For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডারহামে প্রস্তুতি ম্যাচে ভারতের ব্যাটিং বিপর্যয় সামলে শতরান রাহুলের, জাদেজার ৭৫

Google Oneindia Bengali News

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের আগে উদ্বেগে রাখছে ভারতীয় ব্যাটসম্যানদের ফর্ম। ডারহামে কাউন্টি সিলেক্ট একাদশের বিরুদ্ধে বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, মহম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিন খেলেননি। বিরাট কোহলির পিঠে অস্বস্তি থাকায় তাঁকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। অজিঙ্ক রাহানের হ্যামস্ট্রিংয়ে চোট। সে কারণে তিনি খেলছেন না। কাউন্টি সিলেক্ট একাদশের কয়েকজন ক্রিকেটারও চোট বা একজন করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় খেলতে পারছেন না। সে কারণে আবেশ খান ও ওয়াশিংটন সুন্দরকে ওই দলের হয়ে মাঠে নামানো হয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের অনুরোধ মেনে।

ব্যাটিং বিপর্যয়

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ৯.৫ ওভারে রোহিত আউট হন ৯ রান করে। ময়াঙ্ক আগরওয়াল ঝোড়ো ব্যাটিং শুরু করলেও ২৮ রানের বেশি করতে পারেননি। চেতেশ্বর পূজারা ২১ ও হনুমা বিহারী ২৪ রান করে আউট হন। এর মধ্যে পূজারার ফর্ম নিশ্চিতভাবেই উদ্বেগে রাখবে টিম ম্যানেজমেন্টকে। পূজারা ৪৭ বল খেলে স্টাম্প আউট হন, বিহারী ৭১ বল খেলেন। ১০৭ রানেই চার উইকেট পড়ে যাওয়ায় দলের হাল ধরেন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা।

রাহুলের শতরান

রাহুলের শতরান

রাহুল এদিন পাঁচে ব্যাট করতে নেমে শতরান হাঁকালেন। ওপেনার হিসেবে তাঁর সঙ্গে লড়াই কর্নাটক ও পাঞ্জাব কিংসের সতীর্থ ময়াঙ্ক আগরওয়ালের। কিন্তু এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে থাকার দাবি রাহুল জোরালো করলেন দুরন্ত শতরান উপহার দিয়ে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চূড়ান্ত দলে জায়গা পাননি। কিন্তু এদিন সুযোগ পেয়েও তার পূর্ণ সদ্ব্যবহার করেন। ১৫০ বলে ১১টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১০১ রান করার পর আর ব্যাট করেননি রাহুল। জাদেজার সঙ্গে তাঁর পঞ্চম উইকেট জুটিতে ওঠে ১২৭ রান।

ছবি- বিসিসিআই টুইটার

দুরন্ত জাদেজা

যদিও এরপরও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। শার্দুল ঠাকুর ২০ ও অক্ষর প্যাটেল ০ রানে আউট হন। ১৪৬ বলে ৫টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৭৫ রান করে আউট হন রবীন্দ্র জাদেজা।

তিনশো পার

উমেশ যাদব করেন ১২। দিনের শেষে ভারতীয় দলের স্কোর ৯ উইকেটে ৩০৬। কাউন্টি সিলেক্ট একাদশের হয়ে খেলেন ওয়াশিংটন সুন্দর ও আবেশ খান। সুন্দর বোলিং করার সুযোগ পাননি। আবেশ ৯.৫ ওভারে ২টি মেডেন-সহ ৪১ রান দিয়ে কোনও উইকেট পাননি। তিনটি উইকেট পেয়েছেন ক্রেগ মিলস এবং দুটি করে উইকেট নিয়েছেন লিন্ডন জেমস ও লিয়াম প্যাটারসন হোয়াইট।

English summary
Indians Socre 306 For 9 Against County Select Eleven By KL Rahul's Century And Ravindra Jadeja's Half Century. All Other Batsmen Including Rohit, Pujara, Mayank Failed To Score Big Runs In Durham.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X