For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Rahul Dravid: ভারতীয় দলকে ছেড়েই বেঙ্গালুরু চলে গেলেন রাহুল দ্রাবিড়, কারণটা কী?

Google Oneindia Bengali News

গুয়াহাটি ও কলকাতায় দুটি একদিনের আন্তর্জাতিক জিতে ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারত। রবিবার তৃতীয় ওডিআই হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। এরই মধ্যে ভারতীয় দলকে ছেড়ে বেঙ্গালুরু চলে গেলেন রাহুল দ্রাবিড়। বিমানে দ্রাবিড়ের ছবি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কলকাতায় অসুস্থ দ্রাবিড়

কলকাতায় অসুস্থ দ্রাবিড়

রাহুল দ্রাবিড় গত বুধবার ৫০ বছর পূর্ণ করেছেন। সেদিন গুয়াহাটি থেকে কলকাতায় এসেছিল ভারতীয় দল। সেদিনই রাহুল দ্রাবিড় অসুস্থতা বোধ করেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের তৎপরতায় চিকিৎসকরা পৌঁছে যান টিম হোটেলে। জানা গিয়েছিল, প্রেসারের সমস্যা ছিল। দ্রাবিড়ের কাছে ওষুধ ছিল না। এরপর চিকিৎসকরা দেখে দ্রাবিড়কে প্রয়োজনীয় ওষুধ দিয়ে কিছু পরামর্শও দেন।

প্রেসারের সমস্যা কাটিয়ে ইডেনে

প্রেসারের সমস্যা কাটিয়ে ইডেনে

গতকাল ইডেনে ছিল ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক। সেই ম্যাচে ড্রেসিংরুমে দ্রাবিড় থাকবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল বুধবার রাতের ঘটনা থেকে। যদিও দ্রাবিড় গতকাল মাঠে এসেছিলেন। ড্রেসিংরুমে তাঁর বিভিন্ন মুডের ছবি ক্যামেরাবন্দিও হয়। যা দেখে অনেকেই স্বস্তিবোধও করেন। ম্যাচের শেষেও মাঠে নেমে বিপক্ষ দলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গেও কথা বলতে দেখা যায় দ্রাবিড়কে।

ভোরের বিমানে ফিরলেন বেঙ্গালুরুতে

যদিও আজ ভোরের বিমান ধরে দ্রাবিড় বেঙ্গালুরু চলে যান। বিমানে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। ভারত ও শ্রীলঙ্কা আজ কলকাতা থেকেই তিরুবনন্তপুরম বা ত্রিবান্দ্রমে গেলেও দ্রাবিড় যাননি দলের সঙ্গে। জানা গিয়েছে, বেঙ্গালুরুতে গিয়ে দ্রাবিড় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেবেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু পরীক্ষাও করাতে পারেন দ্রাবিড়। তবে বিমানে ভারতীয় দলের হেড কোচের ছবি দেখা গিয়েছে তাতে তাঁর সুস্থতা নিয়ে আশঙ্কার কোনও লক্ষণ নেই।

রবিবারের ম্যাচে থাকবেন?

রবিবারের ম্যাচে থাকবেন?

রবিবার ভারত-শ্রীলঙ্কা তৃতীয় একদিনের আন্তর্জাতিক। তারপর ১৮ জানুয়ারি থেকে ভারত-নিউজিল্যান্ড তিন ম্য়াচের ওডিআই সিরিজ রয়েছে। এই পরিস্থিতিতে দ্রাবিড় চলতি সিরিজের শেষ ম্যাচে ভারতীয় দলের ড্রেসিংরুমে থাকবেন কিনা তা নিয়ে চলছে জল্পনা। যদিও সূত্রের খবর, দ্রাবিড় কাল, অর্থাৎ শনিবার ত্রিবান্দ্রমে ভারতীয় দলের প্র্যাকটিসে হাজির থাকবেন। বিসিসিআইয়ের তরফে অবশ্য এখনও কিছু জানানো হয়নি।উল্লেখ্য, গতকাল ইডেনে ভারত ৪০ বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তুলেছিল ৩৯.৪ ওভারে ২১৫ রান। নুয়ানিন্দু ফার্নান্দো সর্বাধিক ৫০ রান করেন। মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব নেন ৩টি করে উইকেট। জবাবে ভারত ৪৩.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ১০৩ বলে ৬৪ করে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। ম্যাচের সেরা কুলদীপ যাদব।

English summary
Indian Head Coach Rahul Dravid Left For Bengaluru From Kolkata For Health Check-Up. He May Rejoin The Team For Practice On Saturday Ahead Of The Third ODI Against Sri Lanka In Thiruvananthapuram.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X