For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেপ টাউনে দক্ষিণ আফ্রিকাকে চাপে রেখেছে ভারত! শামির পাশে দাঁড়িয়ে আম্পায়ারের সিদ্ধান্তে বিরাট-অসন্তোষ

  • |
Google Oneindia Bengali News

কেপ টাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের চাপেই রেখেছেন ভারতীয় পেসাররা। ১ উইকেটে ১৭ রান নিয়ে খেলতে নেমে গতকালের দুই অপরাজিত ব্যাটারের উইকেট প্রথম সেশনেই হারায় প্রোটিয়ারা। মধ্যাহ্নভোজের বিরতিতে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১০০। কিগার পিটারসেন ৪০ ও রাসি ভ্যান ডার ডুসেন ১৭ রানে অপরাজিত ছিলেন।

শামির পাশে দাঁড়িয়ে আম্পায়ারের সিদ্ধান্তে বিরাট-অসন্তোষ

এদিন খেলা শুরুর পর দ্বিতীয় বলেই জসপ্রীত বুমরাহর অসাধারণ ডেলিভারি উইকেট ভেঙে দেয়। এইডেন মার্করাম জাজমেন্ট দিতে গিয়ে ঠকে বোল্ড হন, তিনি করেন ২২ বলে ৮। এরপর দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন নাইটওয়াচম্যান কেশব মহারাজ ও কিগান পিটারসেন। ২০.২ ওভারে কেশব মহারাজকে বোল্ড করে দেন উমেশ যাদব। ৪৫ বলে ২৫ রানের ইনিংসে রয়েছে চারটি চার। ২১.২ ওভারে দক্ষিণ আফ্রিকার দলগত ৫০ রান পূর্ণ হয়। লাঞ্চের ঠিক আগে ৩৫ ওভারে ১০০ রান হয় প্রোটিয়াদের। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের প্রথম ইনিংসের রানের চেয়ে ১২৩ রান পিছিয়ে ছিল ডিন এলগারের দল।

শামির পাশে দাঁড়িয়ে আম্পায়ারের সিদ্ধান্তে বিরাট-অসন্তোষ

৪৫ রানে তৃতীয় উইকেট পড়ার পর থেকে প্রথম সেশনে আর কোনও উইকেট হারায়নি দক্ষিণ আফ্রিকা। মধ্যাহ্নভোজের বিরতির পর প্রথম ওভারের পঞ্চম বলে রাসি ভ্যান ডার ডুসেনের বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন ওঠে। আম্পায়ার মারাইস এরাসমাস আউট দেননি। বিরাট কোহলি রিভিউ নেন। দেখা যায় উমেশ যাদবের ডেলিভারি উইকেটে আঘাত করছিল না। ফলে ভারতের এই রিভিউটি নষ্ট হয়। এর আগে ভারতের আরেকটি রিভিউও নষ্ট হয়েছে। ঘটনাটি ২১.৩ ওভারের। শার্দুল ঠাকুরের কথায় বিরাট কোহলি রিভিউ নিয়েছিলেন। সেক্ষেত্রেও আম্পায়ার ছিলেন এরাসমাস। সেই ডেলিভারিটিও উইকেট মিস করছিল।

এদিকে, এদিন আম্পায়ার এরাসমাসের সিদ্ধান্তে মাঠে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় বিরাট কোহলিকে। বোলিংয়ের সময় ফলো থ্রুতে ডেঞ্জার এরিয়াতে ঢুকে পড়ছেন মনে করে শামিকে অফিসিয়াল ওয়ার্নিং দেন এরাসমাস। আম্পায়ার এভাবে বোলারকে সতর্ক করতেই পারেন।

কিন্তু এরপরই দেখা যায় বিরাট কোহলি আম্পায়ারের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তাঁর সঙ্গে কথাও বলেন। রিপ্লেতে দেখা যায় বিরাটই সঠিক, আম্পায়ারের সিদ্ধান্তই ভুল ছিল। শামি ফলো থ্রুতে নির্ধারিত জায়গার মধ্যেই ছিলেন। বিপজ্জনক জায়গায় প্রবেশই করেননি। এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে জোরালো চর্চা চলতে থাকে। কিং কোহলিকে পুরানো ফর্মে দেখে স্বভাবতই খুশি ভক্তরা।

English summary
Indian Pacers Put South Africa Under Pressure In Cape Town Test. Virat Kohli Was Unhappy When Umpire Marais Erasmus Gave An Official Warning To Mohammed Shami.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X