For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে কবে মাঠে নামবে ভারত, কোথায় দেখবেন খেলা, ভারত-পাক ম্যাচই বা কবে, জেনে নিন সমস্ত খুঁটিনাটি

বিশ্বকাপে কবে মাঠে নামবে ভারত, কোথায় দেখবেন মিতালি-ঝুলনদের খেলা, ভারত-পাকিস্তানের ম্যাচই বা কবে, জেনে নিল বিশ্বকাপের সমস্ত খুঁটিনাটি

Google Oneindia Bengali News

শুক্রবার থেকে শুরু হতে চলেছে আইসিসি মহিলা বিশ্বকাপ। নিউজিল্যান্ডে ৪ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়োজক দেশের মহিলা দল। ২৯ দিনের লড়াইয়ে বিশ্ব মহিলা ক্রিকেটের শীর্ষ খেতাব জয়ের জন্য লড়াই চালাবে মোট আটটি দল। এক নজরে দেখে নিন কবে কাদের বিরুদ্ধে বিশ্বকাপে মাঠে নামবে ভারত।

বিশ্বকাপের ভারতের প্রথম ম্যাচ:

বিশ্বকাপের ভারতের প্রথম ম্যাচ:

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মহিলা বিশ্বকাপে অভিযান শুরু করবে ভারত। টুর্নামেন্টের মেগা ম্যাচের দিকে নজর গোটা বিশ্বের। ভারতীয় সময়ে সকাল সাড়ে ৬টায় বে ওভালে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তানের মহিলা দল।

বিশ্বকাপে ভারতের সূচি (ভারতীয় সময় অনুযায়ী):

বিশ্বকাপে ভারতের সূচি (ভারতীয় সময় অনুযায়ী):

৬ মার্চ- ভারত বনাম পাকিস্তান (মাউন্ট মাউনগানুই, সকাল ৬টা ৩০মিনিট)
১০ মার্চ- ভারত বনাম নিউজিল্যান্ড (হ্যামিল্টন, সকাল ৬টা ৩০মিনিট)
১২ মার্চ- ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (হ্যামিল্টন, সকাল ৬টা ৩০মিনিট)
১৬ মার্চ- ভারত বনাম ইংল্যান্ড (মাউন্ট মাউনগানুই, সকাল ৬টা ৩০মিনিট)
১৯ মার্চ- ভারত বনাম অস্ট্রেলিয়া (অকল্যান্ড, সকাল ৬টা ৩০মিনিট)
২২ মার্চ- ভারত বনাম বাংলাদেশ (হ্যামিল্টন, সকাল ৬টা ৩০মিনিট)
২৭ মার্চ- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (ক্রাইস্টচার্চ, সকাল ৬টা ৩০মিনিট)

ভারতের ম্যাচ কোথায় দেখবেন:

ভারতের ম্যাচ কোথায় দেখবেন:

ভারত ছাড়াও শ্রীলঙ্কা, মলদ্বীপ, নেপাল এবং ভূটানে ম্যাচগুলি সম্প্রচারের রাইটস রয়েছে স্টার স্পোর্টস নেটওয়ার্কের কাছে। স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে হটস্টারে এই ম্যাচগুলি দেখা যাবে। শ্রীলঙ্কা, মলদ্বীপ, নেপাল এবং ভূটানের সমর্থকেরা ম্যাচগুলি ইয়াপ টিভি'তেও ম্যাচগুলি দেখতে পারবেন।

ভারতের দল

ভারতের দল

মিতালি রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কউর (সহ-অধিনায়ক), স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, যস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), স্নেহা রানা, ঝুলন গোস্বামী, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, রেনুকা সিং, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), রাজেশ্বরী গায়কোয়ার্ড এবং পুনম যাদব।

যেই মাঠগুলিতে আয়োজিত হবে ম্যাচগুলি:

যেই মাঠগুলিতে আয়োজিত হবে ম্যাচগুলি:

মোট ছয়টি মাঠে অনুষ্ঠিক হবে বিশ্বকাপের ম্যাচগুলি। সেই ছয়টি মাঠ হল, বে ওভাল, ইডেন পার্ক, হাগলে ওভাল, সিডন পার্ক, বেসিন রিজার্ভ, ইউনিভার্সিটি ওভাল

বিশ্বকাপের ফরম্যাট:

বিশ্বকাপের ফরম্যাট:

রাউন্ড রবিন ফরম্যাটে আয়োজিত হবে ২০২২ আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ। প্রতিটা দল একে অন্যের বিরুদ্ধে খেলবে এই ফরম্যাটে। প্রতিটা দলের ম্যাচ সম্পূর্ণ হওয়ার পর শীর্ষ চারটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে। সেমিফাইনালের দুই বিজয়ী বিশ্বকাপ ফাইনালে ৩ এপ্রিল মুখোমুখি হবে ক্রাইস্টচার্চের হাগলে ওভালে।

English summary
Indian cricket fans need to know all these facts about fortcoming ICC Women World cup 2022-03-01
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X