For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসি-র পুল শট টুইটে নেই, জবাব দিলেন রোহিত, পাশে হরভজন

আইসিসি-র পুল শট টুইটে নেই, জবাব দিলেন রোহিত, পাশে হরভজন

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আতঙ্কে ঘরবন্দি ভারত। কার্যত স্তব্ধ বিশ্ব। বন্ধ দোকান-পাট, বাজার, মল। ছুটি দেওয়া হয়েছে অফিস-কাছারি। কোথাও কোথায় বাড়ি থেকে কাজ করার সুবিধা করে দিয়েছে কোনও কোনও কোম্পানি। বিসিসিসিআই ও বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-ও সুরক্ষার স্বার্থে কর্মচারীদের বাড়ি থেকে কাজ করতে বলেছে। সেই কাজেরই অংশ হিসেবে পুল শট সংক্রান্ত আইসিসি-র এক টুইট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়েছে সেই টুইটের প্রেক্ষিতে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মার জবাবও।

আইসিসি-র টুইট

করোনা ভাইরাসের আতঙ্কে আইসিসি-র টুইট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টে ক্যারিবিয়ান লেজেন্ড স্যার ভিভিয়ান রিচার্ডস, অস্ট্রেলিয়ার অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক ও ব্যাটসম্যান রিকি পন্টিং, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার হার্শাল গিবসের ছবি চারটি ফ্রেমে কোলাজ করে বসানো হয়েছে। ওপরে লেখা হয়েছে, 'অতীত থেকে বর্তমান, কোন ব্যাটসম্যানের হাতে সেরা পুল শট রয়েছে বলে আপনাদের মনে হয়।'

রোহিতের জবাব

২০১৯ সালে ওয়ান ডে-তে সর্বাধিক হওয়া রোহিত শর্মা ইংল্যান্ড বিশ্বকাপে পাঁচটি শতরান করেন। সাবলীল পুল কিংবা হুক শট মেরে বল বাউন্ডারির বাইরে পাঠানো তাঁর কাছে কোনও ব্যাপারই নয়। সেই তাঁকেই সেরা পুল শট মারা ক্রিকেটারদের ছবিতে অন্তর্ভূক্ত না করায় আইসিসি-কে রীতিমতো কথা শুনিয়েছেন হিটম্যান। ব্যঙ্গাত্মক ভাবেই বলেছেন, এখানে কোনও এক ব্যাটসম্যানকে খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হয়। আসলে বাড়ি থাকা কাজ করা সহজ নয় বলেও লিখেছেন রোহিত।

কী বললেন হরভজন

কী বললেন হরভজন

আইসিসি-র ওই টুইটে জবাব দিয়েছেন ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। রিকি পন্টিং-র পাশাপাশি ছবিতে না থাকা সত্ত্বেও রোহিত শর্মাকেই সেরা পুল শট মারা ক্রিকেটার বেছেছেন ভাজ্জি।

কেভিন পিটারসন

কেভিন পিটারসন

আইসিসি-র টুইটের প্রেক্ষিতে জবাব দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন। আইসিসি-র মতের বিপরীতে গিয়ে অ্যান্ড্রু হাডসনের নাম উল্লেখ করেছেন কেপি।

English summary
Indian vice-captain Rohit Sharma takes dig on ICC over pull shot tweet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X