For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় পরিবারকে মনে রাখার মতো আতিথেয়তা পাকিস্তানে, দেখে নিন হৃদয়ে ছুঁয়ে নেওয়ার মতো ভিডিওটি

ভারতীয় পরিবারকে মনে রাখার মতো আতিথেয়তা পাকিস্তানে, দেখে নিন হৃদয়ে ছুঁয়ে নেওয়ার মতো ভিডিওটি

Google Oneindia Bengali News

ভারত এবং পাকিস্তানের সম্পর্কের কথা বললেই প্রথমে সাধারণ মানুষের মনে উঠে আসে একাধিক বিষয়ে দ্বৈরথের কথা। তা সে সীমান্ত সমস্যাই হোক কিংবা খেলার মাঠে যুযুধান দুই প্রতিপক্ষের দ্বৈরথ। রাজনৈতিক তরজা এবং প্রতিদ্বন্দ্বীতামূলক মানসিকতার বাইরের উভয় দেশের নাগরিকদের সীমান্তের উভয় পাশে বসবাসকারী মানুষদের জন্য মনে প্রেম-ভালবাসা, ভাতৃবোধ রয়েছে তা আমরা ভুলে যাই। বুধবার সেই ভাতৃত্ববোধের আরও এক প্রমাণ উঠে এল বিশ্ববাসীর কাছে।

পাকিস্তানে আতিথেয়তা গ্রহণ ভারতীয় পরিবারের:

মেয়ের আন্তর্জাতিক টেনিস ম্যাচের জন্য ভারত থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গিয়েছে একটি পরিবার। সেখানে এক স্থানীয় বাসিন্দাকে লিফটের জন্য অনুরোধ করলে সেই ব্যক্তি তাঁদের পরিচয় পাওয়ার পরই আতিথেয়তার আয়োজন করেন। বিদেশ থেকে আসা একটি পরিবারের সঙ্গে যেমন ব্যবহার করা উচিৎ তেমন ভাবে ওই ভারতীয় পরিবারের আপ্যায়ণ করেন তাহির আহমেদ নামের ওই ব্যক্তি।

ভারতীয় পরিবারটিকে লাঞ্চে আমন্ত্রণ করেন তাহের:

ওই পরিবার ভারত থেকে এসেছে জানার পরই তাঁর অফিসে এসে এক সঙ্গে দুপুরের খাবার খাওয়ার আমন্ত্রণ জানান তাহের। তাঁদের এক সঙ্গে খাবার খাওয়ার সেই ভিডিও টুইটারে শেয়ার করেছেন তাহেরে এক বন্ধু যা বর্তমানে ভাইরাল সামাজিক মাধ্যমে। তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, তাহেরের সঙ্গে হায়দরাবাদি বিরিয়ানি খাচ্ছেন ওই পরিবারের সদস্যরা। তাহের এক বন্ধু ভিডিওটি টুইটারে শেয়ার করে লেখেন, "আমি চাই আমার ভারতী. বন্ধু এবং অনুসরণকারীরা এই ভিডিওটি দেখুন। ভারত থেকে একটি পরিবার পাকিস্তানের ইসলামাবাদে এসেছে নিজের মেয়ের টেনিস ম্যাচের জন্য। সেখানে তাঁদের সঙ্গে দেখা হয় আমার এক বন্ধু তাহেরের এবং তাঁরা তাহেরকে লিফটের জন্য বলেন। এই ভিডিওতে তাঁরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। এটাই আসল পাকিস্তান।" তাহের তাঁর অতিথিদের সঙ্গে মজা করে এ-ও বলেন, "তোমরা বিরাট কোহলিকে দিয়ে দাও, ট্রফি নিয়ে নাও।" চলতি টি ২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান। অপর দিকে, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের।

পাকিস্তানের থেকে আপ্যায়ণ পেয়ে আপ্লুত:

পাকিস্তানের নাগরিকদের থেকে যে এতটা ভাল আপ্যায়ণ তাঁরা পাবেন তা আশা করেননি ইসলামাবাদে আন্তর্জাতিক টেনিস প্রতিযোগীতায় অংশ নিতে আসা মেয়েটি। টুইটারে কয়েক হাজার বার এই ভিডিওটি মানুষ দেখেছে। এক ভারতীয় নাগরিক ভিডিওটিতে নিজের মতামত প্রকাশ করে লিখেছেন, "২০১৮ সালে আমার কাকা যখন লাহোরে গিয়েছিল তখনও একই প্রকার ব্যবহার পেয়েছিলেন। কোনও দোকানি তাঁর থেকে টাকা নিতে চাননি যখন তাঁরা জানতে পারেন তিনি ভারতের নাগরিক। বন্ধুত্ব সব সময়ে জারি থাকবে, যেমন ক্রিকেট নিয়ে মজা মস্করা চলতে থাকে।"

রাজনীতিই আমাদের দূরে রেখেছে:

এক টুইটার ব্যবহারকারী এই ভিডিওটি দেখে মন্তব্যে লিখেছেন, "আমি আপনাদের বলতে পারি দুই দেশের মানুষ সব সময়ই ভাল ছিলে, রাজনীতিই দুই দেশের মানুষকে দূরে সরিয়ে রেখেছে।"

English summary
Indian family recived grand hospitality in Islamabad, Pakistan from a local resident, had Hyderabadi Biriyani together.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X