For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাডমিন্টন থেকে ক্রিকেট, ফের করোনায় কাঁপুনি বিশ্বের ক্রীড়াক্ষেত্রে

Google Oneindia Bengali News

ভারত-সহ বিশ্বের নানা দেশে ফের মাথাচাড়া দিয়েছে করোনা। যার প্রভাব পড়তে শুরু করল ক্রীড়াক্ষেত্রেও। করোনার কারণে বেশ কয়েক মাস ধরে স্তব্ধ ছিল খেলার দুনিয়া। ফের সেই আশঙ্কা দেখা দিতে শুরু করেছে।

ব্যাডমিন্টন থেকে ক্রিকেট, ফের করোনায় কাঁপুনি ক্রীড়াক্ষেত্রে

করোনা পরীক্ষার রিপোর্ট নিয়ে সমস্যার জেরে গতকাল পাঁচ ঘণ্টা দেরিতে শুরু হয় বার্মিংহ্যামে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারী কেউই করোনায় আক্রান্ত নন। যদিও ইন্দোনেশিয়া এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে বাধ্য হলো সেই করোনাজনিত কারণেই। ইন্দোনেশিয়ার শাটলার ও কোচিং স্টাফরা যে বিমানে এসেছিলেন সেই বিমানে একজন সংক্রমিত ব্যক্তি ছিলেন বলে জানা গিয়েছে। ব্রিটিশ সরকারের তরফে এরপরই ইন্দোনেশিয়া দলকে ওই বিমানযাত্রার দিন থেকে শুরু করে দশ দিন সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়েছে। তবে এতে ক্রীড়াসূচিতে পরিবর্তন আসছে না।

ইন্দোনেশিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে যাঁদের খেলতে হতো সকলেই ওয়াকওভার পাবেন। চিন, চাইনিজ তাইপে ও কোরিয়ার শাটলাররা এই টুর্নামেন্টে আগেই না খেলার কথা জানিয়েছিলেন। এবার ইন্দোনেশিয়ার শাটলাররাও ছিটকে যাওয়ায় টুর্নামেন্টের জৌলুস কমল। বিভিন্ন বিভাগে বেশ কয়েকজন বাছাই খেলোয়াড়ও ছিলেন। স্পষ্টতই তাঁরা হতাশ। অনেকেই ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের অব্যবস্থায় ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ভারত-সহ বিভিন্ন দেশের সাতজনের রিপোর্ট প্রথমে পজিটিভ এলো। কয়েকজনের রিপোর্ট অসম্পূর্ণ এলো। এরপর ফের পরীক্ষা হতেই সকলের রিপোর্ট নেগেটিভ আসায় সকলেই অংশ নিতে পারছেন। কিন্তু ইন্দোনেশিয়ার শাটলারদের সঙ্গে যেটা হচ্ছে সেটা কাম্য নয়।

এ তো গেল ব্যাডমিন্টন। করোনা সংক্রমণ ও তার জেরে বিভিন্ন দেশে নানা বিধিনিষেধের কারণেই ২০২২ টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ স্থগিত রাখার পথে হাঁটল আইসিসি-ও। এপ্রিলের ৩ থেকে ৯ তারিখ অবধি হওয়ার কথা ছিল এশিয়া এ কোয়ালিফায়ার। বাহরিন, কুয়েত, মালদ্বীপ, কাতার ও সৌদি আরবকে নিয়ে। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের সেই ম্যাচগুলি কুয়েতে হবে অক্টোবরের ২৩ থেকে ২৯ তারিখের মধ্যে। বিশ্বকাপের সাব রিজিওনাল আফ্রিকা এ ও বি কোয়ালিফায়ারও হওয়ার কথা ছিল এপ্রিলে। আফ্রিকার বিভিন্ন দেশকে নিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের সেই খেলাগুলি দক্ষিণ আফ্রিকাতেই হবে। তবে এপ্রিলের পরিবর্তে তা হবে অক্টোবরের ২৫ থেকে ৩১ তারিখের মধ্যে। টি ২০ বিশ্বকাপের আফ্রিকা কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ২৪ থেকে ২৭ নভেম্বরের মধ্যে নাইজেরিয়ায়। এতে অংশ নেবে কেনিয়া, নাইজেরিয়া এবং সাব রিজিওনাল আফ্রিকা এ ও বিল কোয়ালিফায়ারের শীর্ষে থাকা দলগুলি। করোনা পরিস্থিতিতে তাইল্যান্ড আয়োজন করতে পারবে না বলে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ এশিয়া ডিভিশন-২ বাতিল করেছে আইসিসি। এর ফলে ওমান ও সিঙ্গাপুর যুব বিশ্বকাপের এশিয়া কোয়ালিফায়ার খেলতে পারবে সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীতে। যুব বিশ্বকাপের আফ্রিকা ডিভিশন-২ যোগ্যতা অর্জনের খেলাগুলিও জুন থেকে পিছিয়ে অগস্টে নিয়ে যাওয়া হয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে ২০২৩ সালের মহিলা টি ২০ বিশ্বকাপের আফ্রিকা কোয়ালিফায়ারের ম্যাচগুলিও।

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফারঅনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

English summary
Covid-19 Impact In Sports World. Indonesia Opted Out from All England Badminton As ICC Postponed T20 World Cup Qualifiers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X