For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমাদের গাঙ্গুলি এমন নয়', ভারতীয় সাংবাদিকের সঙ্গে রামিজ রাজার আচরণকে তুলোধোনা ক্রিকেটপ্রেমীদের

'গাঙ্গুলি এমন নয়', ভারতীয় সাংবাদিকের সঙ্গে রামিজ রাজার আচরণকে তুলোধোনা ক্রিকেটপ্রেমীদের

Google Oneindia Bengali News

রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে হারের পর এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারিয়ে তাঁর সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-র চেয়ারম্যান রামিজ রাজার দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার ১৭০/৬ রানের জবাবে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ১৪৭ রানে। এর পরই স্টেডিয়াম থেকে বের হওয়া রামিজ রাজার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন ভারতীয় সাংবাদিক এবং তার প্রশ্নের জবাবেই মেজাজ হারান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। রামিজের এই আচরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন ওই সাংবাদিক এবং ভারতীয় ক্রিকেটের অনরাগীরা বিসিসিআই সভাপতির প্রসঙ্গ তুলে এনে বলেন, আমাদের গাঙ্গুলি এমন নয়।

কী ঘটেছিল:

ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে ভারতীয় সাংবাদিকটি অতি সাধারণ এবং অত্যন্ত উপযুক্ত প্রশ্ন ওই সময় জিজ্ঞাসা করেছিলেন রামিজকে। তিনি জানতে চেয়েছিলেন, রামিজ রাজা পাকিস্তানের সমর্থকদের কী বার্তা দিতে চান যাঁরা দলের হারে কষ্ট পেয়েছে। প্রাক্তন পাক অধিনায়ক সাধারণ প্রশ্নকে সাধারণ ভাবে নিতে পারেননি। বিশেষ অলৌকিক ক্ষমতার বলে প্রশ্নের কিছু অন্য মানে বুঝতে পেরে তিনি উত্তরে সাংবাদিকটিকে বলেন, "আপনি ভারত থেকে তাই না? আপনাদের মানুষরা তো নিশ্চয়ই খুব খুশি।" এই ঘটনার পর সাংবাদিকের হাত থেকে ফোন কেড়ে নেন রামিজ এবং যদিও পরে তা ফেরৎ দিয়ে দেন। এর পর ওই সাংবাদিক টুইটারে গোটা ভিডিও শেয়ার করে লেখেন, "আমার প্রশ্ন কি ভুল ছিল। পাকিস্তানের সমর্থকেরা কি অখুশি নয়। একটা বোর্ডের চেয়ারম্যান হিসেবে এটা অত্যান্ত খারাপ আচরণ। আমার ফোন আপনার কেড়ে নেওয়া উচিৎ হয়নি।"

আমাদের গাঙ্গুলি এমন নয়:

এই ভিডিওটি দেখার পর এক সমর্থক তা রিটুইট করে লিখেছেন, "আমাদের গাঙ্গুলি (সৌরভ গঙ্গোপাধ্যায়) এমন নয়।" দীর্ঘ দিন ভারতীয় বোর্ডের সভাপতির পদে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়ক যেমন বড় মাপের ক্রিকেটার তেমনই দক্ষ প্রশাসক। কখনও কোনও সাংবাদিক বা সমর্থকের সঙ্গে এই ধরনের দুর্ব্যাবহার মহারাজ করেননি।

ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিৎ:

অপর এক সমর্থক লিখেছেন, "ওর উচিৎ ইউটিউবেই আটকে থাকা। চাপ সামলানোর ক্ষমতা নেই ওর।"

রামিজের এই আচরণকে হতাশার বহিঃপ্রকাশ বলে মজাও করেছেন অনেকে:

এক জন সমর্থক হাসির ইমোজির সঙ্গে টুইট করেছেন, "বেচারা দলের উপর রাগ সাংবাদিকের উপর বের করছে।"

এই আচরণ শোভা পায় না:

অপর এক সমর্থক লিখেছেন, "এই রকম পজিশনে থেকে কারোর এমন আচরণ শোভা পায় না। সাংবাদিকের কাজই প্রশ্ন করা। কারোর ফোন এমন ভাবে নিয়ে নেওয়াটা ঠিক নয় মহাশয়। হার-জিত তো খেলারই অঙ্গ।"

জিআইএফ পোস্ট করে রামিজকে নিয়ে মস্করা:

পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের এই আচরণ যেমন নিন্দিত হয়েছে, তেমনই ট্রোলের জন্য হাতে গরম উপাদন হিসেবে বেরিয়ে এসেছে ভারতীয় সমর্থকদের কাছে। বলিউডের একটি সিনেমার একটি মুহূর্তের জিআইএফ এই ঘটনাকে ব্যাখ্যা করতে পোস্ট করেছেন এক সমর্থক।

English summary
Indian Fans slams Ramiz Raza's reaction towards Indian Journalist. When an Indian Journalist asked for his message towards the nation after loss in Final of Asia Cup 2022 against Sri Lanka, Ramiz Raja totally ignore his question and try to humiliate him.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X