For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয়ের ধারা অব্যাহত, এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয় ভারতের

জয়ের ধারা অব্যাহত, এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয় ভারতের

Google Oneindia Bengali News

এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে ভারতীয় মহিলা দল। প্রথম ম্যাচে ৩৪ রানে জয়ের পর ডাম্বুলায় শ্রীলঙ্কার মহিলা দলকে দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে পরাজিত করল হরমনপ্রীত কউইরের দল।

জয়ের ধারা অব্যাহত, এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয় ভারতের

শনিবার টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা মহিলা দলের অধিনায়ক চামারি আথাপাথথু। মাস্ট উইন ম্যাচে শুরুটা খারাপ করেনি শ্রীলঙ্কা। আথাপাথথু এবং বিশ্মি গুণরত্নে প্রথম উইকেটে ৮৭ রানের পার্টনারশিপ গড়েন। বিস্মি করেন ৪৫ রান এবং চামারির ব্যাট থেকে আসে ৪৩ রান। দুই ব্যাটারই অল্পের জন্য হাতছাড়া করেন অর্ধ-শতরান। কিন্তু অধিনায়ক প্যাভিলিয়নে ফেরার সঙ্গেই হুড়মুরিয়ে ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। এই দুই ওপেনার ছাড়া আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রান পর্যন্ত করতে পারেননি। ৮৭/১ থেকে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ১২৫/৭ রানে। দীপ্তি শর্মা নেন দু'টি উইকেট। একটি করে উইকেট নেন রেণুকা সিং, রাধা যাদব, পূজা ভাস্ত্রকর এবং হরমনপ্রীত কউর।

১২৬ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। রান তাড়া করতে নেম স্মৃতি মন্দনা ৩৯ রান করেন ভারতের হয়ে। ১৭ রান করেন অপর ওপেনার শেফালি বর্মা। সাব্বিনেনি মেঘনার ব্যাট থেকেও আসে ১৭ রান। শেষ পর্যন্ত ৩১ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক হরমনপ্রীত কউর।

শ্রীলঙ্কার হয়ে দু'টি করে উইকেট নেন ওসাদি রণসিংঘি এবং ইনোকা রণবীরা। একটি উইকেট পান সুগন্দিকা কুমারি। তৃতীয় ম্যাচে এই ছন্দ ধরে রাখতে পারলে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার মহিলা দলকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব অর্জন করবে ভারত। এমনিতেও এই সিরিজ জয় কোনও কৃতিত্বের থেকে কম নয় কারণ শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কার মহিলা দলকে হারানো সহজ বিষয় নয়। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর।

English summary
India Women won by 5 wickets against Sri Lanka Women. Harmanpreet Kaur won the Man of the Match award.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X