For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় ক্রিকেটারদের জয়জয়কার, দেখে নিন তালিকা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় ক্রিকেটারদের জয়জয়কার, দেখে নিন তালিকা

  • |
Google Oneindia Bengali News

দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হোয়াইট ওয়াশ করে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ব্যক্তিগত পারফরম্যান্সের তালিকাতেও ভারতীয় ক্রিকেটারদের জয়জয়কার। দেখে নিন সেই পরিসংখ্যান।

সবার ওপরে ভারত

সবার ওপরে ভারত

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে ধুয়েমুছে সাফ করে দেওয়া ভারতীয় ক্রিকেট দল ৩৬০ পয়েন্ট নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ তালিকার প্রথম স্থানে অবস্থান করছে। ঘরের মাঠে পাকিস্তানকে প্রথম টেস্ট হারানো অস্ট্রেলিয়া ১১৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

সেরা ব্যাটসম্যান

সেরা ব্যাটসম্যান

আইসিসি প্রকাশিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যাটসম্যানদের তালিকায় ভারতীয়দের মধ্যে সবার ওপরে রয়েছেন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট থেকে শুরু করে পরপর সাতটি ম্যাচে মোট ৬৭৭ রান করেছেন কর্নাটকী ব্যাটসম্যান। সমপরিমাণ ম্যাচ খেলে ৬২৪ রান করা অজিঙ্ক রাহানে ভারতীয়দের তালিকায় রয়েছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (৫৮৯ রান)। ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম একাদশে সুযোগ না পেয়েও দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে দুটি শতরান ও একটি দ্বিশতরান সহ ৫ ম্যাচে ৫৫৬ রান করেছেন রোহিত শর্মা।

বিশ্বে সেরা

বিশ্বে সেরা

ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে অ্যাসেজ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথের ৭৭৮ রান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত সর্বাধিক। যদিও দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ব্যাট জ্বলে ওঠেনি।

ভারতীয় বোলাররা

ভারতীয় বোলাররা

আইসিসি প্রকাশিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বোলারদের তালিকায় ভারতীয়দের মধ্যে সবার ওপরে আছেন মহম্মদ শামি। সাতটি টেস্ট খেলে ৩১ জন ব্যাটসম্যানকে আউট করেছেন বাংলার পেসার। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা ইশান্ত শর্মা ও উমেশ যাদব যথাক্রমে ২৫ ও ২৩টি করে উইকেট নিয়েছেন।

বিশ্বে প্রথম

বিশ্বে প্রথম

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কমিন্স ৬টি টেস্ট ম্যাচে ৩৪টি উইকেট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার শীর্ষে রয়েছেন।

English summary
Indian cricketers on top of the list of World Test Championship
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X