ভারত বনাম দক্ষিণ আফ্রিকা:'কফি উইথ শাস্ত্রী',প্রথম টি-টোয়েন্টির আগে ধাওয়ানের সঙ্গে আলোচনার হেড কোচ
কফি উইথ করনের পর এবার কফি উইথ রবি শাস্ত্রী! না, নতুন কোনও রিয়েলিটি শোয়ের হোস্ট হচ্ছেন না শাস্ত্রী। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে তাঁকে পাওয়া গেল অন্য মেজাজে। ভারতীয় দলের ক্রিকেটারের সঙ্গে তাঁর কফি খাওয়ার বহর দেখে এমন মজার টুইট করে খোঁচা দিলেন নেটিজেনরা।
|
ঠিক কী ঘটেছে?
রবিবার ভারতীয় সময় সন্ধ্যে ৭টায় ম্যাচ। এমনিতেই ধর্মশালায় ম্যাচের দিন আকাশ ভারী রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন মনোরম পরিবেশে সকাল সকাল কফি নিয়ে শিখর ধাওয়ানের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনায় বসে যান শাস্ত্রী। সামনেই ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এখন থেকে দল তৈরির জন্য কাজ শুরু করে দিচ্ছেন বিরাট-শাস্ত্রীরা। দলে ওপেনার শিখরের কী কী দায়িত্ব থাকবে, সেটাই এদিন সকালে বুঝিয়ে দিতে কফি হাতে তাঁর সঙ্গে আড্ডায় বসে যান শাস্ত্রী। হেড কোচ নিজেই ছবি পোস্ট করে লিখেছেন, 'পাহাড়, কফি আর ক্রিকেটের যুগলবন্দি'

কোচ হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই কোচ শাস্ত্রীর হেড কোচ হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে। এর আগে ২০০৭ সালে বাংলাদেশ ট্যুরে টিম ডিরেক্টর, ২০১৪-১৬ সালে ভারতীয় দলের ডিরেক্টর ও ২০১৭-২০১৯ সালে হেড কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন শাস্ত্রী।

এক নজরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের সূচি
১৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
১৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ
২২ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচ