For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের সচিন-শেহওয়াগ জুটিতে লুটি, ওয়ার্ল্ড সেফটি সিরিজে ভারতের কাছে বাংলাদেশের হার

ফের সচিন-শেহওয়াগ জুটিতে লুটি, ওয়ার্ল্ড সেফটি সিরিজে ভারতের কাছে বাংলাদেশের হার

  • |
Google Oneindia Bengali News

বাইশ গজে যে তিনি কতটা ভয়ঙ্কর তা খেলার ছাড়ার ৯ বছর পরও জানান দিলেন। করোনা ভাইরাসের আবহে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে একাই শেষ করে দিলেন বীরেন্দ্র শেহওয়াগ। ৯ উইকেটে ম্যাচ জিতল ভারতীয় লেজেন্ডরা। এই জয়ের পথে বীরুকে যোগ্য সঙ্গত দিলেন অধিনায়ক সচিন তেন্ডুলকর।

ফের সচিন-শেহওয়াগ জুটিতে লুটি, ওয়ার্ল্ড সেফটি সিরিজে ভারতের কাছে বাংলাদেশের হার

শুক্রবারের ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ লেজেন্ড দলের অধিনায়ক মহম্মদ রফিক। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে সেভাবে জ্বলেই উঠতে পারলেন ওপার বাংলার কিংবদন্তি ব্যাটসম্যানরা। ১৯.৪ ওভারে ১০৯ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন নাজিমুদ্দিন। ম্যাচে ভারতের হয়ে দুটি করে উইকেট নেন বিনয় কুমার, কিংবদন্তি যুবরাজ সিং এবং প্রজ্ঞান ওঝা। একটি করে উইকেট নেন মনপ্রীত গোনি ও ইউসুফ পাঠান।

১১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেই পুরনো মেজাজে প্রথম থেকেই ব্যাট ঘোরাতে থাকেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ। ম্যাচ এক ওভার থেকে ২১ রান করেন বীরু। পুরনো মেজাজে ফিরে পাওয়া শেহওয়াগকে দেখে ব্যাট চালানো শুরু করেন অধিনায়ক সচিন তেন্ডুলকরও। যদিও সাবধানে খেলতে থাকেন মাস্টার ব্লাস্টার।

৩৫ বলে ৮০ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে বাংলাদেশকে একাই শেষ করে দেন বীরেন্দ্র শেহওয়াগ। ১০টি চার ও পাঁচটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। অন্যদিকে ২৬ বলে ৩৫ রানের সাবধানী ইনিংস খেলেন সচিন তেন্ডুলকর। ১০.১ ওভারে কোনও উইকেট না হারিয়েই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যান ভারতীয় কিংবদন্তিরা।

English summary
Indian legend beat Bangladesh in an important match of Road safety world series 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X