For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনা পণ্য বয়কটের দাবি: কত কোটির ক্ষতি সহ্য করেও কড়া সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই

চিনা পণ্য বয়কটের দাবি: কত কোটির ক্ষতি নিয়ে সহ্য করেও কড়া সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই

  • |
Google Oneindia Bengali News

লাখাদের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সীমান্ত সংঘর্ষে ভারতীয় ২০ জওয়ানের শহিদের ঘটনায়, দেশ জুড়ে চিনা পণ্য বয়কটের দাবি। যার পর চাপের মুখে বিসিসিআই।

কেন চাপ

কেন চাপ

ভারতীয় ক্রিকেট বোর্ডের মেগা টুর্নামেন্টে আইপিএলের টাইটেল স্পনসর চিনা ফোন প্রস্তুতকারক সংস্থা ভিভো। চাইনিজে এই সংস্থা ২০১৮ সালে পাঁচ বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি করে। ২০২২ সাল পর্যন্ত ভিভোর সঙ্গে চুক্তবদ্ধ বিসিসিআই।

পাঁচ বছরে ভিভোর সঙ্গে কত কোটির চুক্তি

পাঁচ বছরে ভিভোর সঙ্গে কত কোটির চুক্তি

২০১৮ সালের চুক্তি অনুযায়ী ভিভো পাঁচ বছরের জন্য ভারতীয় ক্রিকেটের সঙ্গে ২১৯৯ কোটি টাকার স্পনসর শিপ রাইট ডিল করে।

কত কোটির ক্ষতি সহ্য করেও কড়া সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই

কত কোটির ক্ষতি সহ্য করেও কড়া সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই

আইপিএলের জন্য বার্ষিক হিসেবে ভিভোর সঙ্গে বিসিসিআইয়ের ৪৪০ কোটির চুক্তি। সাম্প্রতিক সময়ে চিনের সঙ্গে সীমান্ত সমস্যায় কারণে দেশ জুড়ে চিনা পণ্য বর্জনের ব্যাপক দাবি উঠেছে। এই পরিস্থিতিতে দেশের স্বার্থে প্রয়োজনে এই অর্থের ক্ষতি সহ্য করেও বিসিসিআইকে কড়া সিদ্ধান্ত নিতে হতে পারে।

বোর্ডের পক্ষ থেকে যা বলা হয়েছে

বোর্ডের পক্ষ থেকে যা বলা হয়েছে

বোর্ডের পক্ষে থেকে কোষাধ্যক্ষ অরুণ ধুমাল অবশ্য জানিয়েছেন, বোর্ডের সঙ্গে ভিভোর চুক্তি আগের টার্মের কর্তাদের সঙ্গে কড়া হয়েছিল। তবে আগামী দিনে যেকোনও সংস্থার সঙ্গে বোর্ড চুক্তি করার ক্ষেত্রে দেশের স্বার্থের বিষয়কে সবার আগে প্রাধান্য দেবে। চিনা সংস্থার পরিবর্তে আগামী দিনে বোর্ড চুক্তির ক্ষেত্রেভারতীয় সংস্থাদের অগ্রাধিকার দেবে।

ভারত চিন সীমান্ত সংঘর্ষ: আইপিএলের টাইটেল স্পনসর চিনা সংস্থা ভিভোকে নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের ভারত চিন সীমান্ত সংঘর্ষ: আইপিএলের টাইটেল স্পনসর চিনা সংস্থা ভিভোকে নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

English summary
Indo-China border clash: BCCI's could be pressure to replace 440 crore per year deal with Vivo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X