি গ্রুপের এক নম্বর দলের বিরুদ্ধে গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। ৮ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। রাউন্ড ওয়ানের এ গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলের সঙ্গে মোকাবিলায় নামবে টিম ইন্ডিয়া।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
International Cricket Council launched official anthem of T20 World Cup with cartoon character of Virat Kohli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X