For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটদের পর গোলাপি বলে টেস্ট খেলবেন মিতালিরাও, কবে এবং কোথায় জানালেন বোর্ড সচিব

বিরাটদের পর গোলাপি বলে টেস্ট খেলবেন মিতালিরাও, কবে এবং কোথায় জানালেন জয় শাহ

  • |
Google Oneindia Bengali News

ভারতের মহিলা দলের ক্রিকেটারদের ২০২০-২০২১ মরসুমের আর্থিক চুক্তির তালিকা প্রকাশ হওয়ার ২৪ ঘণ্টা না কাটতেই মিতালী রাজদের জন্য সুখবর শোনাল বিসিসিআই। বৃহস্পতিবার সকালে টুইট করে বোর্ড সচিব জয় শাহ জানালেন, বিরাট কোহলিদের পর এবার গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলবে ওমেন ইন ব্লু। জানা গিয়েছে, চলতি বছরের শেষেই এই ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হবেন হরমনপ্রীত কৌররা।

জয় শাহের টুইট

বৃহস্পতিবার সকাল সকাল বিসিসিআই সচিব জয় শাহের টুইটে ক্রিকেট প্রেমীদের মন ভরে যায়। যেখানে তিনি সন্তোষের সঙ্গে জানান যে বিরাট কোহলিদের পর এবার গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলবেন মিতালি রাজরাও। চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ার মহিলা দলের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওমেন ইন ব্লু এই ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হবেন বলে জানিয়েছেন বোর্ড সচিব।

আইসিসি-র টুইট

বিসিসিআই সচিব জয় শাহের টুইট দেখেই নড়েচড়ে বসে আইসিসি। আনন্দ সহকারে একই খবর নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। যে পোস্টটি আবার রি-টুইট করেছেন বিসিসিআই সচিব জয় শাহ।

বিরাটদের গোলাপি বলের টেস্ট

বিরাটদের গোলাপি বলের টেস্ট

২০১৯ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমবার গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলেছিল ভারতীয় ক্রিকেট দল। রীতিমতো ঢাকঢোল পিটিয়ে অনুষ্ঠিত হওয়া ওই ঐতিহাসিক ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে আনায়াস জয় পেয়েছিল বিরাট কোহলির দল। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠ অ্যাডিলেড ওভালে নিজেদের দ্বিতীয় দিন-রাতের টেস্ট খেলেছিল টিম ইন্ডিয়া। গো হারা হেরেছিলেন বিরাট কোহলিরা। সেই গ্লানি দূর করার সুযোগ পাবেন দেশের মহিলা ক্রিকেটাররা। মিতালিরা অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে দিন-রাতের টেস্টে হারিয়ে ইতিহাস রচনা করার কৃতিত্ব অর্জন করতে পারেন কিনা, সেটাই দেখার।

মহিলা ক্রিকেটারদের নতুন চুক্তি

মহিলা ক্রিকেটারদের নতুন চুক্তি

ভারতের মহিলা ক্রিকেটারদের জন্য ২০২০-২০২১ মরসুমের চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। এ গ্রেডে স্থান ধরে রেখেছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা ও পুনম যাদব। বি গ্রেডেই রয়েছেন মিতালি রাজ, ঝুলন গোস্বামী, রাধা যাদবরা। সি থেকে বি গ্রেডে উঠেছেন শেফালি বর্মা। সি গ্রেডে এবারই প্রথম জায়গা পেলেন বাংলার রিচা ঘোষ।

English summary
Indian women cricket team will play pink ball test against Australia later this year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X