For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যসভার সভার সদস্য হলেন হরভজন সিং, ক্রিকেট থেকে পা রাখলেন রাজনীতিতে

Array

Google Oneindia Bengali News

সোমবার সংসদের বর্ষা অধিবেশনের প্রথম দিনে পাঞ্জাব থেকে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ৪২ বছর বয়সী অফ স্পিনারের সঙ্গে এদিন ২৫ জন নেতার ছিলেন যারা রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নিলেন।

কী বলেন হরভজন ?

কী বলেন হরভজন ?

হরভজন তার শপথ নেওয়ার একটি ভিডিও শেয়ার করে টুইট করেছেন এবং তিনি লিখেছেন "সংবিধান, আইনের শাসন এবং হাউসের মর্যাদা রক্ষার জন্য সংসদ সদস্য (রাজ্যসভা) হিসাবে শপথ নিলাম। আমি পাঞ্জাব এবং জাতির জনগণের জন্য যথাসাধ্য কাজ করার চেষ্টা করব। জয় হিন্দ জয় ভারত,"।

 আরও অনেকে নিলেন শপথ

আরও অনেকে নিলেন শপথ

মিসা ভারতী, যিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের মেয়ে, বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা, এ রাও মীনা, বিজয় সাই রেড্ডি, খিরু মাহতো, শম্ভালা শরণ প্যাটেল, রঞ্জিত রঞ্জন, মহারাষ্ট্র মাঝি, আদিত্য প্রসাদ, প্রফুল্ল প্যাটেল, ইমরান প্রতাপগড়ির পাশাপাশি সঞ্জয় রাউত, সস্মিত পাত্র, সন্দীপ কুমার পাঠক এবং বিক্রমজিৎ সিং সাহানিও রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন এদিন। রণদীপ সিং সুরজেওয়ালা, পি চিদাম্বরম, কপিল সিব্বল, আর গার্ল রাজন, এস কল্যাণ সুন্দরম, কেআরএন রাজেশ কুমার, জাভেদ আলী খান, ভি বিজেন্দ্র প্রসাদ শপথ গ্রহণকারীদের মধ্যে ছিলেন।

 শ্রদ্ধা নিবেদন

শ্রদ্ধা নিবেদন


প্রখ্যাত প্রাক্তন ক্রীড়াবিদ পিটি ঊষা (কেরালা থেকে) এবং কিংবদন্তি সঙ্গীত রচয়িতা ইলাইয়ারাজা (তামিলনাড়ু থেকে) কিছু কারণে শপথ নিতে রাজ্যসভায় উপস্থিত হতে পারেননি। বিভিন্ন রাজনৈতিক দলের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন পার্লামেন্টের বর্ষা অধিবেশনের প্রথম দিনে। পরে, সম্প্রতি মারা যাওয়া বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সম্মানে শ্রদ্ধা নিবেদন পাঠ করা হয়।


রাজ্যসভা প্রাক্তন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, প্রাক্তন সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এবং কেনিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি এমওয়াই কিবাকিকেও শ্রদ্ধা জানায়।প্রাক্তন সদস্য কিশোর কুমার মোহান্তি, রবার্ট খারশিয়িং, কে কে বীরাপ্পান এবং সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মাকেও স্মরণ করা হয়। পরে, রাজ্যসভার মহাসচিব পিসি মোডিও টেবিলে একটি বিবৃতি (ইংরেজি এবং হিন্দিতে) রাখেন যা রাজ্যসভার ২৫৬ তম অধিবেশন চলাকালীন সংসদের হাউসগুলি দ্বারা পাস করা বিলগুলিকে দেখায় এবং রাষ্ট্রপতির দ্বারা সম্মত হন৷

রাষ্ট্রপতি নির্বাচন

রাষ্ট্রপতি নির্বাচন


এদিকে আবার আজকে চলছে রাষ্ট্রপতি নির্বাচন। এর ফলাফল মিলবে ২১ জুলাই। তবে যা পরিস্থিতি তাতে বোঝা যাচ্ছে যে নতুন রাষ্ট্রপতি হতে চলেছেন দ্রৌপদী মুর্মু।

English summary
harbhajan singh became politician as he takes his oath in rajyasabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X