For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কম করে ১৫০ দিন পরিবার ছেড়ে থাকতেই হবে বিরাটদের, আইপিএল থেকে শুরু

কম করে ১৫০ দিন পরিবার ছেড়ে থাকতেই হবে বিরাটদের, আইপিএল থেকে শুরু

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে পাঁচ মাস ক্রিকেটের বাইরে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। আইপিএলের মাধ্যমে ফের বাইশ গজে খেলতে দেখা যাবে প্রিয় তারকাদের। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা আইপিএল। কার্যত আরও দেড় মাস ব্যাট এবং বল হাতে দেখা যাবে না বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহদের। তবে একবার মাঠে নামলে আর বিশ্রাম পাবেন না টিম ইন্ডিয়ার সদস্যরা। টানা সূচিতে অংশ নিতে হবে তাঁদের। দেখে নেওয়া যাক তার ঝলক।

পরিবারের ছেড়ে ১৫০ দিন

পরিবারের ছেড়ে ১৫০ দিন

এখনও পর্যন্ত যা খবর, করোনা ভাইরাসের আবহে আইপিএলে ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন না তাঁদের পরিবারের সদস্যরা। আইপিএলের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজেও পরিবারকে কাছে পাবেন না বিরাট কোহলিরা। কার্যত ১৫০ দিন দেশের থেকে দূরে কেবল ক্রিকেট নিয়েই পড়ে থাকতে হবে বিরাট কোহলিদের।

কবে শুরু আইপিএল

কবে শুরু আইপিএল

করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে সম্ভবত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। ৮ কিংবা ১০ নভেম্বর শেষ হবে টুর্নামেন্ট। আগামী রবিবার অর্থাৎ ২ অগাস্ট আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করতে পারে বিসিসিআই।

অনেক আগেই আরবে দল

অনেক আগেই আরবে দল

করোনা ভাইরাসের আবহে আইপিএল ঘিরে সংযুক্ত আরব আমিরশাহীতে বেশকিছু বিধি নিষেধ আরোপ করা হতে পারে। সেগুলির সঙ্গে ধাতস্ত হতে এবং প্রায় সাড়ে ছয় মাসের জড়তা কাটাতে ১০ অগাস্ট আরবে পৌঁছে যেতে পারে চেন্নাই সুপার কিংস। ১৯ কিংবা ২০ অগাস্ট দুবাই পৌঁছতে পারে কলকাতা নাইট রাইডার্স। বাক দলগুলি ২৫ কিংবা ২৬ অগাস্ট আমিরশাহীতে পৌঁছতে পারে বলে খবর।

অস্ট্রেলিয়া সফর

অস্ট্রেলিয়া সফর

বিসিসিআই সূত্রে খবর, আইপিএল শেষ হলে দুবাই থেকেই অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন ভারতীয় ক্রিকেটাররা। ৩ ডিসেম্বর থেকে দুই দলের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। ৭ জানুযারি শেষ হবে ওই দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ। ১২ জানুয়ারি থেকে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। বিসিসিআই সূত্রে খবর, ১২ নভেম্বর অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন বিরাট কোহলিরা।

আমিরশাহীতে আইপিএল, ২৪০ পাতার গাইডলাইন বিসিসিআইয়েরআমিরশাহীতে আইপিএল, ২৪০ পাতার গাইডলাইন বিসিসিআইয়ের

English summary
Indian cricketers will spend 150 days without family, that start from IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X