For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসি ক্রমতালিকায় ৯ ধাপ উঠলেন ভুবনেশ্বর, স্থান ধরে রাখলেন বিরাট

আইসিসি ক্রমতালিকায় ৯ ধাপ উঠলেন ভুবনেশ্বর

  • |
Google Oneindia Bengali News

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে-তে দুর্দান্ত পারফরম্যান্সের ফল পেলেন ভুবনেশ্বর কুমার। একলপ্তে আইসিসি ক্রম তালিকায় অনেকটা উঠলেন ভারতীয় ফাস্ট বোলার। ক্রম তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ভারতের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজে ঝকঝকে পারফরম্য়ান্সের পুরস্কার পেলেন ইংল্যান্ডের বেন স্টোকস।

৯ ধাপ উঠলেন ভুবনেশ্বর

৯ ধাপ উঠলেন ভুবনেশ্বর

চোটের কারণে প্রায় ছয় মায় বাইশ গজের বাইরে থাকা ভুবনেশ্বর কুমার ভারতীয় দলে ফিরেই নিজেকে প্রমাণ করলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ৬ উইকেট নেন ডান হাতি ফাস্ট বোলার। এর জেরে ৯ ধাপ উঠে আইসিসি ওয়ান ডে ক্রমতালিকার একাদশতম স্থানে এসে দম নিলেন ভুবি। তালিকার শীর্ষে নিজের জায়গা ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে আফগানিস্তানের মুজিব উর রহমান ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। চতুর্থ স্থানে অবস্থান করছেন ভারতের জসপ্রীত বুমরাহ। বাংলাদেশের মেহেদি হাসান ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা যথাক্রমে ক্রমতালিকার পঞ্চম ও ষষ্ঠ স্থানে অবস্থান করছেন।

জায়গা ধরে রাখলেন বিরাট ও রোহিত

জায়গা ধরে রাখলেন বিরাট ও রোহিত

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ব্যাট হাতে জ্বলে ওঠা বিরাট কোহলি আইসিসি ক্রমতালিকার শীর্ষ স্থান ধরে রেখেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বাবর আজম। তৃতীয় স্থানে নিজের জায়গা ধরে রেখেছেন রোহিত শর্মা। অন্যদিকে ওয়ান ক্রমতালিকার অল রাউন্ডার বিভাগে শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান। ভারতের বিরুদ্ধে তাদের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের বেন স্টোকস। তালিকার নবম স্থানে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

টি২০ ক্রমতালিকায় বিরাটের পতন

টি২০ ক্রমতালিকায় বিরাটের পতন

আইসিসি-র সদ্য প্রকাশিত টি২০ ক্রমতালিকায় এক ধাপ নেমেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার কেএল রাহুল। চার থেকে পাঁচে নেমে এসেছন বিরাট। পাঁচ থেকে ছয়ে নেমে এসেছেন রাহুল। ক্রমতালিকার চতুর্থ স্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। তালিকার শীর্ষ তিন স্থানে রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের ডেভিড মালান, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও পাকিস্তানের বাবর আজম।

টেস্ট তালিকায় অপরিবর্তিত অশ্বিন

টেস্ট তালিকায় অপরিবর্তিত অশ্বিন

আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ক্রমতালিকার দ্বিতীয় স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন ভারতের রবিচন্দ্রণ অশ্বিন তালিকার শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন প্যাট কামিন্স। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে ক্রমতালিকার অষ্টম স্থানে উঠে এসেছেন জেসন হোল্ডার।

আইপিএল ২০২১-এ কেমন একাদশ সাজিয়ে মাঠে নামতে পারে কেকেআরআইপিএল ২০২১-এ কেমন একাদশ সাজিয়ে মাঠে নামতে পারে কেকেআর

English summary
Indian cricketers moves up to the ODI and T20 ranking of ICC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X