For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

India vs Bangladesh: বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে রোহিত শর্মার ভারত

  • |
Google Oneindia Bengali News

আক্ষরিক অর্থেই এ যেন গোদের উপর বিষফোঁড়া। গতকাল মীরপুরে প্রথম একদিনের আন্তর্জাতিকে বাংলাদেশের কাছে ১ উইকেটে পরাস্ত হয়েছে ভারত। তারপর শাস্তির কবলেও পড়ল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। আইসিসির ম্যাচ রেফারি ম্যাচ শেষ হওয়ার পর জরিমানা ধার্য করেছেন ভারতীয় দলের।

বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে রোহিত শর্মার ভারত

আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে এই শাস্তির বিধান দিয়েছেন। নির্ধারিত সময়সীমার মধ্যে ভারতীয় দল ৪ ওভার কম বল করেছিল। সে কারণেই ভারতীয় দলের ম্যাচ ফি-র ৮০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে যে, নির্ধারিত সময়ে এক ওভার কম করলে ২০ শতাংশ ম্যাচ ফি কাটা হবে। যত ওভার কম হবে সেটি দিয়ে গুণ করা হবে। ভারত চার ওভার কম করায় জরিমানা দাঁড়ায় ম্যাচ ফির ৮০ শতাংশ।

ভারত অধিনায়ক রোহিত শর্মা নিজেদের অপরাধ মেনে নিয়েছেন, বাধ্যতামূলকভাবে শাস্তিও মানতে রাজি হয়ে গিয়েছেন। তাই আর আলাদা করে শুনানি হয়নি। অন ফিল্ড আম্পায়ার মাইকেল গফ ও তনভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শাহিদ ও চতুর্থ আম্পায়ার গাজি সোহেল ভারতীয় দলের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ করেছিলেন। বুধবার হবে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ। উল্লেখ্য, গতকালের ম্যাচে ভারত ৪১.২ ওভারে ১৮৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। এরপর রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৩৯.৩ ওভারে ১৩৬ রানে ৯ উইকেট হারায়। সেখান থেকে বাংলাদেশকে জয় এনে দেয় মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানের জুটি। রান তাড়া করতে নেমে শেষ উইকেটে দলকে ম্যাচ জেতানোর ক্ষেত্রে তাঁদের এই কীর্তি রইল ওডিআইয়ে চতুর্থ স্থানে।

ভারত অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের পর বলেন, খুব ক্লোজ ম্যাচ ছিল। আমরা ম্যাচের ফেরার চেষ্টা চালিয়েছি। কিন্তু ব্যাটিং ভালো হয়নি। বোলিং ভালো হচ্ছিল, প্রতিপক্ষকে চাপেও রাখতে সক্ষম হই। তবে স্নায়ুর চাপ সামলে বাংলাদেশ ম্যাচ জিতেছে। তবে শেষ কয়েক ওভারে আমাদের শেষ উইকেটটি তুলে নেওয়া উচিত ছিল। খুব বেশি রান আমরা তুলতে পারিনি। ৩০-৪০ রান আরও তুলতে পারলে তা ফারাক গড়ে দিত পারতো। রাহুল ও সুন্দর আরও কিছুক্ষণ ক্রিজে থাকলে সেটা হতো। কিন্তু মাঝের ওভারগুলিতে উইকেট হারানোয় আমাদের সমস্যা হয়। পিচ চ্যালেঞ্জিং ছিল, হঠাৎ কোনও বল ঘুরছিল। তবে কোনও অজুহাত দিচ্ছি না। এই ধরনের পরিস্থিতির সঙ্গে আমরা পরিচিতও। এই পরিস্থিতিতে বাংলাদেশের স্পিনারদের কীভাবে সামলানো যায় সেটায় আরও বেশি করে নজর দিতে হবে। দল চাপে রয়েছে স্বীকার করলেও ঘুরে দাঁড়ানোর বিষয়ে প্রত্যয়ী হিটম্যান।

English summary
Indian Team Was Fined 80 Per Cent Of Match Fee For Slow Over-Rate Against Bangladesh. India Were Ruled To Be 4 Overs Short Of The Target After Time Allowances Were Taken Into Consideration.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X