২০১৮-তে অভাবনীয় রেকর্ড ভারতীয় জোরে বোলার ত্রয়ীর! পিছনে পড়লেন স্টেইন-মর্কেলরাও
গত এক বছরে, বর্তমান ভারতীয় দল একসঙ্গে বেশ কয়েকজন ভাল জোরে বোলার পেয়েছে বলে অনেকেই দাবি করেছেন। তাঁদের মতে একজন দুজন নয়, জোরকে বোলিং-এর পুরো ইউনিটই দারুণ খেলেছে ২০১৮ সালে। ভারতের বোলিং কোচ ভরত অরুণও এই মতের পক্ষে রয়েছেন। এই বছর ভারত দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়াতেও টেস্ট জিতেছে। ভারতের বিদেশে এই সাফল্যের পিছনেও পেস বোলারদের গুরুত্ত্বপূর্ণ অবদান রয়েছে।
এবার শুধু মুখের কথা নয়, পরিসংখ্যানও ভারতীয় পেসারদের হয়ে কথা বলল। এই বছর ভারত বেশিরভাগ টেস্ট খেলেছে জসপ্রিত বুমরা, মহম্মদ শামি ও ইশান্ত শর্মার পেসত্রয়ীকে নিয়ে। আর এই পেসত্রয়ীই বছরের শেষে এক দুর্দান্ত রেকর্ডের অধিকারী হলেন, যা ভারতীয় জোরে বোলারদের পক্ষে সম্ভব - একথা এই বছরের আগে ভাবাও কঠিন ছিল।

প্রথম টুইট
সঞ্জয় দত্ত অনেকটা নরেন্দ্র মোদীর মতো। একজন বিদেশ সফরের মাঝে মাঝে দেশে ফেরেন, আর একজন প্যারোলে বাড়ি থেকে মাঝেমধ্যে জেলে ফেরেন।

ভারতীয় পেস ত্রয়ীর রেকর্ড
মেলবোর্নে চতুর্থ দিনে বুমরা, শামি ও ইশান্ত শর্মা অস্ট্রেলিয়ার আরও ৫টি উইকেট নিয়ে এখনও পর্যন্ত ২০১৮ সালে টেস্টে ১২৬টি উইকেট দখল করেছেন। এর ফলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে পেস-ত্রয়ী হিসেবে এক ক্যালেন্ডার বছরে তাঁরা দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন।

দ্বিতীয় টুইট
নাকের অস্ত্রোপচার কতোটা মারাত্মক হতে পারে? হতে পারে যদি তা হয় সঞ্জয় দত্তের মেয়ের অস্ত্রোপচার। তার জন্য প্য়ারোল দেওয়া যেতেই পারে! অযৌক্তিক।

প্রথম পাঁচ পেস ত্রয়ী
মেলবোর্ন টেস্টে বুমরা-শামি-ইশান্ত টপকে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেস-ত্রয়ী মর্কেল-এনতিনি-স্টেইন'কে। ২০০৮ সালে তাঁরা তিনজনে ১২৩ উইকেট দখল করেছিলেন। এই তালিকায় সবার আগে আছেন দুর্ধর্ষ ক্য়ারিবিয়ান পেস-ত্রয়ী গার্নার-হোল্ডিং-মার্শাল। ১৯৮৪ সালে তাঁরা ১৩০ টেস্ট উইকেট নিয়েছিলেন। তবে অস্ট্রেলিয়া ইনিংসের আর ২ উইকেট বাকি রয়েছে। তাই তাঁদের টপকে শীর্ষে ওঠাটা সম্ভব নয় বুমরাদের।

তৃতীয় টুইট
পরিবারের স্বজন অসুস্থ হওয়া খুব খারাপ খবর আমাদের কাছে। তবে সঞ্জয়েক জন্য সুখবর। এই দেখিয়ে প্যারোল পেলেন তিনি।

