অসুস্থ সৌরভের চিকিৎসা করতে অ্যাপোলোতে এলেন দেবী শেঠি, মহারাজের খোঁজ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বুধবারই শারীরিক অস্বস্তির কারণের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর কাল বিসিসিআই সভাপতির একাধিক টেস্ট হয়েছে। চলতি মাসের ২ জানুয়ারি সৌরভ বুকে ব্যথা নিয়ে হাসাপাতালে ভর্তি হলে তাঁর হৃদপিণ্ডে তিনটি ধমনীতে ব্লকেজ ধরা পড়েছিল, যার ১টি সেন্ট স্থাপন করা হয়। ৯৫ শতাংশ ব্লকেজ হওয়া ধমনীতে সেন্ট স্থাপানের পর এখনও দুটি ব্লকেজ ধমনীতে সেন্ট স্থাপন করতে হবে। এদিন সৌরভকে দেখতে সকালের বিমানে রওনা দিয়ে, দুপুর ১২. ২০ মিনিটে বিশিষ্ট হার্ট সার্জেন দেবী শেঠি অ্যাপোলোতে পৌঁছলেন।


এর আগে উইল্যান্ডসে ভর্তি হওয়ার সময় তাঁর অধীনে চিকিৎসা হয়েছিল। কলকাতার বিশিষ্ট ডাক্তারদের পাশাপাশি ভিন রাজ্য থেকে দেবী শেঠি ভিডিও কলের মাধ্যমে সৌরভের সমস্ত রিপোর্ট দেখেছিলেন। কলকাতার ডাক্তারদের পাশাপাশি এবার শুরু থেকে দেবী শেঠির অধীনে মহারাজের চিকিৎসরা শুরু হবে। দেবী শেঠির পাশাপাশি আরেক বিশিষ্ট হার্ট সার্জেন অশ্বিন মেহেতারও আশার কথা রয়েছে। আজ সৌরভের সমস্ত রিপোর্ট দেখে, সৌরভের হৃদপিণ্ডে দ্বিতীয় সেন্ট বসানো হবে কিনা, দেবী শেঠি সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে হাসপাতাল সূত্র জানা গিয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার সকালে সৌরভের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মততা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর রাতে ভালো ঘুম হয়েছে সৌরভের। এদিন তিনি কেমন রয়েছেন, খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। বিকেলে সৌরভকে দেখতে তিনি অ্যাপোলেতে যেতে পারেন বলে খবর।