For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট-রোহিতরা নেটে সামলাচ্ছেন ১০ স্পিনারকে, কারণটা কী? কিউরেটরদের কাছে গেল বিশেষ নির্দেশ

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু ৯ ফেব্রুয়ারি থেকে। নাগপুরে ভারতীয় দলের শিবিরে ডাকা হয়েছে ১০ স্পিনারকে। ব্যাটারদের দুর্বলতা কাটাতেই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে।

Google Oneindia Bengali News

নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ৯ ফেব্রুয়ারি থেকে। অস্ট্রেলিয়ার পেস ব্যাটারির পাশাপাশি অজি স্পিনারদেরও সমীহ করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একটা সময় ভারতীয় ব্যাটারদের স্পিন খেলার দক্ষতা ছিল প্রশ্নাতীত। যদিও সাম্প্রতিককালে তারকাদের কিছু দুর্বলতাও দেখা যাচ্ছে। গুরুত্বপূর্ণ সিরিজে সেই খামতি মেটাতে বদ্ধপরিকর ভারত।

পিচের চরিত্র কেমন হচ্ছে?

পিচের চরিত্র কেমন হচ্ছে?

নাথান লিয়ঁ-সহ চার বিশেষজ্ঞ স্পিনার নিয়ে এসেছে অস্ট্রেলিয়া। রয়েছেন অ্যাশটন অ্যাগার, মিচেল সোয়েপসন ও টড মার্ফি। এ ছাড়াও আরও কয়েকজন কাজ চালাতে পারেন। যদিও চোটের কারণে মাঠের বাইরে থাকা গ্লেন ম্যাক্সওয়েল থাকলে অজিদের স্পিন-বিকল্প আরও বাড়তো। অস্ট্রেলিয়া ধরে নিয়েছে ভারত স্পিন পিচের চ্যালেঞ্জ দেবে। সে কারণে আলুরে ফুটিফাটা ভাঙা উইকেটেও অনুশীলন চালাচ্ছে প্যাট কামিন্সের দল। যদিও বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে, বর্ডার-গাভাসকর ট্রফিতে র‌্যাঙ্ক টার্নার বানাচ্ছে না ভারত।

ভালো টেস্ট উইকেটের দাবি

ভালো টেস্ট উইকেটের দাবি

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, নাগপুর, দিল্লি, ধরমশালা ও আমেদাবাদের কিউরেটরের কাছে নির্দেশ গিয়েছে পাঁচ দিন টেস্ট খেলার পক্ষে উপযুক্ত ভালো পিচ তৈরির। বাংলাদেশে ভারত টেস্ট সিরিজ জিতলেও অনেক ব্যাটারেরই স্পিন খেলার দুর্বলতা প্রকট হয়েছিল। সে কারণে হিতে বিপরীত হতে পারে সেই আঁচ করেই র‌্যাঙ্ক টার্নার বা পুরোপুরি ঘূর্ণি উইকেট বানানো হচ্ছে না। ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাহর মতো ক্রিকেটার না থাকায় এবার দেশের মাটিতে ভারতীয় দল দুর্বল বলেও উল্লেখ করেছেন প্রাক্তন অজি অধিনায়ক তথা ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল।

ভারতের শিবিরে ১০ স্পিনার

ব্যাটারদের স্পিন দুর্বলতা কাটাতে ভারত প্রয়োজনীয় পদক্ষেপও করেছে। নাগপুরে চলছে ভারতীয় টেস্ট দলের শিবির। এমনিতে টেস্ট দলে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীর যাদব। নেট বোলার হিসেবে আরও ৬ স্পিনারকে ডাকা হয়েছে। তাঁরা হলেন বাঁহাতি স্পিনার সৌরভ কুমার, অফ স্পিনার জয়ন্ত যাদব, পুলকিত নারাং, বাঁহাতি স্পিনার সাই কিশোর, লেগ স্পিনার রাহুল চাহার ও অফ স্পিনার ওয়াশিংটন সুন্দরকে।

স্পিন দুর্বলতা কাটাতে

পরিসংখ্যান বলছে, রোহিত শর্মা ৫৭ ইনিংসে ২৫টিতে স্পিনারের বলে আউট হয়েছেন। চেতেশ্বর পূজারা ১২২ ইনিংসে ৫০ বার, বিরাট কোহলি ১৩০ ইনিংসে ৫৭ বার, লোকেশ রাহুল ৩৮ ইনিংসে ১৯ বার ও শুভমান গিল ১৬ ইনিংসে ৮ বার স্পিনারদের শিকার হয়েছেন টেস্টে। নাথান লিয়ঁর কথা ভেবেই ভারত শিবিরে অফ স্পিনারদের বেশি সংখ্যায় রেখেছে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন ধরনের স্পিনারদের নেটে সামলালে অজিদের স্পিনারদের ভারতীয় ব্যাটাররা শাসন করবেন বলেই মনে করা হচ্ছে। একইসঙ্গে যাঁরা টেস্ট খেলবেন নেটে বেশি বোলিং করে তাঁদেরও ক্লান্তির শিকার হতে হবে না।

English summary
Indian Batters Facing 10 Spinners At Camp In Nagpur. Curators Have Been Asked To Prepare Good Test Wicket At All The Venues.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X