For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকেশ রাহুল তীব্র সমালোচনায় বিদ্ধ! অ্যাডিলেডে প্রেমিকাকে নিয়ে ভুরিভোজে দেখে নাগরিকত্ব কাড়ার দাবি

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে চরম ব্যর্থ লোকেশ রাহুল। গতকাল অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে তিনি ৫ রানের বেশি করতে পারেননি। ভারতের বিপর্যয়ের অন্যতম বড় কারণ রাহুলের ফর্ম। টিম ম্যানেজমেন্ট তাঁর প্রতি আস্থা দেখালেও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি রান পাননি। ৬টি ইনিংসে চারবারই দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারেননি নিজের স্কোর। ভারত টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষে বিদ্ধ রাহুল।

রাহুলের ব্যর্থতা

বেন স্টোকসের প্রথম বলেই চার মেরে ইনিংসের সূচনা করেছিলেন অ্যাডিলেড ওভালে। তবে ৫ বলে ৫ রান করেই তিনি সাজঘরে ফেরেন। চলতি টি ২০ বিশ্বকাপে রাহুল পাকিস্তানের বিরুদ্ধে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে করেছিলেন ৪ রান। এরপর নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আউট হন ৯ রানে। বাংলাদেশের বিরুদ্ধে ৫০ ও জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫১ রান করেছিলেন। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে পরপর দুটি হাফ সেঞ্চুরি দেখে সমর্থকরা মনে করেছিলেন, সেমিফাইনালের আগে বুঝি রাহুল ছন্দ ফিরে পেলেন! কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ব্যর্থতার ধারা।

বড় ম্যাচে ফ্লপ

গত বছরের টি ২০ বিশ্বকাপেও রাহুল মোটেই ছন্দে ছিলেন না। প্রথম দুটি ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে যথাক্রমে ৩ ও ১৮ রানে আউট হয়ে গিয়েছিলেন। এবারও ভালো দলের বিরুদ্ধে রাহুলের ব্যর্থতা দেখে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা। অনেকেই মত দিচ্ছেন, ২০২৪ সালের পরবর্তী টি ২০ বিশ্বকাপের কথা ভেবে রাহুল-রোহিতকে সরিয়ে পৃথ্বী শ, শুভমান গিলদের সুযোগ দেওয়ার জন্য। রাহুলকে সবচেয়ে বড় চোকার বলেও তোপ দেগেছেন কয়েকজন ক্রিকেটপ্রেমী। মন্থর ইনিংস খেলা ক্রিকেটারদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় রয়েছে টুকটুক আকাদেমি। সেই আকাদেমির প্রতি দায়বদ্ধতা দেখানোর জন্য রাহুলকে প্রশংসা করেও খোঁচা দিয়েছেন ক্রিকেটভক্তরা।

নাগরিকত্ব কেড়ে নেওয়ার দাবি

লোকেশ রাহুলের জন্যই ভারতের শুরুটা ভালো হচ্ছে না। এতে বেজায় চটেছেন ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে যেখানে ইংল্যান্ডের ওপেনিং জুটি ১৬ ওভারে ১৭০ রান তুলে জস বাটলারের দলকে ফাইনালে তুলে দিয়েছে। জস বাটলার ও অ্যালেক্স হেলস যেভাবে খেলছিলেন তা দেখে অনেকে বলছিলেন, ভারতের জন্য বুঝি একটা পিচ ছিল, ইংল্যান্ড ব্যাট করেছে আলাদা পিচে! রাহুলের লাগাতার ব্যর্থতায় তাঁর ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়ার দাবিও উঠেছে।

বিয়ে সেরে বিশ্রামের পরামর্শ

ক্রিকেটপ্রেমীদের কাটা ঘায়ে নুনের ছিঁটে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি। যাতে দেখা যাচ্ছে প্রেমিকা আথিয়া শেট্টিকে নিয়ে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় ও অন্যান্য সতীর্থদের সঙ্গে রাহুল নৈশভোজ সারছেন অ্যাডিলেডের রেস্তরাঁয়। যা দেখে অনেক ক্রিকেটপ্রেমী পরামর্শ দিয়েছেন, এবার বিয়েটা সেরে মধুচন্দ্রিমায় যেতে। কয়েক মাসের জন্য রাহুল বিশ্রামে গেলে ভারতীয় দল ঘুরে দাঁড়াবে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

টি ২০ বিশ্বকাপে ব্যর্থতার পর ভারতীয় দলে বড় ঝাঁকুনি! বিভিন্ন টি ২০ লিগে খেলার ছাড়পত্র কি দেবে বিসিসিআই?টি ২০ বিশ্বকাপে ব্যর্থতার পর ভারতীয় দলে বড় ঝাঁকুনি! বিভিন্ন টি ২০ লিগে খেলার ছাড়পত্র কি দেবে বিসিসিআই?

English summary
Indian Vice Captain KL Rahul Has Been Trolled After Poor Show In The T20 World Cup 2022. Rahul Has Been Dismissed With Fourth Single Digit Score In Six Games.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X