For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল শুরুর আগে অবসর নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন ভারতীয় ক্রিকেটার

আইপিএল শুরুর আগে অবসর নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন ভারতীয় ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

আইপিএল শুরু হতে কয়েকদিনের অপেক্ষা। তার আগে হঠাৎ করে অবসর জল্পনা উসকে দিলেন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। এবছর আইপিএল ২০২০তে দল পাননি মনোজ। করোনা ধাক্কায় ঘরোয়া মরসুম হবে কিনা,সেই নিয়ে সংশয়ে রয়েছে। কোভিড ধাক্কায় বছরভর ক্রিকেট বন্ধের পর ভারতের মাটিতে কবে বল গড়াবে জানা নেই। এমন পরিস্থিতির মাঝে প্রাক্তন বঙ্গ অধিনায়ক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। যে পোস্টের পরই মনোজ তিওয়ারি অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

লকডাউনের দুপুরে মনোজের পোস্ট

লকডাউনের দুপুরে মনোজের পোস্ট

শুক্রবার লকডাউনের দুপুরে মনোজ তিওয়ারি টুইটে ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। টুইটে মনোজ লেখেন, 'আমার মতো অনেকেই রয়েছেন যারা পরিশ্রমী ক্রিকেটার, কিন্তু কর্তাদের প্রত্যাশা পূরণ করতে পারছি না। পরিস্থিতি বদলাবে এই আশার আর কতদিন থাকব?'

মনোজ আরও যা লিখেছেন

মনোজ আরও যা লিখেছেন

সঙ্গে মনোজ তিওয়ারি আরও লেখেন, 'কেরিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। পরিশ্রমের পরও জাতীয় দলে কেন সুযোগ আসে না, উত্তর খুঁজে পাই না। নিজেকে কীভাবে এগিয়ে নিয়ে যাব, সামনে কোনও টার্গেট না থাকলে নিজেকে কীভাবে মোটিভেট করব?'

করোনা ধাক্কার কারণেই কী অবসর নিয়ে ভাবনা?

করোনা ধাক্কার কারণেই কী অবসর নিয়ে ভাবনা?

করোনা ধাক্কায় ঘরোয়া ক্রিকেট এখন বিশ বাঁও জলে। কোভিড সংকটে ভারতীয় ক্রিকেট বোর্ড ঘরোয়া ক্রিকেট বাতিল করবে বলেও ইঙ্গিত রয়েছে। ফলে আগামী মরসুমের বাংলার হয়ে মনোজের মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে। এই নিয়ে মনোজ এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, 'ঘরোয়া ক্রিকেট হবে কিনা সেটা পরিষ্কার নয়। তাই ভবিষ্যৎ কী হবে, কেউ জানি না। তবে অবসরের চিন্তা মাথায় রয়েছে।'

চেন্নাই যেতে পারেন বলে গুঞ্জন

চেন্নাই যেতে পারেন বলে গুঞ্জন

চেন্নাই সুপার কিংস দল থেকে সুরেশ রায়না দেশে ফিরে আসার পর পরিবর্ত ক্রিকেটার হিসেবে মনোজ তিওয়ারি হলুদ জার্সি পড়তে চলেছেন বলে গুঞ্জন শুরু হয়েছিল। যদিও চেন্নাই শিবির থেকে সরকারিভাবে এই নিয়ে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।

ধারাভাষ্যে মনোজ

ধারাভাষ্যে মনোজ

আসন্ন আইপিএলে বাংলায় ধারাভাষ্য দেওয়ার ব্রডকাস্টার চ্যানেলের কাছ থেকে মনোজ প্রস্তাব পেয়েছেন। মুম্বই নয়, কলকাতায় বাড়ি থেকেই সেই কাজ তিনি করতে পারবেন। আইপিএল নিয়ে সেইদিকেই এখন ফোকাস করছেন তিওয়ারি।

English summary
Indian Cricketer and Bengal Ranji Team's Former Captain Manoj Tiwary hints for Retirement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X