For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনির্দিষ্টকালের জন্য দলের বাইরে ঋষভ, টেস্ট ক্রিকেটে তাঁর জায়গা নেওয়ার জন্য শুরু চতুর্মুখী লড়়াই

অনির্দিষ্টকালের জন্য দলের বাইরে ঋষভ, টেস্ট ক্রিকেটে তাঁর জায়গা নেওয়ার জন্য শুরু চতুর্মুখী লড়়াই

Google Oneindia Bengali News

মারাত্মক গাড়ি দুর্ঘটনায় অত্যন্ত গুরুতর আঘাত পেয়েছেন ঋষভ পন্থ। তাঁর চোটের গভীরতা এতটাই যে আগামী দুই-এক মাসে তাঁর পুরোপুরি সুস্থ হয়ে ওঠা সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে পন্থের স্বাভাবিক জীবনে ফিরতে এবং আবারও বাইশ গজে নামতে কম করে এখনও ৬ মাস সময় লাগবে। তাঁর পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, সেই চিকিৎসাহর জন্য পাঠানো হতে পারে বিদেশেও। ফলে ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার - গাভাসকর ট্রফিতে তাঁর খেলার বিন্দুমাত্র সম্ভাবনা নেই।

অনির্দিষ্টকালের জন্য দলের বাইরে ঋষভ, টেস্ট ক্রিকেটে তাঁর জায়গা নেওয়ার জন্য শুরু চতুর্মুখী লড়়াই

এই পরিস্থিতে তাঁকে জাতীয় দলে কে রিপ্লেস করবেন সেটার লড়াই শুরু হয়ে গিয়েছে। পন্থের জায়গায় জাতীয় টেস্ট দলে স্থান করে নেওয়ার জন্য এখন ত্রি-মুখী লড়াই এবং এই লড়াই উপভোগ্য হবে। ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হতে চলা টেস্ট ম্যাচে ভারতীয় দলে জায়গা পাওয়ার দৌড়ে রয়েছেন বর্তামনে রিজার্ভ উইকেটরক্ষকের ভূমিকায় থাকা কোনা ভরত, ভারতীয় এ দলের দ্বিতীয় উইকেটরক্ষক উপেন্দ্র যাদব এবং সাদা বলের ক্রিকেটের বিশেষজ্ঞ ঈশান কিষান।

নতুন যে নির্বাচক কমিটি দায়িত্ব নেবে সেই কমিটির কাছে বড় চ্যালেঞ্জ থাকবে এই তিন উইকেটরক্ষকের মধ্যে কাউকে বেছে নেওয়া। দেখার হবে ভারতীয় এ দলের দুই উইকেটরক্ষক কোনা ভরত এবং উপেন্দ্র যাদব সরাসরি স্থান পান নাকি সাদা বলের ক্রিকেটের বিধ্বংসী উইকেটরক্ষক - ব্যাটসম্যান ঈশান কিষান সুযোগ পান।উল্লেখ্য, সাদা বলের ক্রিকেটে নিজে রাজ্যের দল ঝাড়খন্ডের হয়ে রঞ্জি ট্রফিতেই সুযোগ পাননি ঈশান। সেখানে কতটা তিনি জাতীয় দলে সুযোগ পাবেন তা নিয়েও সন্দেহ রয়েছে।

উল্লেখ্য, এই তিন উইকেটরক্ষক - ব্যাটসম্যানের মধ্যে এই লড়াই সীমাবদ্ধ এমনটা মনে করা হলেও চমকপ্রদ ভাবে উঠে আসতে পারেন সঞ্জু স্যামসন। পারফর্ম করেও সঞ্জু যোগ্য সুযোগ পাননি। তবে, সাদা বলের ক্রিকেটের ভারতের জার্সিতে যখনই সুযোগ পেয়েছেন, তখনই নিজেদর দক্ষতার প্রমাণ দিয়েছেন। এখন লাল বলের ক্রিকেট তাঁর কপালে শিঁকে ছেড়ে কি না সেটা দেখার। যদিও রঞ্জি ট্রফিতে সঞ্জুকে রাখেনি তাঁর রাজ্যের দল কেরালা। তবে, এই লড়াইয়ে অনেক বেশি এগিয়ে থাকার সম্ভবনা বেশি সঞ্জু এবং ঈশানের কারণ জাতীয় দলে খেলার অভিজ্ঞতা এই দুই জনেরই রয়েছে এবং আন্তর্জাতিক ক্রিকেটের চাপ নেওয়ার অভিজ্ঞতা, সেই চাপের মুখে পারফর্ম করার অভিজ্ঞতাও রয়েছে এঁদের।

English summary
Indian Test wicketkeeper's slot is now suddenly up for grab and it could be an interesting three-horse race.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X