For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিত শর্মার ভারতের কাছে বিরাট ধাক্কা, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

Google Oneindia Bengali News

রোহিত শর্মার ভারত কাল গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক খেলতে নামবে। তার আগেই বিরাট ধাক্কা। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, এই সিরিজেও খেলতে পারবেন না জসপ্রীত বুমরাহ। দেশের ১ নম্বর পেসারের পুরো ফিট হতে এখনও কিছুদিন সময় লাগবে বলে বিসিসিআই সূত্রে খবর। বিসিসিআই আগে জানিয়েছিল, বুমরাহকে রিহ্যাবের পর ফিট ঘোষণা করেছে এনসিএ। কিন্তু তারপরও কেন তাঁকে ফিটনেসজনিত কারণে ছিটকে যেতে হলো, সেই প্রশ্ন জোরালো হওয়ার ফাঁকে সংশয় তৈরি হচ্ছে এনসিএ-র কর্মপন্থা নিয়েও।

বুমরাহ শ্রীলঙ্কা সিরিজেও নেই

বুমরাহ শ্রীলঙ্কা সিরিজেও নেই

এই প্রতিবেদন লেখার সময় অবধি বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। বুমরাহর পরিবর্ত হিসেবে কাকে নেওয়া হবে সেটাও পরিষ্কার নয়। শ্রীলঙ্কা সিরিজের দল যখন ঘোষণা করা হয় তখন বুমরাহকে দলে রাখা হয়নি। ২৭ ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিক ও একদিনের আন্তর্জাতিক সিরিজের দল ঘোষণা করা হয়েছিল। যদিও ৩ জানুয়ারি বিসিসিআই জানায়, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবেন বুমরাহ।

পুরো ফিট নন

পুরো ফিট নন

পিঠের স্ট্রেস ইনজুরির কারণে সেপ্টেম্বর মাস থেকেই ক্রিকেট মাঠে নামতে পারছেন না দেশের সেরা পেসার। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে তাঁর রিহ্যাব চলছে। গত সপ্তাহে সেখানেই পুরোদমে ট্রেনিং এবং বোলিং অনুশীলন শুরু করার পর তাঁকে একদিনের দলে রাখার সিদ্ধান্ত নেন নির্বাচকরা। যদিও সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হলো নির্বাচকদের।

ফিটনেস নিয়ে ধোঁয়াশা কেন?

ফিটনেস নিয়ে ধোঁয়াশা কেন?

বিসিসিআইয়ের বিবৃতিতে জানানো হয়েছিল, রিহ্যাবের পর বুমরাহকে ফিট বলে ঘোষণা করেছে এনসিএ। তিনি ভারতের একদিনের দলের সঙ্গে শীঘ্রই যোগ দেবেন বলেও জানায় বিসিসিআই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এনসিএ ফিট সার্টিফিকেট দেওয়ার পর ফের কী এমন হলো যে বুমরাহ শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন? জানা যাচ্ছে, ভারতীয় দল যে গুয়াহাটিতে পৌঁছেছে সেখানেও দলের সঙ্গে যাননি বুমরাহ।

সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে

সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে

গত বছর বুমরাহ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন টি ২০ বিশ্বকাপ থেকে। বুমরাহর অনুপস্থিতি প্রকট হয়েছিল ভারতীয়দের পারফরম্যান্সে। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে শোচনীয়ভাবে হেরে বিদায় নিয়েছিল মেন ইন ব্লু। বুমরাহ ১৮ জানুয়ারি থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ড সিরিজেও খেলতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। সকলেই অপেক্ষায় রয়েছেন বিসিসিআইয়ের তরফে লেটেস্ট আপডেট জানতে। শ্রীলঙ্কা সিরিজের ভারতীয় দলে পেসারদের মধ্যে রয়েছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং ও উমরান মালিক। সিম বোলিং অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াও রয়েছেন। ফলে বুমরাহর পরিবর্ত হিসেবে আদৌ কাউকে নেওয়া হবে কিনা সেটাও দেখার।

English summary
Indian Pacer Jasprit Bumrah Has Reportedly Been Ruled Out Of The ODI Series Against Sri Lanka. It Seems Like Bumrah Will Take A Little Longer To Return To Full Fitness.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X