For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুন্দরকে সিরিজ থেকে ছিটকে দিয়ে প্রথম টেস্ট থেকে ময়াঙ্ককেও বাইরে পাঠালেন সিরাজ

Google Oneindia Bengali News

কনকাসনের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন ভারতের ওপেনার ময়াঙ্ক আগরওয়াল। আজ ট্রেন্টব্রিজে নেটে মহম্মদ সিরাজের বলে মাথার পিছন দিকে তাঁর চোট লাগে। উল্লেখ্য, এর আগে প্রস্তুতি ম্যাচে সিরাজের শর্ট বলেই চোট পেয়ে গোটা সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর।

সিরাজের বাউন্সারে চোট

সিরাজের বাউন্সারে চোট

বুধবার থেকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে নটিংহ্যামে ট্রেন্টব্রিজ টেস্ট দিয়ে। তার ঠিক ৪৮ ঘণ্টা আগেই টেস্ট থেকে ছিটকে গেলেন ময়াঙ্ক। নেটে যখন ব্যাটিং অনুশীলন করছিলেন এই ভারতীয় ওপেনার, তখন সিরাজের একটি বাউন্সার আচমকাই তাঁর মাথার পিছনে লাগে। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যান সতীর্থ ও কোচিং স্টাফেরা। কিছুক্ষণ সেখনেই বসে থাকার পর ফিজিও নীতিন প্যাটেলের সঙ্গে বেরিয়ে যান তিনি। মাঠ ছাড়ার সময় মাথার পিছন দিকটি হাত দিয়ে ধরে রেখেছিলেন ময়াঙ্ক।

ছিটকে গেলেন প্রথম টেস্ট থেকে

এর কিছুক্ষণের মধ্যেই বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়, কনকাসনের কারণে প্রথম টেস্টে ময়াঙ্ক খেলতে পারবেন না। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম ময়াঙ্কের চোট পর্যবেক্ষণ করে এবং কনকাসন টেস্টের পর এই সিদ্ধান্ত নিয়েছে। কংকাসনের লক্ষণ থাকাতেই তিনি প্রথম টেস্টের দলে থাকছেন না। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হবে ৩০ বছরের এই কর্নাটকের ব্যাটসম্যানকে।

প্রথম একাদশ নিয়ে জল্পনা

প্রথম একাদশ নিয়ে জল্পনা

ময়াঙ্ক ছিটকে যাওয়ায় লোকেশ রাহুল রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন। যদিও রাহুলকে মিডল অর্ডারের জন্য ভাবা হচ্ছিল। পৃথ্বী শ-ও পৌঁছাতে পারেননি শ্রীলঙ্কায় ক্রুণাল পাণ্ডিয়া করোনা আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে থাকতে বাধ্য হওয়ার ফলে। চোটের কারণে আগেই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ওপেনার শুভমান গিল। তাঁর শিন ইনজুরি ছিল। স্ট্যান্ডবাই পেসার আবেশ খানও প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছেন। এই পরিস্থিতিতে রাহুল ছাড়া দলে স্পেশ্যালিস্ট ওপেনার বলতে রয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরন। গিল, সুন্দর ও আবেশ ছিটকে যাওয়ায় পৃথ্বী শ, সূর্যকুমার যাদবের সঙ্গে অভিমন্যুকে মূল টেস্ট দলে নেওয়া হয়। তবে পৃথ্বী ও সূর্য কবে ইংল্যান্ডে পৌঁছাতে পারবেন তা স্পষ্ট নয়।

বিকল্পের সন্ধান

বিকল্পের সন্ধান

এদিন ভারতীয়রা নেটে দীর্ঘক্ষণ অনুশীলন করেছে। সহ অধিনায়ক অজিঙ্ক রাহানের ফিটনেস নিয়ে সংশয় থাকলেও তা এদিন কেটে গিয়েছে। আজ রাহুল ও হনুমা বিহারী এবং তাঁদের পর অজিঙ্ক রাহানে ও ঋষভ পন্থ ব্যাট করেছেন। নেটে ব্যাটিংয়ের পাশাপাশি বেশ কিছুক্ষণ সাইড নেটে বেশ থ্রোডাউন সামলাতেও দেখা গিয়েছে অভিমন্যুকে। বিরাট কোহলি নিজেও ২০১৯ সালের পর আন্তর্জাতিক ক্রিকেটে শতরান পাননি। দলের অস্বস্তিতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কঠিন চ্যালেঞ্জ সামলাতে মুখিয়ে বিরাট নিজেও।

অস্বস্তিতে ভারত

অস্বস্তিতে ভারত

চেতেশ্বর পূজারাও ছন্দে নেই। ফলে মিডল অর্ডার নিয়ে ভারতের চিন্তা যেমন রয়েছে, তেমনই চোটের কারণে দুই ওপেনারের ছিটকে যাওয়া নিঃসন্দেহে বিরাট কোহলিদের অস্বস্তিতে ফেলল। সর্বোপরি ট্রেন্টব্রিজে গ্রিন টপই সম্ভবত অপেক্ষা করছে ভারতের জন্য। সবমিলিয়ে প্রথম টেস্টে নামার আগে বেশ অস্বস্তিতে প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রানার-আপ দল।

English summary
Indian Opening Batsman Mayank Agarwal Ruled Out Of The First Test Due To Concussion. He Was Hit On The Back Of His Head By A Short Ball From Teammate Mohammed Siraj.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X