For Quick Alerts
For Daily Alerts
এক সপ্তাহে দ্বিতীয় আন্তর্জাতিক সোনা হিমা দাসের
আন্তর্জাতিক স্তরে একই সপ্তাহে দ্বিতীয় সোনা জিতে নজির গড়লেন ভারতীয় অ্যাথলিট হিমা দাস। রবিবার পোলান্ডের কুটনো অ্য়াথলেটিক্স মিটে এই নজির গড়ছেন তিনি।

২০১৮-র জাকার্তা এশিয়ান গেমসে সোনা জয়ী অসমের এই স্প্রিন্টার কিছু দিন আগে পর্যন্তও পিঠের ব্যাথায় কাবু ছিলেন। ব্যাথা সারিয়ে গত মঙ্গলবার পোলান্ডেরই পোজনান অ্যাথলেটিক্স গ্র্যান্ড পিক্সে নামেন হিমা। সবাইকে চমকে দিয়ে ২০০ মিটারের স্প্রিন্টার ইভেন্টে ২৩.৬৫ সেকেন্ডে রেস শেষ করে সোনা জেতেন ধিং এক্সপ্রেস। ওই ইভেন্টে রুপো জেতেন ভারতেরই ভিকে ভিসমায়া।
রবিবার পোলান্ডের কুনটো অ্যাথলেটিক্স মিটে আরও একবার প্রতিদ্বন্দ্বীতা করতে নামেন হিমা দাস। ২০০ মিটারের স্প্রিন্টার ইভেন্টেই ২৩.৯৭ সেকেন্ডে শেষ করে ফের সোনা জেতেন অসম কন্যা। সেখানেও দ্বিতীয় হন ভিকে ভিসমায়া।