For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোহলির পাশেই রোহিত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতে দিলেন বিরাট-বার্তা

  • |
Google Oneindia Bengali News

বিরাট কোহলি ২০১৯ সালের নভেম্বরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে শতরান পাননি। গতকালের ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের তিনটি ম্যাচে সাকুল্যে ২৬ রান এসেছে প্রাক্তন ভারত অধিনায়কের ব্যাট থেকে। ধারাবাহিকতার অভাব। এই পরিস্থিতিতে বিরাটের পাশেই রয়েছেন রোহিত শর্মা।

বিরাট কোহলির পাশেই দাঁড়ালেন রোহিত শর্মা

বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মার দূরত্ব নিয়ে নানা সময় জল্পনা ছড়িয়েছে ভারতীয় ক্রিকেটে। বিরাটের থেকে একদিনের ক্যাপ্টেন্সি কেড়ে রোহিতকে অধিনায়ক করার পর সেই চর্চা তুঙ্গে ওঠে। এমনকী রোহিতকে বিরাট প্রকাশ্যে শুভেচ্ছাও জানাননি। তা সত্ত্বেও খারাপ সময়ে বিরাটের ঢাল হিসেবে দাঁড়ালেন খোদ রোহিত। ২০১৫ সালের পর এই প্রথম কোনও একদিনের সিরিজে এত কম রান করেছেন বিরাট। যদিও তাঁর ফর্ম নিয়ে ভারতীয় শিবির মোটেই চিন্তিত নয় বলেই দাবি অধিনায়কের। উল্লেখ্য, এই প্রথম একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ভারত ৩-০ ব্যবধানে হারাল। পাকাপাকি অধিনায়ক হওয়ার পর রোহিতের নেতৃত্বে এটিই ভারতের প্রথম একদিনের আন্তর্জাতিক সিরিজ জয়। দক্ষিণ আফ্রিকায় পরাজয়ের পর যা নিশ্চিতভাবেই স্বস্তি দিচ্ছে ভারতীয় শিবিরকে।

বিরাট কোহলির পাশেই দাঁড়ালেন রোহিত শর্মা

ভারতীয় দলের তরফে বিরাট কোহলির আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কী জরুরি? এমন প্রশ্নের উত্তরে হেসে রোহিত বলেন, বিরাট কোহলির কি আত্মবিশ্বাস বাড়ানোর প্রয়োজন রয়েছে? যদি বিরাটেরই আত্মবিশ্বাস বাড়ানোর দরকার হয়, তাহলে এই দলে আত্মবিশ্বাসী কে বা কারা? এটা ঠিক বিরাট দীর্ঘদিন শতরান পাচ্ছেন না। কিন্তু অর্ধশতরান তো করছেন। দক্ষিণ আফ্রিকাতেও তিনটি একদিনের আন্তর্জাতিকের দুটিতে হাফ সেঞ্চুরি রয়েছে। তাঁর আত্মবিশ্বাস বাড়ানোর কোনও প্রয়োজনই নেই। বিরাটের সব কিছুই ঠিক রয়েছে। তাঁর ফর্ম নিয়ে একেবারেই উদ্বিগ্ন নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

বিরাট কোহলির পাশেই দাঁড়ালেন রোহিত শর্মা

বিরাট কোহলির ব্যাটিং টেকনিকে কোনও সমস্যা নেই বলে মনে করেন সুনীল গাভাসকরও। তাঁর কথায়, বিরাট ভাগ্যের সহায়তা পাচ্ছেন না। প্রথম ভুল করলে সেটিতেই আউট হয়ে যাচ্ছেন। তবু বিরাটকে সচিন তেন্ডুলকরের কাছে গিয়ে পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন সানি। রোহিত শর্মা আরও জানিয়েছেন, বাইরে কী আলোচনা চলছে তা ড্রেসিংরুমে কোনও প্রভাব ফেলে না। প্রতিটি সিরিজেই নির্দিষ্ট কিছু লক্ষ্য স্থির করে ভারত নামছে। সেগুলি ঠিকঠাক থাকছে কিনা সেটিই দেখে নেওয়া হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও যা প্রত্যাশা করা হয়েছিল, সব কিছু পরিকল্পনামাফিকই হয়েছে বলে দাবি রোহিতের। টপ অর্ডার রান না পেলেও মিডল অর্ডার যেভাবে সামাল দিচ্ছে পরিস্থিতি তাতেও সন্তুষ্ট ভারত অধিনায়ক। এটিকেই সিরিজের অন্যতম ইতিবাচক দিক বলে চিহ্নিত করেছেন রোহিত। সিরিজ-সেরা প্রসিদ্ধ কৃষ্ণর প্রশংসাও করেছেন তিনি।

English summary
Indian Captain Rohit Sharma Plays Down Concerns Over Virat Kohli's Form By Saying Team Not Worried. Rohit Has Scored Just 26 Runs In 3 Matches Against West Indies.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X