For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিশ্বকাপ জিততে মরিয়া ভারতীয় দল', মন্তব্য রবি শাস্ত্রীর

'বিশ্বকাপ জেতা ভারতীয় দলের জন্য একটি জেদ', মন্তব্য রবি শাস্ত্রীর

Google Oneindia Bengali News

বিশ্বকাপ জেতা এই ভারতীয় দলের জন্যে একটি জেদে পরিণত হয়েছে। এমনই দাবি করলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। এই স্বার্থেই ভারত আসন্ন নিউজিল্যান্ড সফর ও পরে দক্ষিণ আফ্রিকা সফরকে পাখির চোখ করছে বলেও জানান শাস্ত্রী। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী আরও দাবি করেন যে এই দলটির কিংবদন্তি পর্যায়ে নিয়ে যেতে চান তিনি। পাশাপাশি দলের মধ্যে একটি সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে চান শাস্ত্রী।

নিউজিল্যান্ড সফর নিয়ে কী বললেন শাস্ত্রী

নিউজিল্যান্ড সফর নিয়ে কী বললেন শাস্ত্রী

নিউজিল্যান্ড সফর বিষয়ে শাস্ত্রী বলেন, 'আমরা চাই যেন টসে হার জিতের বিষয়টি আমাদের খেলার সমীকরণ থেকে চলে যায়। আমরা পরিবেশ পরিস্থিতিকে মানিয়ে নিয়েই নিজেদের শ্রেষ্ঠ খেলাটা খেলতে চাই। আমরা বিশ্বের সব দেশ দেশে সফল হতে চাই। এটাই আমাদের আসল লক্ষ্য এবং এই লক্ষ্য পূরণ করতেই আমরা এগিয়ে চলেছি। আর হ্যাঁ, বিশ্বকাপ জেতা আমাদের দলের জন্যে একটি জেদে পরিণত হয়েছে। এবং এই লক্ষ্য আমরা পূরণ করেই ছাড়ব।'

লম্বা বিদেশ সফর

লম্বা বিদেশ সফর

দীর্ঘ নিউজিল্যান্ড সফরের উদ্দেশ্যে ইতিমধ্যেই সেদেশে পৌঁছে গিয়েছে দল। নিউজিল্যান্ডে ভারত পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি একদিনের ম্যাচ ও দুটি টেস্ট ম্যাচ খেলবে। এরপর মার্চ মাসে একদিনের ম্যাচের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা পারি দেবে মেন ইন ব্লু।

'দলে নেই অহং ভাব'

'দলে নেই অহং ভাব'

রবি শাস্ত্রী বলেন, 'আমাদের এই দলের কোনও সদ্যের মধ্যে অহং ভাব নেই। আমরা সম্ষ্টিগত সাফল্যে বিশঅবাসী। আমরা সব সময় একে অপরের কৃতিত্ব নিয়ে মাতামাতি করি।' পাশাপাশি পূর্ণ শক্তির অস্ট্রেলিয়াকে ঘরে মাটিতে হারানোর প্রসঙ্গে শাস্ত্রী বলেন, 'এই জয়ের থেকেই দলের মানসিক কাঠিন্য প্রমাণিত হয়। ওয়াংখাড়েতে বাজে ভাবে হারার পরেও দল যেভাবে পরপর দুটি ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জিতল তা প্রসংশনীয়।'

'বর্তমানে বাঁচতে জানে এই দল'

'বর্তমানে বাঁচতে জানে এই দল'

এরপর বর্তমানের উপর জোর দেওয়ার বিষয়ে শাস্ত্রী বলেন, 'এই দল বর্তমানে বাঁচতে জানে। অতীতে যা হয়েছে তা নিয়ে মাথা ঘআমায় না। আমরা শুধু আমাদের ভালো দিকগুলির উপর নজর দিতে অতীতের দিকে তাকাই যাতে ভবিষ্যতে আমরা আরও ভালো করতে পারি।'

রাহুল, শিখর নিয়ে কী বললেন শাস্ত্রী ?

রাহুল, শিখর নিয়ে কী বললেন শাস্ত্রী ?

এদিকে কেএল রাহুল প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেন, 'আমাদের কাছে বিকল্প থাকলে আমরা সবসময়ই খুশি হব। বিরাট রাহুলের কিপিংয়ে সন্তুষ্ট। তাই আমরা তাঁকে উকেটরক্ষক হিসাবে খেলাতেই পারি।' এরপর ধাওয়ানের চোট নিয়ে দুঃখপ্রকাশ করে শাস্ত্রী বলেন, 'শিখর একজন ম্যাচ উইনার। আমরা তাঁর অভাব অনুভব করব।' তবে তাঁকে সূর্যকুমার যাদব নিয়ে প্রশ্ন করা হলে তিনি মুখ খুলতে চাননি। পাশাপাশি কুল-চা জুটি নিয়ে তিনি জানান, পরিস্থিতি অনুযায়ী আমরা দল নির্বাচন করি।

English summary
indian team is obsessed about winningworld cup commented ravi shastri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X