For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আফগানিস্তানের বিরুদ্ধে একশত-র বেশি রানে জয় তুলে নিল ভারত

আফগানিস্তানের বিরুদ্ধে একশত-র বেশি রানে জয় তুলে নিল ভারত

Google Oneindia Bengali News

আফগানিস্তানের বিরুদ্ধে বড় জয় তুলে নিল ভারতীয় দল। ১০১ রানে আফগান বাহিনীকে পরাস্ত করল ভারত। ভারতের দেওয়া ২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ১১১ রানে। জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে ভারতীয় পেস অ্যাটাককে নেতৃত্ব দেওয়া ভুবনেশ্বর কুমার এই জয়ের অন্যতম কারিগর। ভারতের ২১২/২ রানের জবাবে আফগানিস্তানের ইনিংস শেষ হয়ে গেল ১১১/৮ রানে।

আফগানিস্তানের বিরুদ্ধে একশত-র বেশি রানে জয় তুলে নিল ভারত

বৃহস্পতিবার টসে জিতে ভারতীয় দলকে ব্যাটিং করতে পাঠান আফগানিস্তান দলের অধিনায়ক মহম্মদ নবি। আফগান অধিনায়কের এই সিদ্ধান্ত ঠিক ছিল না ভুল তার জবাব দিতে পারবেন বিশেষজ্ঞরা কিন্তু ভারতীয় দল এই সুযোগকে কাজে লাগাতে কোনও ভুল করেনি। প্রথম উইকেটে ১১৯ রানের পার্টনারশিপ গড়েন কে এল রাহুল এবং বিরাট কোহলি। চলতি এশিয়া কাপে ছন্দে না থাকা কে এল রাহুল এই ম্যাচে ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলেন। রোহিত শর্মা বিশ্রাম নেওয়ায় এই ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেন রাহুল।

তবে, এই ম্যাচটি যাঁর কারণে বেশি মনে থাকবে তিনি বিরাট কোহলি। ১০২১ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে শতরান করলেন বিরাট কোহলি। কেরিয়ারের ৭১তম শতরানটি করলেন বিরাট। ৭০ থেকে ৭১-এ পা দিতে বিরাটের প্রয়োজন পরল ৮৪টি ইনিংস। ৮৩ ইনিংস পর অবশেষে শতরানের দেখা পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বিরাট কোহলি ১২২ রানের অপরাজিত ইনিংস খেলার জন্য নিয়েছেন ৬১টি বল অর্থাৎ ২০০-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। দুবাইয়ের মাঠে ১২টি চার এবং ৬টি ছয় দিয়ে নিজের ইনিংস সাজান বিরাট।

তবে, সূর্যকুমার যাদব এ দিন রান পাননি। প্রথম বলে ছয় হাঁকালেও দ্বিতীয় বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন। বিরাটের সঙ্গে শেষ পর্যন্ত অপরাজিত ছিলে ঋষভ পন্থ (২০*)। আফগানিস্তানের হয়ে দু'টি উইকেটই পান ফারিদ আহমেদ মালিক।

২১৩ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ভারতের কোয়াটিলি বোলিং লাইনের সামনে মুখ থুবড়ে পড়ে আফগানিস্তান। একমাত্র ইব্রাহিম জাডরান ছাড়া কোনও আফগান ব্যাটার ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। জাডরান শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন। তিনি ৫৯ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। আফগানিস্তানের দুই ওপেনার ০ রানে আউট হন, যার মধ্যে রহমানউল্লাহ গুরবাজ গোল্ডেন ডাকে ফেরেন। করিম জানাত করেন ২ রান। নাজিবুল্লাহ জাডরান করন ০ রান। আফগান অধিনায়ক মহম্মদ নবির ব্যাট থেকে আসে ৭ রান। ব্যাটসম্যানরা যেখানে ভারতীয় বোলারদের সামনে ব্যর্থ হয়েছেন সেখানে আফগানিস্তান থেকে উঠে আসা বিশ্বের অন্যতম সেরা দুই স্পিনার রশিদ খান করেন ১৫ রান এবং মুজীব উর রহমান করেন ১৮ রান।

ভারতের হয়ে এই ম্যাচে দুর্ধর্ষ বোলিং করেছেন ভুবনেশ্বর কুমার। ভুবি একাই পাঁচ উইকেট সংগ্রহ করেছেন। ৪ ওভারে ১টি মেডেন সহ মাত্র ৪ রান খরচ করে ৫ উইকেট সংগ্রহ করেন তিনি। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, অর্শদীপ সিং এবং দীপক হুডা।

English summary
India won against Afghanistan by 101 runs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X