For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশের বিরুদ্ধে ভাল শুরু করেও বড় রান তুলতে ব্যর্থ ভারতীয় মহিলা দল

বাংলাদেশের বিরুদ্ধে ভাল শুরু করেও বড় রান তুলতে ব্যর্থ ভারতীয় মহিলা দল

Google Oneindia Bengali News

শুরুটা ভাল করেও প্রত্যাশিত রান স্কোর বোর্ডে তুলতে পারল না ভারতীয় মহিলা ক্রিকেট দল। মিতালি রাজ-ঝুলন গোস্বামীর দল নির্ধারিত ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ২২৯ রান তোলে। বিশ্বকাপে নিজেদের আশা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ থেকে জয় প্রয়োজন ভারতের। মঙ্গলবার নিউজিল্যান্ডের সিডন পার্কে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারতের প্রমীলা বাহিনী।

বাংলাদেশের বিরুদ্ধে ভাল শুরু করেও বড় রান তুলতে ব্যর্থ ভারতীয় মহিলা দল

শেফালি বর্মা এবং স্মৃতি মন্ধনার যুগলবন্দীর উপর ভর করে প্রথম উইকেটে ৭৪ রান তোলে ভারত। এই একটি উইকেটের সঙ্গেই পর পর আরও দু'টি উইকেট হারায় ভারত। ১৫.৩ ওভারে একই রানে শেফালি বর্মা প্যাভিয়িনে ফেরেন। শেফালির ব্যাট থেকে এসেছিল ৪২ রানের ইনিংস। দুই উইকেট হারানোর পর ক্রিজে আসা মিতালি রাজ প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন। ৭৪ রানে তিন উইকেট হারানো ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তুলে নেন যশতিকা ভাটিয়া। ভারতীয়দের মধ্যে সর্বাধিক এই ম্যাচে রান করেন ভাটিয়া। তাঁর ব্যাট থেকে এসেছিল ৫০ রানের ইনিংস।

এই ম্যাচে রান পাননি হরমনপ্রীত কউর। ১৪ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ এই ম্যাচে করেছেন ২৬ রান। ২৩ বলে ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন স্নেহা রানা। শেষ পর্যন্ত ৩০ রানের অপরাজিত ইনিংস খেলা পূজা ভাস্ত্রকর ৩০ রানে অপরাজিত ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে এই ম্যাচে সর্বাধিক তিন উইকেট পান ঋতু মনি। ১০ ওভারে দু'টি মেডেন সহ ৩৭ রানে তিন উইকেট পান ঋতু। নাহিদা আখতার দুই উইকেট পান। একটি উইকেট পান জাহানারা আলম।

বিশ্বকাপের শেষ চারে জায়গা করতে হলে এখন প্রতিটা ম্যাচই ভারতের কাছে মরণ-বাঁচন। পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে নেট রান রেটের বিচারে চতুর্থ স্থানে রয়েছে ভারত। নিজেদের জায়গা শেষ চারে পাকা করতে হলে এই ম্যাচ সহ পরবর্তী ম্যাচগুলি থেকে ভারতের জয় প্রয়োজন। একই সঙ্গে মাথায় রাখতে হবে নেট রান রেটের বিষয়ও। ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ছয় ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ স্থানে থাকা ভারতের পয়েন্ট পাঁচ ম্যাচে ৪। রান রেটের বিচারে চতুর্থ স্থানে রয়েছে ভারতীয় মহিলা দল।

English summary
India women team scored 229/7 batted first against Bangladesh. India batted first in this match after winning the toss. In this vital encounter india need to win to keep semi breath alive.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X