For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাতের হাড় ভাঙেনি বলে বাঁচোয়া! ব্যথা কমিয়ে ফের কবে মাঠে নামবেন পন্থ?

হাতের হাড় ভাঙেনি বলে বাঁচোয়া! ব্যথা কমিয়ে ফের কবে মাঠে নামবেন পন্থ?

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে ব্যাট করার সময় হাতে আঘাত পান ঋষভ পন্থ। যন্ত্রণায় কাতর টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষককে ম্যাচের তৃতীয় দিনে দস্তানা হাতে উইকেটের পিছনে দাঁড়াতে দেখা যায়নি। আদৌ কি চলতি টেস্টে খেলতে পারবেন পন্থ, তা নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই ক্রিকেটারের হাতের স্ক্যান রিপোর্ট শোনাল সুখবর।

হাতের হাড় ভাঙেনি

হাতের হাড় ভাঙেনি

চোট-আঘাতে জর্জরিত অস্ট্রেলিয়া সফররত ভারতীয় ক্রিকেট দল ঋষভ পন্থের স্ক্যান রিপোর্ট হাতে পেয়ে খুশি হয়েছে। কারণ সেখানে জানানো হয়েছে যে পন্থের হাতের হাড় ভাঙেনি। এমনকী তাতে চিড়ও ধরেনি। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে পন্থ ফের মাঠে নামতে পারবেন বলেও জানানো হয়েছে।

কবে মাঠে নামবেন পন্থ

কবে মাঠে নামবেন পন্থ

হাড় না ভাঙলেও ঋষভ পন্থের হাতে ব্যথা রয়েই গিয়েছে। ফলে চতুর্থ দিনেও তাঁকে ভারতীয় দলের জার্সিতে মাঠে নামতে দেখা যাবে না বলে টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে। খেলা পঞ্চম দিন পর্যন্ত গড়ালে, সেদিন ব্যাট হাতে পন্থকে মাঠে নামতে দেখা যেতে পারে বলে খবর। অর্থাৎ সিডনি টেস্টের চতুর্থ দিনেও ভারতীয় দলের হয়ে উইকেটের পিছনে দায়িত্ব সামলাবেন ঋদ্ধিমান সাহা।

ঋষভ পন্থের চোট

ঋষভ পন্থের চোট

সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৬ রান করে আউট হয়েছেন ঋষভ পন্থ। তাঁর হাতে চোট পান টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ভারতীয় ইনিংসের ৮৫তম ওভার খেলা হচ্ছিল। অস্ট্রেলিয় ফাস্ট বোলার জোশ হ্যাডেলউডকে ফেস করছিলেন ঋষভ। ওই ওভারেই অজি বোলারের বল পন্থের বাঁ-হাতে আঘাত করে। যন্ত্রণায় কাতর হন টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার। সঙ্গে সঙ্গে মাঠে পৌঁছে যান ভারতীয় ক্রিকেট দলের ফিজিও। সাময়িক সুশ্রুষার পর ফের ব্যাট করতে শুরু করেন ঋষভ। যদিও ওই অবস্থায় পিচে বেশিক্ষণ স্থায়ী হননি তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ৩৬ রান করে সাজঘরে ফিরে যান পন্থ।

মাঠে নামেননি পন্থ

মাঠে নামেননি পন্থ

দ্বিতীয় ইনিংসে উইকেটরক্ষকের দস্তানা হাতে মাঠে নামেননি ঋষভ পন্থ। পরিবর্তে অভিজ্ঞ ঋদ্ধিমান সাহাকে উইকেটের পিছনে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে। একটি দুর্দান্ত ক্যাচও নেন বাংলার উইকেটরক্ষক। আরও একদিন তাঁকে এই দায়িত্ব পালন করতে হতে পারে।

English summary
Indian wicketkeeper Rishabh Pant should be able to bat on the 5th day of Sydney test against Australia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X