গাব্বায় টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত বিগ বি থেকে কিং খান, গদগদ বি টাউন
গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতু্র্থ টেস্ট জিতে ২-১ ব্যবধানে বর্ডা-গাভাসকর ট্রফি জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। অজিঙ্ক রাহানে নেতৃত্বাধীন তরুণ টিম ইন্ডিয়ার কৃতিত্বে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। উচ্ছ্বসিত হয়েছেন ভারতীয় চলচ্চিত্র তারকা এবং সেলেব্রিটিরা। সোশ্যাল মিডিয়ায় টিম রাহানেকে শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন থেকে বাদশা শাহরুখ খান।
|
অমিতাভ বচ্চন
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেট দলের দুর্দান্ত টেস্ট সিরিজ জয়ে উচ্ছ্বসিত হয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন। চোট-আঘাত থেকে বৈষম্যমূলক আচরণকে হারিয়ে টিম ইন্ডিয়ার এই উত্থানকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন শাহেনশা।
|
শাহরুখ খান
ক্যাঙারুর দেশে ভারতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাহরুখ খান। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে গাব্বা টেস্টের পঞ্চম দিনের হাড্ডাহাড্ডি লড়াই দেখে তিনি রোমাঞ্চিত হয়েছেন বলে জানিয়েছেন কিং খান। সবশেষে বলেছেন, 'চাক দে ইন্ডিয়া'।
|
অক্ষয় কুমার
দেশের বাকি সেলেব্রিটিদের মতো অজিভূমে ভারতের ঐতিহাসিক টেস্ট জয়ে উচ্ছ্বসিত হয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। সব বাধা পেরিয়ে টিম ইন্ডিয়ার এই জয় চিরস্মরণীয় বলে জানিয়েছেন খিলাড়ি।
রনবীর সিং
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের টেস্ট জয়ে গর্বিত হয়েছেন অভিনেতা রনবীর সিং। তাঁর মতে, এই জয় ঐতিহাসিক।
|
করণ জোহর
চলচ্চিত্র পরিচালক করণ জোহর ভারতের এই ঐতিহাসিক জয়ে এতটাই প্রভাবিত হয়েছেন যে নিজের এক সিনেমাক ক্লিপিংস পোস্ট করে তা বাখ্যা করেছেন। বিজয়ী টিম ইন্ডিয়াকে তিনি শুভেচ্ছাও জানিয়েছেন।
|
প্রীতি জিন্টা
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের অনবদ্য জয়ে উচ্ছ্বসিত হয়েছন অভিনেত্রী তথা কিংস ইলেভেন পাঞ্জাবের মালকিন প্রীতি জিন্টা। একই সঙ্গে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার এক নম্বর স্থানে উঠে আসা অজিঙ্ক রাহানে শিবিরকে অভিনন্দন জানিয়েছেন তারকা।

ক্যাঙারুর দেশে সৌরভকে টপকে বিরাট ও বেদীর ক্লাবে প্রবেশ রাহানের! কী বলছে পরিসংখ্যান