For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের স্মৃতিচারণায় শাস্ত্রী

বৃহস্পতিবার বিশ্বকাপে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ডুয়েল। ম্যাঞ্চেস্টারে মুখোমুখি হচ্ছে কোহলি-গেইলরা। সেই ম্যাচের আগে ১৯৮৩ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের জয়ের স্মৃতিচারণায় রবি শাস্ত্রী

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার বিশ্বকাপে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ডুয়েল। ম্যাঞ্চেস্টারে মুখোমুখি হচ্ছে কোহলি-গেইলরা। সেই ম্যাচের আগে ১৯৮৩ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের জয়ের স্মৃতিচারণায় রবি শাস্ত্রী।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের স্মৃতিচারণায় শাস্ত্রী

১৯৮৩ সালে, বিশ্বকাপে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জিতেছিল ভারতীয় দল। সেই জয় এসেছিল ম্যাঞ্চেস্টারের মাঠে। ঐতিহাসিক এই মাঠেই বৃহস্পতিবার গেইলদের বিরুদ্ধে খেলতে নামবে কোহলি-ধোনিরা।

স্মৃতির পাতায় ফিরে গিয়ে ১৯৮৩- বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাঞ্চেস্টারে গ্রুপের ম্যাচে হারানো প্রসঙ্গে ভারতীয় দলের কোচ বলেন, 'বিশ্বকাপের মঞ্চে ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী ক্রিকেট খেলিয়ে দেশের বিরুদ্ধে সেবার প্রথমবারের জন্য জয়ের স্বাদ পেয়েছিল ভারত। সেই জয়ই ভারতীয় ক্রিকেটে জোয়ার এনে দিয়েছিল।'

কোহলিদের হেডস্যার এক ইন্টারভিউতে বলেছেন, '৩৬ বছর আগে এই জয় ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছিল। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ জিতেই ১৯৮৩ বিশ্বকাপ জয়ের জার্নি শুরু করেছিল ভারত।'

প্রসঙ্গত ১৯৭৫ সাল থেকে বিশ্বকাপ খেলছে ভারতীয় দল। ১৯৭৯ বিশ্বকাপে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ খেলে ভারত। সেই ম্যাচ হেরেছিল ভারতীয় দল। ১৯৮৩ বিশ্বকাপে এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জিতে অভিযান শুরু করে কপিলে দেবের দল। গ্রুপের প্রথম ম্যাচে ম্যাঞ্চেস্টারে সেদিন (৬০ ওভারের ম্যাচে)২৬২ রান তুলেছিল ভারতীয় দল। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয় ২২৮ রানে। ভারত ম্যাচ জিতেছিল ৩৪ রানে।

English summary
indian coach Ravi Shastri recalls the ind vs wi match at manchester in 1983 World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X