For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুনীল ছেত্রী এনসিএতে লক্ষ্মণের পাশে বসে খুললেন অভিজ্ঞতার ঝাঁপি! ফিল্ডিং অনুশীলনের ভাইরাল ভিডিও দেখুন

Google Oneindia Bengali News

সুনীল ছেত্রী আচমকাই হাজির বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে। রবিবাসরীয় বিকেলে কাটালেন বেশ কিছুক্ষণ সময়। উপস্থিত ছিলেন এনসিএর ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণও। ফিল্ডিং অনুশীলনে রীতিমতো চ্যালেঞ্জও ছুড়ে দিলেন বিভিন্ন দলের ক্রিকেটারদের। সেই ভিডিও বিসিসিআই শেয়ার করতেই তা ভাইরাল।

সুনীল ছেত্রী এনসিএতে তাক লাগালেন ক্রিকেটীয় দক্ষতায়!

(ছবি- বিসিসিআই/ভারতীয় ক্রিকেট দল)

বেঙ্গালুরুতেই দীর্ঘদিন ধরে বসবাস করছেন ভারতের ফুটবল দলের অধিনায়ক। নেতৃত্ব দিয়ে আসছেন বেঙ্গালুরু এফসিকেও। জানা যায়, ছোটবেলায় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন সুনীল। কিন্তু পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় আঁকড়ে ধরেন ফুটবল। অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে সাফল্যের আলোয় আলোকিত হয়েছেন। ফলে ক্রিকেটের প্রতি একটা টান বরাবরই রয়েছে। ক্রিকেট ব্যাট হাতে কব্জির ব্যবহারে দৃষ্টিনন্দন শটও খেলতে যে পারেন তা আগে দেখা গিয়েছে।

সুনীল ছেত্রী বিরাট কোহলিরও ঘনিষ্ঠ বন্ধু। করোনা লকডাউন চলাকালীন দুজনের ভার্চুয়াল আড্ডায় তাঁদের জীবনের নানা দিক সম্পর্কে অবহিত হন ক্রীড়াপ্রেমীরা। এর আগে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির অনুশীলনের ফাঁকেও বিরাটের সঙ্গে সুনীলের দেখা হয়েছে। সুনীলকে সেখানেও ব্যাট হাতে দেখা গিয়েছে। বিরাটের দিকে ফুটবল স্কিলের চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন। গতকাল সুনীল ছেত্রী ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে হাজির হন। সেখানে ক্রিকেটারদের ফিল্ডিং অনুশীলন চলছিল। বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওয় সুনীলকে যেভাবে থ্রো করতে দেখা গিয়েছে তা কোনও পেশাদার ক্রিকেটারের চেয়ে কোনও অংশে কম নয়।

এনসিএতে উত্তর-পূর্ব রাজ্যগুলির এবং প্লেট দলগুলির ক্রিকেটাররাও ছিলেন। ভিভিএস লক্ষ্মণের উদ্যোগে তাঁদের উজ্জীবিত করতে সুনীল তাঁর ফুটবল জীবনের নানা অভিজ্ঞতার কথাও ওই ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নেন। উল্লেখ্য, ১৭ বছরের ফুটবল জীবনে দেশের হয়ে রেকর্ড সংখ্যক ১২৫টি ম্যাচ এখনও অবধি খেলেছেন সুনীল। ৭৪টি আন্তর্জাতিক গোল রয়েছে। আই লিগ ও আইএসএলেও তাঁর রয়েছে একাধিক নজির।

English summary
Indian Football Captain Sunil Chhetri Visits NCA And Participates In Fielding Competition. He Shares Some Learnings From His Journey In Football With The Boys From North East And Plate Teams.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X