For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুটে নতুন দুই পালক, রেকর্ডে রথী-মহারথীদের ছাপিয়ে গেলেন কিংবদন্তি মিতালি রাজ

ক্রিকেট কেরিয়ারে ২০ হাজার রান পেরিয়ে গেলেন ভারতীয় কিংবদন্তি মিতালি রাজ|

  • |
Google Oneindia Bengali News

৫০ ওভারের ফর্ম্যাটে আইসিসি ক্রমতালিকার শীর্ষ স্থান কীভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছেন, তা আরও একবার প্রমাণ করলেন মিতালি রাজ। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে তাদেরই মাটিতে অসাধারণ ব্যাটিং করে ক্রিকেট বিশ্বের মন জয় করার পাশাপাশি নয়া রেকর্ডের মালকিন হয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। বিশ্ব ক্রিকেটের রথী-মহারথীদের তিনি ছাপিয়ে গিয়েছেন। টানা পাঁচটি ওয়ান ডে ইনিংসে অর্ধশতরান হাঁকিয়ে নতুন নজিরও গড়েছেন রাজ।

মুকুটে নতুন দুই পালক, রেকর্ডে রথী-মহারথীদের ছাপিয়ে গেলেন কিংবদন্তি মিতালি রাজ

কয়েক মাস আগেই ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দল। যেখানে অসাধারণ ব্যাটিং করেছিলেন মিতালি রাজ। মহিলাদের আন্তজার্তিক ক্রিকেট সর্বাধিক রানের অধিকারী হয়েছিলেন ভারত অধিনায়ক। পেরিয়ে গিয়েছিলেন ১০ হাজার আন্তর্জাতিক রানের গণ্ডী। মঙ্গলবার থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়া সফরে মিতালি রাজের মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক। আন্তর্জাতিক, ঘরোয়া ক্রিকেট মিলিয়ে কেরিয়ারে ২০ হাজার রানের গণ্ডী পেরিয়ে গিয়েছেন কিংবদন্তি। এমন রেকর্ড বিশ্ব ক্রিকেটের অনেক রখী-মহারথীর ঝুলিতে নেই।

ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে দেশের হয়ে ৩১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মিতালি রাজ ১০,৩৩৭ রান করেছেন এবং এখনও খেলে চলেছেন। মহিলা ক্রিকেটে বিশ্বের অন্য কোনও ক্রিকেটারের ঝুলিতে এত সংখ্যক আন্তর্জাতিক রান নেই। যেভাবে এগোচ্ছেন, তাতে ৩৮ বছরের মিতালি কোথায় থামবেন, তা দেখতে মুখিয়ে রয়েছে বিশ্ব।

ম্যাককে-র হারুপ পার্কে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে হেরে যান ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অজিরা। পিচের প্রাথমিক জড়তার সুযোগ নিয়ে ভারতীয় ওপেনারদের দ্রুত সাজঘরে ফিরিয়ে দেন অস্ট্রেলিয়ার বোলাররা। ৮ রান করে আউট হন শেফালি ভার্মা। ১৬ রানের বেশি করতে পারেননি স্মৃতি মান্ধানা। তিন নম্বরে ব্যাট করতে নামা ইয়াসতিকা ভাটিয়া ৩৫ রান করে আউট হন।

কঠিন সময়ে আবারও জ্বলে ওঠা মিতালি রাজ। হরমনপ্রীত কৌরের অনুপস্থিতি অনুভূত হলেও শূন্যস্থান পূরণের মরিয়া চেষ্টা কবেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। ১০৭ বলে ৬১ রানের ঠান্ডা মাথার অধিনায়কোচিত ইনিংস খেলেন মিতালি। তিনটি চার আসে তাঁর ব্যাট থেকে। টানা পাঁচটি ৫০ ওভারের ম্যাচে অর্ধশতরান করে আরও একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন রাজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ৭৯ রানের পর ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে তিনটি ওয়ান ডে-তে যথাক্রমে ৭২, ৫৯ ও অপরাজিত ৭৫ রান করেছিলেন মিতালি।

পরের দিকে ক্রিজে আসা ব্যাটসম্যানরা দলকে শক্ত ভিতের ওপর খাড়া করতে ব্যর্থ হন। বাঙালি উইকেটরক্ষক রিচা ঘোষের ৩২ ও ফাস্ট বোলার ঝুলন গোস্বামীর লড়াকু ২০ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৫ রানে পৌঁছতে সক্ষম হয় ভারতের মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের হয়ে ৪ উইকেট নিয়েছেন ডারসি ব্রাউন।

English summary
Indian cricket legend Mithali Raj went past 20 thousands runs in her career
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X