For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় দলের কঠোর নিভৃতবাস শুরু মুম্বইয়ে, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় পন্থ-জাড্ডু

Google Oneindia Bengali News

ইংল্যান্ড সফরে রওনা হওয়ার আগে মুম্বইয়ে কঠোর নিভৃতবাস শুরু হলো ভারতীয় টেস্ট দলের। ভারতীয় মহিলা ক্রিকেট দলের সকলকেও একইভাবে কঠোর নিভৃতবাসে থাকতে হবে আট দিন। কঠোর নিভৃতবাস হলো এই সময়কালে হোটেলের ঘরেই নিজেদের আবদ্ধ করে রাখতে হবে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের।

ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দলের কঠোর নিভৃতবাস শুরু মুম্বইয়ে

(ছবি- রবীন্দ্র জাদেজার ইনস্টাগ্রাম)

ভারতীয় টেস্ট দলের বেশিরভাগ ক্রিকেটারই মুম্বইয়ে টিম হোটেলে পৌঁছে গিয়েছিলেন গত ১৯ মে। গতকাল দলের সঙ্গে যোগ দেন ঋদ্ধিমান সাহা। মুম্বইয়ে কোয়ারান্টিন শুরুর কথা জানিয়ে নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন রবীন্দ্র জাদেজা। আজ দলের জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়লেন অধিনায়ক বিরাট কোহলি, কোচ রবি শাস্ত্রী, রোহিত শর্মা। বাকি সতীর্থরা যখন হোটেলে নিভৃতবাসে ছিলেন তখন মুম্বইয়ের বাসিন্দারা নিজেদের বাড়িতেই একইভাবে নিভৃতবাসে ছিলেন। ইংল্যান্ড রওনা হওয়ার আগে আট দিনের কঠোর নিভৃতবাসে থাকতে হবে সকলকেই। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। মুম্বইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই গ্র্যান্ড হায়াত হোটেলে রয়েছে ভারতীয় দল। সোশ্যাল মিডিয়াতে কয়েকজন সক্রিয় রয়েছেন। ঋষভ পন্থ যেমন এদিন শেয়ার করেছেন লোকেশ রাহুলের ছবি।

চার্টার্ড বিমানে বিরাটরা ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন ২ জুন। তার আগে দলের প্রত্যেককে তিনটি আরটি-পিসিআর পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট নিশ্চিত করতে হবে। ১৮ জুন থেকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। ইংল্যান্ড পৌঁছে যাতে তিনদিন কঠোর নিভৃতবাসে কাটিয়ে জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই সাউদাম্পটনে ভারতীয় টেস্ট দল অনুশীলন শুরু করতে পারে তা নিয়ে কথাবার্তা চলছে। পরিবার নিয়ে যাওয়ার বিষয়ে এখনও সবুজ সঙ্কেত আসেনি ইংল্যান্ড থেকে। তবে বিসিসিআই চাইছে, জৈব সুরক্ষা বলয়ের কান্তির বাধা এড়াতে পরিবারও থাকুক দলের সদস্যদের সঙ্গেই।

ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দলের কঠোর নিভৃতবাস শুরু মুম্বইয়ে

মিতালি রাজদের প্রথম ম্যাচ ১৬ জুন থেকে। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট এবং তিনটি করে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তারপর কয়েকজন ক্রিকেটার দ্য হান্ড্রেডেও অংশ নেবেন।

English summary
Indian Men And Women's Squads Begin Hard Quarantine Ahead Of England Tour. The Teams Are Expected To Fly Out On June 2.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X