জসপ্রিত বুমরা
এই বছর মোট ৯টি টেস্ট খেলে এখনও পর্যন্ত বুমরার সংগ্রহ ৪৭টি উইকেট।
দক্ষিণ আফ্রিকা - ৩ টেস্টে ১৪ উইকেট
আফগানিস্তান - খেলেননি
ইংল্যান্ড - ৩ টেস্টে ১৪ উইকেট
ওয়েস্টইন্ডিজ - খেলেননি
অস্ট্রেলিয়া - ৩ টেস্টে ১৯ উইকেট*

চতুর্থ টুইট
মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে হল টিকিট পাওয়ার চেয়ে সহজ পুণের ইয়েরওয়াড়া জেল থেকে প্য়ারোলে মুক্তি পাওয়া।

মহম্মদ শামি
মহম্মদ শামি এই বছর ভারতের হয়ে মোট ১১টি টেস্ট খেলেছেন। এখন পর্যন্ত তাঁরও উইকেট শিকারের সংখ্য়া ৪৭।
দক্ষিণ আফ্রিকা - ২ টেস্টে ১৫ উইকেট
আফগানিস্তান - খেলেননি
ইংল্যান্ড - ৫ টেস্টে ১৬ উইকেট
ওয়েস্টইন্ডিজ - ১ টেস্টে ২ উইকেট
অস্ট্রেলিয়া - ৩ টেস্টে ১৪ উইকেট*

পঞ্চম টুইট
জেল হল সঞ্জয় দত্তের কাছে 'সামার ক্যাম্প'-এর মতো। যখন তাঁর জেলে একঘেয়ে লাগে তখন তিনি বাড়ি যান। আর বাড়িতে একঘেয়ে লাগলে জেলে যান।

ইশান্ত শর্মা
ইশান্ত শর্মা ২০১৮ সালে ভারতের হয়ে ১১টি টেস্ট খেলে এখনও পর্যন্ত ৪০ উইকেট দখল করেছেন।
দক্ষিণ আফ্রিকা - ২ টেস্টে ৮ উইকেট
আফগানিস্তান - ১ টেস্টে ৪ উইকেট
ইংল্যান্ড - ৫ টেস্টে ১৮ উইকেট
ওয়েস্টইন্ডিজ - খেলেননি
অস্ট্রেলিয়া - ৩ টেস্টে ১০ উইকেট*

ষষ্ঠ টুইট
প্যারোলের ব্যাপারে নয়া রেকর্ড তৈরি করেছেন সঞ্জয়। কীভাবে জেল থেকে প্যারোলে মুক্ত হতে হয়, সেব্যাপারে নয়া কনসালটেন্সি খুলতে পারেন তিনি।

সপ্তম টুইট
যদি আপনি গভীরভাবে ভাবতে বসেন, তাহলে দেখবেন, আমাদের দেশীয় কোম্পানিগুলির চেয়ে জেলের পিতৃত্বকালীন ছুটি অনেক বেশি আকর্ষণীয়।

অষ্টম টুইট
লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার চেয়ে সঞ্জয় দত্তের প্যারোল পাওয়া অনেক সহজ।

নবম টুইট
সঞ্জয় দত্ত কারাবাসকে একেবারে হাসির খোরাক করে ছেড়েছেন। সরকার কেন তাঁর বাড়িকেই জেল বলে ঘোষণা করছে না?

দশম টুইট
সঞ্জয় দত্ত হল সেই লোকেদের মতো যারা বিদেশের কোম্পানিতে কাজ করে ও ২-৩ মাস পরপর ১০-১৫ দিনের ছুটিতে বাড়ি ফেরে।
এই তিন পেস বোলারের ব্যক্তিগত উইকেট সংখ্যা যোগ করলে ১২৬-এর থেকে বেশি হয়। কিন্তু এই তালিকায় তিনজনে একসঙ্গে যে টেস্টগুলি খেলেছেন, তার উইকেট সংখ্যাই বিচার করা হয়েছে।