For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিতালীর মুকুটে আরও এক পালক, এবার অন্য ইতিহাস রচনা ভারতীয় কিংবদন্তির

মিতালীর মুকুটে আরও এক পালক, এবার অন্য ইতিহাস রচনা ভারতীয় কিংবদন্তির

  • |
Google Oneindia Bengali News

এবার নিজের মুকুটে অন্য এক পালক যোগ করলেন মিতালী রাজ। মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক স্তরে সবচেয়ে বেশি ম্যাচ খেলে ইতিহাস রচনা করলেন ভারতীয় কিংবদন্তি। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে এই নজির গড়ে ফেলেন ভারতের মহিলা ওয়ান ডে দলের অধিনায়ক। আরও এক বড় রেকর্ডের মুখে দাঁড়িয়ে রয়েছেন মিতালী।

মিতালীর মুকুটে আরও এক পালক, এবার অন্য ইতিহাস রচনা ভারতীয় কিংবদন্তির

মঙ্গলবার লখনৌয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে নেমেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। এই ম্যাচের হাত ধরেই জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক স্তরে ৩১০ বার বাইশ গজে নামলেন কিংবদন্তি। টপকে গেলেন ইংল্যান্ডের কিংবদন্তি চারলট এডওয়ার্ডসকে। আর ৩৫ রান করলেই আন্তর্জাতিক স্তরে ১০ হাজারের গণ্ডি পেরিয়ে এডওয়ার্ডসের আরও এক রেকর্ড স্পর্শ করবেন মিতালী।

১৯৯৯ সালে ভারতের মহিলা ক্রিকেট দলের হয়ে প্রথমবার মাঠে নেমেছিলেন মিতালী রাজ। প্রায় ২২ বছর আন্তর্জাতিক স্তরে ব্যাট চালিয়ে ফেললেন কিংবদন্তি। মহিলা ক্রিকেটে যা এক রেকর্ড। ভারতের হয়ে ইতিমধ্যেই ২০০-এর বেশি একদিনের ম্যাচ খেলে ফেলা মিতালী মুকুটে নেই কেবল বিশ্বকাপ।

তারই প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে নেমেঠে মিতালী রাজ নেতৃত্বাধীন ভারতের মহিলা ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ হেরেও যায় ওমেন ইন ব্লু। দ্বিতীয় ম্যাচেই ফিরে আসে ভারত। স্মৃতি মান্ধানা ও পুনম রাউতের দুর্দান্ত ব্যাটিং ও ঝুলন গোস্বামীর দাপুটে বোলিংয়ের দৌলতে সিরিজে সমতা ফেরাতে সক্ষম হয় ভারতের মহিলা ক্রিকেট দল।

English summary
Indian Legend Mitalai Raj becomes the most capped international female cricketer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X