For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋদ্ধিমানের পাশে দাঁড়িয়ে অভিযুক্ত সাংবাদিকের বিরুদ্ধে বিসিসিআইকে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানাল আইসিএ

ঋদ্ধিমানের পাশে দাঁড়িয়ে অভিযুক্ত সাংবাদিকের বিরুদ্ধে বিসিসিআইকে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানাল আইসিএ

Google Oneindia Bengali News

ঋদ্ধিমান সাহাকে হুমকি দিয়ে খবরের শিরোনামে জনৈক সাংবাদিক। কে সেই ব্যক্তি তা সহজে অনুমেয় হলেও এখনও সরকারী ভাবে সেই সাংবাদিকের নাম প্রকাশ্যে আনেননি ঋদ্ধি। ভারতীয় দলের এই তারকা বর্ষীয়ান উইকেটরক্ষককে হুমকি দিয়ে বার্তা প্রেরণা করার এই ঘটনাকে একেবারেই ভাল ভাবে দেখছে না দেশের ক্রীড়া মহল। বীরেন্দ্র শেহওয়াগ, হরভজন সিং-এর মতো ভারতীয় ক্রিকেটের নক্ষত্ররা পাশে দাঁড়িয়েছেন ঋদ্ধিমানের। সর্বপরি দেশের ক্রীড়াপ্রেমীরা এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

ঋদ্ধিমানের পাশে দাঁড়িয়ে অভিযুক্ত সাংবাদিকের বিরুদ্ধে বিসিসিআইকে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানাল আইসিএ

এ বার এই ঘটনায় ঋদ্ধিমান সাহা পাশে পেলেন ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে। মৌখিকভাবে আগেই ঋদ্ধির পাশে দাঁড়িয়ে ওই সাংবাদিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন, এবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে ঋদ্ধির পাশে থাকার বার্তা দিলেন এই সংস্থা।

বুধবার ভারতীয় দলের এই তারকা উইকেটরক্ষকের পাশে দাঁড়িয়ে সংস্থার সভাপতি অশোক মালহোত্রা বলেছেন, "আমরা মানি যে আমাদের খেলার উন্নতিতে এবং ক্রিকেটারদের উন্নতিতে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে কিন্তু সেখানেই একটা সীমারেখা রয়েছে যেটা অতিক্রম করা একেবারেই উচিৎ নয়। সাহার ক্ষেত্রে যেটা ঘটেছে তা কখনওই মেনে নেওয়া যায় না এবং আমরা অন্যান্য সংবাদমাধ্যমের কাছেও অনুরোধ যাতে তারা এই বিষয়কে তুলে ধরে এবং নিশ্চিত করে যে এই রকমটা আর কখনও অন্য কোনও ক্রিকেটারের এমন পরিস্থিতির সম্মুখীন না হতে হয়। আইসিএ-তে আমাদের লক্ষ্য থাকে প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের স্বার্থ রক্ষা করা। এমন ব্যবহার আমরা কারোর থেকেই মেনে নিতে পারি না, সেই যে সাংবাদিকই হোন না কেন। আমরা সাহার সঙ্গে আছি এবং তাঁকে অনুরোধ করছি যাতে ওই সংবাদিকের নাম সে প্রকাশে আনে। বিসিসিআই যদি ওই সাংবাদিকের অ্যাকরিডিটেশন বাতিল করে তা হলে সম্পূর্ণ ভাবে আমরা তাদের পাশে থাকব।"

এই সংস্থার সচিব ঋষিকেশ মজুমদার বলেছেন, "সাহার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। মিডিয়া বা অন্য কেই কোনও ক্রিকেটারকে এই রকম ভাবে হুমকি দিতে পারে না। সংবাদমাধ্যমের কাছেও আমাদের অনুরোধ তারা এগিয়ে এসে যেন ঋদ্ধিমানের পাশে দাঁড়ায় এবং নিশ্চিত করে যাতে এই ধরনের ঘটনা আর কখনও না ঘটে।"

উল্লেখ্য, বীরুও সাহাকে উৎসাহিত করেছে ওই সাংবাদিকের নাম সামনে আনার জন্য। রবি শাস্ত্রী কিছু দিন আগে টুইট করে এই বিষয়ে ঋদ্ধিমানে পাশে দাঁড়িয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি করেছেন।

English summary
Indian Cricketers' Association deeply condemns threat to veteran wicketkeeper Wriddhiman Saha. IN a press release ICA urged BCCI to take appropriate action against the so called reputed journalist and also requested wriddhiman saha to disclose the name of the journalist.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X